,

বিয়ে না করে শুক্রাণু গ্রহন-Sparm received to be Mother

Sunday, November 10, 2013 Other
মেয়ের জন্য পাত্র খুঁজলেন মা-বাবা। কিন্তু যথাযথ পাত্র পাওয়া গেল না। এবার মেয়েপক্ষ ব্যস্ত হলেন গুণগতমানে উপযুক্ত একজন যুবককে খুঁজে বের করতে যিনি শুক্রাণু দান করবেন। এটা পাওয়া গেলে মহাখুশী হবেন রিচা আনেজা। এজন্য তার পরিবার প্রকাশ্যভাবেই সমর্থন দিচ্ছে। অবিবাহিতা এই নারী কৃত্রিমভাবে মা হওয়াতে জীবনের সার্থকতা খুঁজছেন। অন্যের সন্তান ধারণ করে তা হস্তান্তর করা অথবা কৃত্রিমভাবে মা হওয়া বেশ আগে শুরু হলেও সামাজিক আড়ষ্টতা কাটতে সময় লাগছে। এসব বিষয় খোলামেলা আলোচনায় সামাজিক সংকোচ কমে আসায় অনেকেই মুখ খুলছেন। রিচা আনেজার পরিবার তেমন পরিবর্তনের উদাহরণ। এই পরিবার মেয়ের জন্য পাত্র খুঁজেছেন অনেক, তবে সে চেষ্টা সফল হয়নি। তাদের মেয়ে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের মালিক। ৩৪ বছরের এই মেয়ে সিদ্ধান্ত নিলেন, বিয়ে না করেও মা হবেন। আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার এই ইচ্ছা মা-বাবাকে জানানোর পর তারা আশির্বাদ করলেন। ভাইও চেষ্টা করলেন উপযুক্ত 'শুক্রাণু দাতা' খুঁজতে। পছন্দসই দাতা পাওয়ার পর রিচা আনেজার ডিম্বাণু সংগ্রহ করে ভাড়া করা গর্ভে তা নিষিক্ত করা হয়। সেই নারীর গর্ভে বেড়ে উঠছে রিচার সন্তান। তার পরিবার মহাউৎসাহে অপেক্ষা করছে এই শিশুর জন্য। কীভাবে তার যত্ন নেওয়া হবে তার আয়োজন চলছে। ঠিক করা হচ্ছে নামও। ভারতে এ ধরনের প্রবণতার সঠিক তথ্য-উপাত্ত না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, অনেকে ঝুঁকছেন কৃত্রিমভাবে সন্তানের অধিকারী হতে। - See more at: http://www.kalerkantho.com/online/miscellaneous/2013/11/10/20070#sthash.q4X4VT2g.dpuf

Blog Archive