মহান মে দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকার পর আজ বুধবার দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। সূচক বাড়ার ফলে আধা ঘণ্টা শেষে উভয় বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই বাজার সূচকের উর্ধ্বমুখিতা পরিলক্ষিত হচ্ছে। তবে লেনদেনে কিছুটা ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ লেনদেন শুরুর ৩০ মিনিটের মাথায় অর্থ্যাত্ বেলা সাড়ে এগারটায় ডিএসই’র সাধারণ সূচক ১২৫ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২শ’ ২৪ দশমিক ৩৮ পয়েন্টে উন্নীত হয়। আজ লেনদেনের শুরু থেকেই বাজারে সূচকের তীর উর্ধ্বমুখী হতে থাকে , যা এখনও অব্যাহত রয়েছে। বেলা ১১টা ২০ মিনিটে সাধারণ মূল্যসূচক ১১৫ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২শ’ ১৪ দশমিক ১৪ পয়েন্টে গিয়ে দাঁড়ায়।
এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ডিএসই’তে লেনদেন হয়েছে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ডিবেঞ্চার। এদের মধ্যে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৯০ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার টাকা। শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি হয়েছে ১ কোটি ২২ লাখ ৩৪ হাজার ৬৯০টি।
এই সময়ের মধ্যে ডিএসইর লেনদেনের শীর্ষ দশে রয়েছে যমুনা অয়েল, লঙ্কাবাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট , গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ও জিপিএইচ ইস্পাত।
অন্যদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতেও সূচকের উর্ধ্বমুখিতায় লেনদেন শুরু হয়েছে। সিএসই’তে বেলা ১১ টা ৩৫ মিনিটে সাধারণ সূচক ২০৮ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯শ’ ২১ দশমিক ৪৪ পয়েন্টে গিয়ে পৌছেছে।
এ সময় পর্যন্ত সিএসই’তে লেনদেন হয়েছে মোট ১১০টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৮৬২ টাকা। হাতবদল হওয়া শেয়ারের পরিমাণ ১২ লাখ ৯২ হাজার ৪৫৫টি।
এই সময়ের মধ্যে সিএসই’তে লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানি হলো- জিপিএইচ ইস্পাত, বেক্সিমকো, লঙ্কা বাংলা ফিন্যান্স, আরএন স্পিনিং ও বেক্সিমকো ফার্মা। ::::