শেয়ারবাজার :::: নজরুল হুদা জানান, ব্যাংকার্স বৈঠক ডাকা হয়েছিল মূলত ব্যাংকগুলোর সিএসআর (ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তাদের ধন্যবাদ দিতে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে লিবিয়া থেকে যেসব প্রবাসী দেশে ফিরে এসেছেন, তাঁদের কীভাবে সিএসআর তহবিল দিয়ে কর্মসংস্থান করা যায়, সে বিষয়ে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে ব্যাংকগুলো একটি সমন্বিত কর্মসূচি নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকে আসবে বলে জানান ডেপুটি গভর্নর।
নজরুল হুদা বলেন, অন্য কোনো খাতের অস্থিতিশীলতার প্রভাব ব্যাংক খাতে পড়েনি। আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা যুক্তরাষ্ট্র-ভিত্তিক মুডিস ইনভেস্টরস সার্ভিস ও স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস তাদের বার্ষিক ঋণমান পর্যালোচনায় দেশের ব্যাংক খাতকে নিরাপদ ও স্থিতিশীল বলেছে।
নজরুল হুদা বলেন, অন্য কোনো খাতের অস্থিতিশীলতার প্রভাব ব্যাংক খাতে পড়েনি। আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা যুক্তরাষ্ট্র-ভিত্তিক মুডিস ইনভেস্টরস সার্ভিস ও স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস তাদের বার্ষিক ঋণমান পর্যালোচনায় দেশের ব্যাংক খাতকে নিরাপদ ও স্থিতিশীল বলেছে।