শেয়ারবাজার :::: দেশের দুই পুঁজিবাজারে মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এদিন উভয় বাজারেই সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়ে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম আধঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বেড়েছে ১১৪ পয়েন্ট। একই সঙ্গে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৪টির দাম বেড়েছে। অপরদিকে প্রথম আধঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক বেড়েছে ১১৫ পয়েন্ট। পাশাপাশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮০টির দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রথম আধঘণ্টায় ডিএসইতে লেনদেন হয় মোট ২১৩টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি প্রতিষ্ঠানের দাম।
এ সময়ে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১১৪ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ৫ হাজার ৯৫৯ পয়েন্টে। লেনদেন হয় মোট ১৭০ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
প্রথম আধঘণ্টায় লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)।
সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার লেনদেনের প্রথম আধঘণ্টায় সিএসইতে লেনদেন হয় মোট ১১২টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের দাম।
এ সময়ে সিএসইর সাধারণ সূচক ১১৫ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ১০ হাজার ৫৭২ পয়েন্টে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রথম আধঘণ্টায় ডিএসইতে লেনদেন হয় মোট ২১৩টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি প্রতিষ্ঠানের দাম।
এ সময়ে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১১৪ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ৫ হাজার ৯৫৯ পয়েন্টে। লেনদেন হয় মোট ১৭০ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
প্রথম আধঘণ্টায় লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)।
সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার লেনদেনের প্রথম আধঘণ্টায় সিএসইতে লেনদেন হয় মোট ১১২টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের দাম।
এ সময়ে সিএসইর সাধারণ সূচক ১১৫ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ১০ হাজার ৫৭২ পয়েন্টে।