শেয়ারবাজার :::: এখনো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার মতো উপযুক্ত লোক খুঁজে পাচ্ছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে আগামী ১৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ যাওয়ার আগেই এ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া শিগগিরই এসইসিতে আরো নতুন দুজন সদস্য নিয়োগ দেওয়া হবে।
গতকাল সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনানুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, 'দুজন সদস্য যেকোনো মুহূর্তে নিয়োগ পাবে। আর চেয়ারম্যান এখনো খুঁজতে হচ্ছে। তবে যেভাবেই হোক, আমাকে তা করতেই হবে। আর নতুন চেয়ারম্যান পাওয়ার পরই বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার পদত্যাগ করবেন।'
এর আগে গত ৩০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, এসইসিতে নতুন চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। দুই-এক দিনের মধ্যেই তাঁরা দায়িত্ব নেবেন।
ওই ঘোষণা সম্পর্কে আবুল মাল আবদুল মুহিত গতকাল বলেছেন, 'দুই-এক দিনের মধ্যে নতুন চেয়ারম্যান ও সদস্য দায়িত্ব নেবেন বলে ঘোষণা করেছিলাম। তবে বিশেষ কোনো কারণে তখন তা হয়নি। তারপর আমি ও প্রধানমন্ত্রী কেউই দেশে ছিলাম না। এখন দুজনই দেশে আছি। প্রধানমন্ত্রী ১৫ তারিখ দেশের বাইরে যাবেন। তার আগেই হয়ে যাবে।'
অর্থমন্ত্রী জানান, এসইসি পুনর্গঠনের অংশ হিসেবে ইতিমধ্যে দুজন সদস্য পদত্যাগ করেছেন। নতুন একজন সদস্য দায়িত্ব নিয়েছেন। সরকার আশা করছে, এসইসি সম্পূর্ণভাবে পুনর্গঠিত হলে বাজারে স্থিতিশীলতাসহ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। এ সময় মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
শেয়ারবাজার কেলেঙ্কারিতে অভিযুক্তদের আয়করের তথ্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খতিয়ে দেখবে বলে জানান অর্থমন্ত্রী।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী জানান, শিগগিরই নতুন দুজন সদস্য যোগদান করবেন। এ ছাড়া আগামী সপ্তাহের মধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।
গতকাল সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনানুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, 'দুজন সদস্য যেকোনো মুহূর্তে নিয়োগ পাবে। আর চেয়ারম্যান এখনো খুঁজতে হচ্ছে। তবে যেভাবেই হোক, আমাকে তা করতেই হবে। আর নতুন চেয়ারম্যান পাওয়ার পরই বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার পদত্যাগ করবেন।'
এর আগে গত ৩০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, এসইসিতে নতুন চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। দুই-এক দিনের মধ্যেই তাঁরা দায়িত্ব নেবেন।
ওই ঘোষণা সম্পর্কে আবুল মাল আবদুল মুহিত গতকাল বলেছেন, 'দুই-এক দিনের মধ্যে নতুন চেয়ারম্যান ও সদস্য দায়িত্ব নেবেন বলে ঘোষণা করেছিলাম। তবে বিশেষ কোনো কারণে তখন তা হয়নি। তারপর আমি ও প্রধানমন্ত্রী কেউই দেশে ছিলাম না। এখন দুজনই দেশে আছি। প্রধানমন্ত্রী ১৫ তারিখ দেশের বাইরে যাবেন। তার আগেই হয়ে যাবে।'
অর্থমন্ত্রী জানান, এসইসি পুনর্গঠনের অংশ হিসেবে ইতিমধ্যে দুজন সদস্য পদত্যাগ করেছেন। নতুন একজন সদস্য দায়িত্ব নিয়েছেন। সরকার আশা করছে, এসইসি সম্পূর্ণভাবে পুনর্গঠিত হলে বাজারে স্থিতিশীলতাসহ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। এ সময় মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
শেয়ারবাজার কেলেঙ্কারিতে অভিযুক্তদের আয়করের তথ্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খতিয়ে দেখবে বলে জানান অর্থমন্ত্রী।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী জানান, শিগগিরই নতুন দুজন সদস্য যোগদান করবেন। এ ছাড়া আগামী সপ্তাহের মধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।