(১৬৭৪) পাঁচ কোটি টাকা লভ্যাংশ ᴥᴥ (১৬৭৫) Sharemarket scam: ACC to sue SEC’s Anwarul Kabir [নিচে]

Tuesday, August 09, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  পুঁজিবাজারকে আগামী ছয় মাসের মধ্যে বড় পুঁজি সংগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া এই বছরের মধ্যেই দীর্ঘমেয়াদি সরকারি বিনিয়োগ ফান্ড চালু করার কথাও জানান তিনি।
আজ দুপুরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) লভ্যাংশ হস্তান্তর-সম্পর্কিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা জানান।
বিডিবিএল ২০১০ সালের অর্জিত মুনাফা থেকে পাঁচ কোটি টাকা লভ্যাংশ অর্থমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
বিডিবিএলের চেয়ারম্যান নাজেম আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিল্লুর রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার এখন স্থিতিশীল। শেয়ারের দাম বাড়ছে-কমছে। তবে ছয় মাসের মধ্যে পুঁজিবাজারকে পুঁজি সংগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ রাষ্ট্রীয় কোম্পানিগুলোর শেয়ার ছাড়ার জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Sharemarket scam: ACC to sue SEC’s Anwarul Kabir

The Anti-Corruption Commission (ACC) is preparing to sue Securities and Exchange Commission (SEC) executive director Anwarul Kabir Bhuiyan, his wife Rukhsana Akhter and three others for their involvement in recent sharemarket scam.
“Enquiry has revealed involvement of these people in manipulation of the sharemarket,” Farrukh Ahmad, ACC director general (admin and establishment), said in a monthly press conference of the commission Tuesday.
A three-member ACC team led by assistant director Akhter Hamid Bhuiyan carried out the enquiry after finance ministry probe found his involvement in the market manipulation. The report was forwarded to the ACC in May.
Anwarul Kabir was made officer on special duty (OSD) immediately after the sharemarket started collapsing in January this year.

 


Blog Archive