পুঁজিবাজারে মঙ্গলবার যথারীতি লেনদেন চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ওয়েবসাইটে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। পুঁজিবাজারে সোমবার রেকর্ড দরপতনের কারণে বিনিয়োগকারীরা রাজধানীর রাস্তায় নেমে আসে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এর পরপরই ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ করে দেয়। দরপতনে রাজধানীর মতিঝিল এলাকা, ফার্মগেট ও মিরপুরে ব্যাপক বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা। মতিঝিলে ডিএসইর সামনে বিকাল ৩টার দিকে পুলিশ মাইকে বিক্ষোভকারীদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়। মাইকে বলা হয়, সরকার বিনিয়োগকারীদের বিষয়ে সচেতন রয়েছে। এগুলো সরকার দেখবে। আপনারা রাস্তা থেকে সরে যান। এভাবে আপনাদের অবস্থানের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে।
Blog Archive
- ▼ 2011 (2088)