(১৪২৬) মবিল যমুনার আরেক দফা

Thursday, June 02, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য মবিল যমুনা লুব্রিকেন্টস বাংলাদেশ লিমিটেডের (এমজেএল) আবারও দুই সপ্তাহ মেয়াদ বাড়াল নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)

সেই সঙ্গে সময়ের মধ্যে এমজিএল’র প্রস্তাবিত বিষয়গুলোতে আইনি জটিলতা রয়েছে কিনা তা খতিয়ে দেখার বিষয়েও সিদ্ধান্ত হয়

বৃহস্পতিবার নবগঠিত কমিশনের প্রথম জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়

সভা শেষে এসইসির মুখপাত্র নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের তথ্য জানান

এর আগে গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড সভায় শর্ত সাপেক্ষে এমজেএলকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়

ক্ষেত্রে ডিএসইর পক্ষ থেকে এসইসিকে আগের ক্ষতিপূরণ-সংক্রান্ত নির্দেশনা উঠিয়ে নেওয়ার অনুরোধ করা হয়

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কমিশন জরুরি সভা আহ্বান করে সিদ্ধান্ত নেয়

এদিকে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা

আগের প্রস্তাবিত ১৫২.৪০ টাকা থেকে ১১৫ টাকা বাদ দিয়ে বাকি ৩৭.৪০ টাকা প্রাথমিক বিনিয়োগকারীদের রিফান্ড ওয়ারেন্ট দিলেই এমজেএলের লেনদেনের তারিখ ঘোষণা করা হবে বলে ডিএসইর পক্ষ থেকে বুধবার জানানো হয়


Blog Archive