(১৬৬৯) অর্থমন্ত্রীকে দায়ী করে তাঁর পদত্যাগ [and also] They’re all ‘gamblers’, Muhith says about stock traders

Sunday, August 07, 2011 Unknown

শেয়ারবাজার :::: শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেনদুপুর ১২টার দিকে সূচক ১৬১ পয়েন্ট কমে গেলে তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেনবেলা দুইটার দিকে বিক্ষোভ শেষ হয়এ সময় শেয়ারবাজারে দরপতনের জন্য অর্থমন্ত্রীকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিনিয়োগকারীরাবাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে তাঁরা এ বিক্ষোভ করেনদেশের শেয়ারবাজারে দরপতনের ধারা অব্যাহত ছিলআজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩৯.৭৪ পয়েন্ট কমে ৬,১২০.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে
আজ হাতবদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪টি প্রতিষ্ঠানের, কমেছে ২২০টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম
আজ ডিএসইতে ৫৬০ কোটি টাকা লেনদেন হয়ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, এনবিএল, তিতাস গ্যাস, এমআই সিমেন্ট, কেয়া কসমেটিকস, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, আরএন স্পিনিং, মালেক স্পিনিং ও সোস্যাল ইসলামী ব্যাংক

 

They’re all ‘gamblers’, Muhith says about stock traders


Staff Correspondent
Finance Minister AMA Muhith now dropped another bombshell over the troubles on the bourses as he said those who are clamoring on the stock market are all “gamblers”, not real investors.        

He said, “There are no investors on the share market now. Those who are there are all but gamblers.”  

The finance minister came up with the blistering observations at a view-exchange meeting on ‘Overall Situation of the Country’ organized by the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) at the Federation Bhavan in the capital Saturday.
“When share prices go up, they remain silent. And when the price indices take a downturn, these are the same people who trigger chaos,” said Muhith, against the backdrop of a repeat of street demonstrations by stock traders following a fresh big fall of stock prices.             
He said it cannot be that share prices would increase everyday. “This cannot be a market.”        
With FBCCI president AK Azad in the chair, the meeting was also addressed, among others, by commerce minister M Faruk Khan, former Bangladesh Bank Governor Farash Uddin, Transparency International Bangladesh (TIB) executive director Iftekharuzzaman Chowdhury, former FBCCI president Annisul Haq and BGMEA president Shafiul Islam Mohiuddin.

Blog Archive