হরতালের মধ্যে গতকাল দেশের দুই শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে।
সোমবার ঢাকার বাজারে লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২১৪টিরই দাম বেড়েছে, কমেছে ৩৫টির আর অপরিবর্তিত ছিল ১৫টির দাম। দিনশেষে ডিএসইতে প্রায় ৪৪৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৯ কোটি টাকা বেশি।
সোমবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৯ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৫৯টিরই দাম বেড়েছে, কমেছে ২৪টির আর অপরিবর্তিত ছিল সাতটির দাম। দিনশেষে সিএসইতে প্রায় ৫১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি।
সোমবার লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯৬ পয়েন্টে। ::::