জরুরি বৈঠকে বসেছে।
পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে এর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জরুরি বৈঠকে বসেছে। এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর কর্মকর্তারা, মার্চেন্ট ব্যাংকস অ্যাসোসিয়েশনের নেতারা সোমবার দুপুর ১টার দিকে মতিঝিলে জীবন বীমা টাওয়ারে এসইসির কার্যালয়ে এ বৈঠকে বসেন। শত শত বিক্ষোভকারী ওই ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। দরপতন অব্যাহত থাকায় এর আগে এসইসি দুপুর ১২টার দিকে ঢাকা ও চট্টগ্রাম শেয়ারবাজারে লেনদেন বন্ধ করে দেয়। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ৫৫ মিনিটে আগের দিনের রেকর্ড ভেঙে মূল্যসূচক পড়ে যায় ৬৬০ দশমিক ৪৩ পয়েন্ট।