দেশের শেয়ারবাজারে সূচকের উল্লম্ফন ঘটেছে। বাজার হঠাত্ করে ঘুরে দাঁড়ানোয় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে। কেননা গত বৃহস্পতিবার বাজারে বড় ধরনের দরপতন ঘটে। বাজারের এমন আচরণকে অনেকে অস্বাভাবিক বলেও মনে করছেন। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বড় কিছু প্রতিষ্ঠান বাজারে সক্রিয় হওয়ায় অবস্থার পরিবর্তন হয়েছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। তাদের মতে, এখন দেখার বিষয় তারা কত দিন সক্রিয় থাকে। তারা যদি পুনরায় নিষ্কিয় হয় তাহলে বাজারের অবনতি হবে।
এদিকে, আজ রোববার সপ্তাহের এবং বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিনে প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) লেনদেন শেষ হয়েছে সূচক বৃদ্ধির চাঙাভাবের মধ্যে। ডিএসইতে সূচক বেড়েছে প্রায় ১১০ পয়েন্ট ও সিএসইতে প্রায় ২৩৫ পয়েন্ট। সূচকের ব্যাপক বৃদ্ধিতে দিন শেষে উভয় প্রায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। সার্বিক লেনদেনে মন্দাভাব অব্যাহত রয়েছে। যদিও গত বৃহস্পতিবারের চেয়ে আজ লেনদেন কিছুটা বেড়েছে। তবে হরতালের কারণে বাজারে বিনিয়োগকারীর উপস্থিতি অনেকটা কমে গেছে। প্রধান বাজার ডিএসইতে প্রায় ২৫০ কোটি টাকার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার একই বাজারে লেনদেন হয়েছিল ২৩০ কোটি টাকা।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় ডিএসইএক্স সূচক ১০৯ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯০৯ দশমিক ১৪ পয়েন্টে গিয়ে পৌছেছে। এর আগে সকাল ১১টায় সূচক ৩৭ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৩৬ দশমিক ৯৫ পয়েন্টে, দুপুর ১২টায় সূচক ৭৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৭২ দশমিক ৬৭ পয়েন্টে এবং বেলা ১টায় সূচক ৮১ দশমিক শুন্য ১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৮০ দশমিক ২৯ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। বেলা ২টায় সূচক ১০৯ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯০৮ দশমিক ৯১ পয়েন্টে গিয়ে পৌছায়।
আজ ডিএসই’তে লেনদেন হয়েছে ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ডিবেঞ্চার। এদের মধ্যে দর বেড়েছে ২৪৭টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ২৪৯ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি ৫৬ লাখ টাকা বেশি। শেয়ার, ডিবেঞ্চার ও মিচ্যুয়াল ফান্ড বিক্রি হয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৬ হাজার ৫২০টি।বেলা শেষে ডিএসইর লেনদেনের শীর্ষ দশে রয়েছে-জেনারেশন নেক্সট ফ্যাশন, এনভয় টেক্সটাইল, আর্গন ডেনিমস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, গ্রামীণফোন, মালেক স্পিনিং, অ্যাক্টিভফাইন কেমিক্যালস, গোল্ডেন সন, ডেল্টালাইফ ইন্সুরেন্স ও ন্যাশনাল ব্যাংক।
এদিকে, দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই)ও সূচকের ব্যাপক বৃদ্ধির মধ্যে লেনদেন সম্পন্ন হয়েছে। বেলা আড়াইটায় সিএসসিএক্স সূচক ২৩৪ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬৭৭ দশমিক ২০ পয়েন্টে গিয়ে পৌছেছে। এর আগে সকাল ১১টায় সূচক ৭২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫১৫ দশমিক শুন্য ২ পয়েন্টে, দুপুর ১২টায় সূচক ১৪৭ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫৮৯ দশমিক ৪৩ পয়েন্টে এবং বেলা ১টায় সূচক ১৪৫ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫৮৮ দশমিক ২৯ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। বেলা ২টায় সূচক ২০৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬৪৮ দশমিক ৩০ পয়েন্টে গিয়ে পৌছায়।
আজ সিএসই’তে লেনদেন হয়েছে মোট ২০৬টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ২৯টির ও অপরিবর্তিত রয়েছে ৬ কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩১ লাখ ৯১ হাজার ৯৬৩ টাকা,যা আগের দিনের চেয়ে ৫ কোটি ২৫ লাখ টাকা বেশি। হাতবদল হওয়া শেয়ার, ডিবেঞ্চার ও মিচ্যুয়াল ফান্ডের পরিমাণ ৯৪ লাখ ২৭ হাজার ৯২৩টি।দিনের শেষে সিএসই’র লেনদেনের শীর্ষ দশ কোম্পানি হলো-জেনারেশ নেক্সট ফ্যাশন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আর.এন স্পিনিং, গ্রামীণফোন, এনভয় টেক্সটাইল, ইস্টার্ন হাউজিং, ইউনাইটেড এয়ার, ওয়ান ব্যাংক ও লিগ্যাসি ফুটওয়ার।
- See more at: http://bonikbarta.com/sharemarket/2013/10/27/20376#sthash.E3Uzgrmk.dpuf
Blog Archive
- ► 2011 (2088)