৫০০ শেয়ারের বিপরীতে ১০০টি শেয়ার Dividend
মেট্রো স্পিনিং লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সাড়ে ৯টায় রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান আল-হাজ আব্দুল আলীর সভাপতিত্বে সভায় কোম্পানির পরিচালক পর্ষদের সদস্যসহ বিপুল সংখ্যাক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় ২০০৯-২০১০ অর্থ বছরের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার (প্রতি ৫০০ শেয়ারের বিপরীতে ১০০টি শেয়ার) প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে সভায় ২০০৯-২০১০ অর্থ বছরের পরিচালকমণ্ডলীর প্রতিবেদন ও নিরীতি হিসাব বিবরণীসহ অন্যান্য সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়। সভায় কোম্পানি আইনানুযায়ী পরিচালক আল-হাজ আব্দুল আলী এবং পরিচালক মোহাম্মদ ফেরদৌস কাওসার মাসুদ অবসর গ্রহণ করে সর্বসম্মতিক্রমে পুনরায় কোম্পানির পরিচালক নির্বাচিত হন। মেট্রো স্পিনিং ২০০৯-২০১০ অর্থ বছরের কর পূর্ব নিট মুনাফা অর্জন করে ১৪.৪৮ কোটি এবং কর পরবর্তী নিট মুনাফা অর্জন করে ১৩.২৩ কোটি টাকা। ২০০৯-২০১০ অর্থ বছরে ইপিএস অর্জিত হয়েছে ৩.৮৪ টাকা এবং অর্থ বছরে কোম্পানির মোট বিক্রয় ছিল ১৫২.২৫ কোটি টাকা। বছর শেষান্তে কোম্পানির স্থায়ী সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯১.১৭ কোটি টাকা এবং শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ২৮.৭৫ টাকা।