(১৬৭৮) এসইসির সিদ্ধান্ত বাজারে ইতিবাচক ■■■■■■ (১৬৭৯) SEC sets Tk 10 as uniform face value of shares

Wednesday, August 24, 2011 Unknown


শেয়ারবাজার   ::::  দুই দিন নিম্নমুখী প্রবণতার পর  বুধবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দুই স্টক এক্সচেঞ্জেই  সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার গতকালের এসইসির সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে বিনিয়োগকারীরা আজ ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের ওপর বেশি ঝুঁকে পড়ায় এ সব কোম্পানির দাম বেড়ে যায়। তবে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
ডিএসইতে আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৩ পয়েন্ট বেড়ে যায়। আর দুপুর সাড়ে ১২টায় সূচক ৩৯ পয়েন্ট বাড়লেও দিন শেষে ডিএসইর সাধারণ মূল্য সূচক ৮৫.৮৬ পয়েন্ট বেড়ে ৬১৩১.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে হাতবদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৫টির প্রতিষ্ঠানের, কমেছে ৬৫টির, আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৪৪ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২৫৯ কোটি টাকা বেশি।
দিনের লেনদেন শেষে ডিএসইতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, ওয়ান ব্যাংক, এস আলম কোল্ড রোল্ড স্টিল, বেক্সিমকো, ইসলামী ব্যাংক ও ফু ওয়াং ফুডস।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ১৮২.০৫ পয়েন্ট বেড়ে ১৭,৪৪৩.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ হাতবদল হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকা বেশি।

================================

SEC sets Tk 10 as uniform face value of shares

New move takes effect from December

The stockmarket regulator yesterday decided in principle to set a uniform face value of equity shares and mutual fund units at Tk 10, a move that would end misinterpretation, confusion and manipulative attempts.
Trading with the uniform face value would start from December 1 this year, said a spokesman of the Securities and Exchange Commission.
The regulator took the decision at a meeting with SEC Chairman Prof M Khairul Hossain in the chair. The SEC set the common face value on instructions of the finance ministry after a government probe committee on recent share market scam recommended fixing a uniform face value.
The companies and mutual funds that presently have Tk 100 in face value will have to convert their shares and units to Tk 10 within November 29 and, in case of failure their trading will be suspended.
The SEC also set November 30 as record date for share conversion for all companies and mutual funds, said spokesman Saifur Rahman.
Presently, there are 138 listed companies and mutual funds with Tk 100 in face value, while 129 with Tk 10 and one mutual fund with Tk 1 in face value.
“A circular to this effect will be issued soon,” Rahman said, adding: “The commission took the decision considering the overall situation of the market and to create 'a level playing field' in the face value.”
However, the share conversion will not be considered as price sensitive information and the companies or mutual funds would not need to disclose anything on share conversion, said Rahman, also an executive director of the SEC.
Although denomination of shares does not have any impact on a company's earnings or assets, shares with lower face value have a psychological impact on the investors' mind.
Comparatively stocks with lower face value trade in higher prices than the stocks with higher face value, according to analysts.
Prof Mahmood Osman Imam, who teaches finance at Dhaka University, said: “The decision of uniform face value will help reduce gambling in the market.”
"It is a good decision and will boost investor confidence in a market that is on a continuous downward trend," said Imam, also a member of index development committee of the Dhaka Stock Exchange.
The new decision will also end the debate on split of shares, he added.
The government probe committee on the recent market debacle found that split of shares was used as a tool to mop up small investors' money and it was a major reason behind the market debacle.
Manipulators played on the “psychological weakness” of retail investors and encouraged them to buy lower denominated shares that had a huge impact on the stockmarket, said the probe report.
Split of shares does not have any impact on a company's earnings or assets. So, there should have been no impact of the split on share prices except for an adjustment to the face value, the report said.
But, it said, the fragmentation of shares had an “unexpected impact” on share prices and liquidity in the market.
The probe body had also recommended the government set a uniform face value in shares.

Blog Archive