'প্রথম প্রথম যখন আমাদের দেখা হতো, মনের ভিতর আনন্দের ফল্গুধারা বয়ে যেতো। কতো মধুর সময় কাটিয়েছি দুজন। ধীরে ধীরে দুজনের মাঝে শক্ত দেয়ালের গাঁথুনি অনুভব করলাম, যেনো একজন আরেকজনের চির শত্রু। এক সময় সব শেষ হয়ে গেল', বিরহ বিধূর এ কথাগুলো বেরিয়ে আসলো সদ্য সম্পর্ক ভাঙা এক নারীর হৃদয় থেকে। মানুষের সম্পর্কের এই ভাঙা-গড়ার খেলা নিরন্তর চলছে এবং চলতেই থাকবে। তবে নিজের অজান্তে এমন ঘটনা আকস্মিক ঘটে গেলে বড় ধরনের মানসিক বিপর্যয়ের সম্ভাবনা থাকে। তাই সম্পর্কের শুরুতে যেমন আপনি বুঝেছিলেন যে এই মানুষটির সাথে জড়াতে যাচ্ছেন, তেমনি ভাঙার মুহূর্তেও আপনার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ থাকতে হবে। এর কিছু লক্ষণ তুলে ধরেছেন গবেষকরা। সম্পর্ক ভাঙতে যাচ্ছে, এমন বুঝতে পারবেন কিছু মানসিক অবস্থা অনুধাবন করে। এতে করে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।
অস্তিত্বহীন সঙ্গী: ফুরফুরে মন নিয়ে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছেন। হঠাৎ একজন আপনাকে জিজ্ঞাসা করলেন, 'তোমার বয়ফ্রেন্ডের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে না?' প্রেমিকের কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেলো আপনার। উদাসী ভাব নিয়ে জবাবে বললেন, 'হবে কোনো একদিন'। বন্ধুদের সামনে আপনার বিশেষ সঙ্গীটিকে নিয়ে আসতে আপনার একদম ইচ্ছে করে না। অর্থাৎ তার সঙ্গ আপনার জন্য বিব্রতকর বা অস্বস্তিকর। কাজেই পার্টনার হিসেবে সে আপনার কাছে গ্রহণযোগ্য নয়।
বিনিময়ের ক্ষেত্রে বিশ্বাসের অভাব: বিশ্বাসের ওপর সম্পর্ক টিকে থাকে। এখানে ফাটল দেখা দিলে তার ধস নিশ্চিত। সে কিছু টাকা ধার চাইতে পারে। আপনি ফেরত দেয়ার শর্তে দিতেও চাচ্ছেন। কিন্তু মনে বারবার সন্দেহ দোলা দিচ্ছে, টাকাটা মনে হয় ফেরত পাব না। এ ধরনের যেকোনো লেনদেনে একে অপরের ওপর নিরেট বিশ্বাস স্থাপন না করতে পারলে বুঝতে হবে আপনাদের সম্পর্ক ভাঙনের মুখে রয়েছে।
শুধু কথা কাটাকাটি আর ঝগড়া: যেকোনো ব্যাপারে দুজনের মধ্যে শুধু বাক-বিতণ্ডা হয়। শেষ কবে যে আপনারা ভাল সময় কাটিয়েছিলেন তা মনেই করতে পারেন না। এর অর্থ দুজনের প্রতি দুজনের মন বিতৃষ্ণায় ছেয়ে গেছে। এখানে সুখের আশা বাতুলতা মাত্র।
বিন্দুমাত্র ভালবাসা নেই: ভেবে দেখুন, আপনি কি কখনো পার্টনারের অজান্তে তার সাথে প্রতারণা করেছেন? যদি করে থাকেন এবং এজন্য আপনার মধ্যে যদি কোনো অপরাধবোধ কাজ না করে তবে বুঝে নিন আপনার মনের ভালবাসা উবে গেছে। একে আর ধরে রাখার মানে নেই।
অন্ধকার ভবিষ্যত: যে মানুষটিকে নিয়ে জীবন কাটাবেন বলে ভাবছেন, তাকে নিয়ে ভবিষ্যতের ছবিতে শুধু অন্ধকার দেখছেন। এর মানে তাকে নিয়ে আপনার কোনো আশা-ভরসা নেই। আর যাকে নিয়ে আপনি ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারছেন না, তার সাথে সম্পর্কের রশি কতদিন টানবেন? এ রশি এখন ছিঁড়ে ফেলার সময় হয়েছে। ইন্টারনেট থেকে সাকিব সিকান্দার
Blog Archive
-
▼
2013
(195)
-
▼
October
(100)
-
▼
Oct 20
(9)
- পিসিতে এবার পাবেন ফ্রি- Windows 8.1 for free
- থৃজি আর নেই- ফাইভ জি- 5G Internet is in pipeline
- মোবাইল নিয়ে যুদ্ধ - War between samsung amd iphone 5
- খাবিনা? জোড় কইরা বাইন্দা খাওয়ামু- How to stop hung...
- ল্যাম্বরগিনি ভেনেনো রোডস্টার-Lambergini venono roa...
- বিষাক্ত বিষ আপনার মগজে -ধুয়ে নিন এখনই- Sleep wash ...
- প্রেম এটা টিকবেনা-বুঝার উপায়- How to know that lov...
- পানির নিচে ইন্টারনেট চালান সহজে- Wi-Fi is now unde...
- Rapist raped,Had SEX, Teen sex, Aubesment, WHY-HOW...
-
▼
Oct 20
(9)
-
▼
October
(100)
- ► 2011 (2088)