usb slot
দুই স্টক এক্সচেঞ্জে আজ বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে লেনদেনে মিশ্রভাব দেখা যাচ্ছে। সূচক একটু বাড়ছে, আবার পরেই কিছুটা কমছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা দেড়টার দিকে সূচক কমলেও বেড়েছে শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সঙ্গে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ বেলা দেড়টার দিকে সাধারণ সূচক ১০ পয়েন্ট কমে ৬,৪৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ২৫৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৯টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৬৪৫ কোটি টাকার।
সিএসইতে আজ বেলা দেড়টার দিকে সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ১১,৭৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৮৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৬৩ কোটি টাকার।
দুই স্টক এক্সচেঞ্জে আজ বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে লেনদেনে মিশ্রভাব দেখা যাচ্ছে। সূচক একটু বাড়ছে, আবার পরেই কিছুটা কমছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা দেড়টার দিকে সূচক কমলেও বেড়েছে শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সঙ্গে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ বেলা দেড়টার দিকে সাধারণ সূচক ১০ পয়েন্ট কমে ৬,৪৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ২৫৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৯টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৬৪৫ কোটি টাকার।
সিএসইতে আজ বেলা দেড়টার দিকে সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ১১,৭৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৮৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৬৩ কোটি টাকার।