পছন্দের মেয়েটিকে নিয়ে প্রথম ডেটিংয়ে যাওয়া সহজ হতে পারে। তবে তার চেয়ে কঠিন দ্বিতীয় দিনের জন্য তাকে আগ্রহী করে তোলা। একটি মেয়েকে আপনি ভালবেসে ফেলতে পারেন। আপনার পরিকল্পনায় আছে, তাকে একদিন এক কাপ চা খাওয়াতে বা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করাতে নিয়ে গিয়ে মনের কথা বলবেন। ভুলিয়ে ভালিয়ে নিয়েও গেলেন। কিন্তু হায়! বিধি বাম। আপনার সঙ্গ যেনো মেয়েটির ভালই লাগল না। আসলে আপনার কপালের দোষ দিয়ে লাভ নেই। বরং আচার-আচরণ আর কথায় আপনার কিছু ভুল আছে। যে কারণে মেয়েটির মধ্যে দ্বিতীয় ডেটিংয়ে যাওয়ার আগ্রহ দেখতে পাবেন না।
কাজেই প্রথম দিনেই মেয়েটি তার মনের গহীনে যেনো আপনাকে স্থান দেয় তার কিছু টিপস দেয়া হল।
অস্থির চোখ দু'টোকে সুস্থির করুন: ধরে নিলাম একটি ক্যাফেতে বসেছেন দুজন। এমনিতেই মানসিকভাবে আপনি অস্থির থাকতে পারেন। এ পরিস্থিতিতে এবার চোখ দুটোকেও সামলান। কারণ মনের চেহারা দেখতে না পারলেও চোখের ভাব কিন্তু সে নিজের চোখেই দেখতে পাবে। যেমন- আপনাদের পাশ দিয়ে সুন্দরী একটি মেয়ে চলে গেলো। আপনি হা করে তার দিকে তাকিয়ে রইলেন বা এক ঝলক দৃষ্টিপাত করলেন। ব্যস, পাশে বসা মনের মানুষটি কিন্তু সব দেখে ফেলেছেন। ছেলেদের এ ধরনের আচার-আচরণের প্রতি মেয়েদের প্রখর দৃষ্টি থাকে। এক সেকেন্ডের জন্যে হলেও এ ভুলের মাসুল দিতে হবে আপনাকে। আপনার সম্পর্কে বাজে ধারনা নিয়ে সে আর পরেরবার দেখা করতে রাজি হবে না।
নম্র-ভদ্র থাকুন: বেশি মাত্রার বীরত্ব ও ঔধত্য তার কাছে আপনার পতনের কারণ হতে পারে। অন্তত প্রথম ডেটিংয়ে একেবারে নম্র-ভদ্র থাকুন। এ বিষয়ে এক হাজার মেয়ের ওপর একটি পরিসংখ্যান চালিয়ে দেখা যায়, তাদের দুই-তৃতীয়াংশ প্রেমিক হিসেবে নম্র-ভদ্র ছেলেদের পছন্দ করেন। এর মানে এই নয় যে, মেয়েটি ক্যাফেতে প্রবেশ করা মাত্র আপনার উঠে দাঁড়াতে হবে বা ঘাসের ওপর আপনার দামী জ্যাকেট বিছিয়ে তাকে বসতে দিতে হবে। সাধারণ সৌজন্য দেখান। আপনার আসতে দেরি হয়ে গেলে তাকে ফোন করে দু:খ প্রকাশ করুন। যদি একসাথে কোথাও যেতে চান তাহলে ট্যাক্সিতে ওঠার আগে দরজাটা খুলে তাকে উঠতে দিন বা রেস্টুরেন্টের দরজাটা তার জন্যে খুলে দিন, আজ এই সুন্দর বিকালটি উপহার দেয়ার জন্যে তাকে ধন্যবাদ জানান ইত্যাদি।
কথাবার্তায় সহজ-সরল থাকুন: প্রথম ডেটিংয়ের সময়টি বেশ স্পর্শকাতর। সে অন্য কোনো ছেলেকে পছন্দ করে কিনা বা তার সাবেক প্রেমিক থাকলেও তাকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই। কারণ দেখবেন আপনার ব্যাপারেও সে জানতে চাইবে না। যদি প্রসঙ্গ এসেই পড়ে, তবে অতীতকে আপাতত উড়িয়ে দিন আজকের জন্য। জোকস বলে যেকোনো সময় বরফ গলানো যায়। কিন্তু অপরিণত বা অশ্লীল কৌতুক করা উচিত নয়। এসব না করে দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন। কোন বিষয়গুলোতে আপনাদের দুজনেরই মিল রয়েছে তা বের করুন। মেয়েরা ভালবাসার কথা শুনতে পছন্দ করেন। তবে এ পরিস্থিতিতে অতি ভালবাসার কথা তাকে বৈরি করে তুলতে পারে। মোদ্দাকথা, প্রথমবারের মতো দুজন ডেটিংয়ে বের হয়েছেন, হাসি-খুশি থাকুন, মজা করুন এবং ভদ্র-সভ্য কথা বলুন।
অর্থে-জ্ঞানে সেরাভাব ত্যাগ করুন: হতে পারে আপনি স্কুল-কলেজের সব কুইজ পরীক্ষায় প্রথম হতেন। এখন আপনার টাকা-পয়সাও অনেক। তাই বলে এ দুটো বিষয়ের অতি প্রকাশ ঘটানোর প্রয়োজন নেই। সবজান্তা ভাব নিয়ে চলা ছেলেদের মেয়েরা পণ্ডিত মনে করে। আর টাকার গরম দেখানোর সময় এখন নয়। কাজেই এসব আচরণ নিয়ন্ত্রণে রাখুন। ইন্টারনেট থেকে সাকিব সিকান্দার
Blog Archive
- ► 2011 (2088)