পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদন পক্ষপাতমূলক, অবিবেচনাপ্রসূত ও নিষ্ঠুর বলে মত দিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান মনে করেন, প্রতিবেদনটি সাধারণ ধারণার ওপর ভিত্তি করে রচিত এবং এটি যথেষ্ট তথ্যভিত্তিক নয়। এমনকি প্রতিবেদন অনুযায়ী কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াও খুব সহজ হবে না।
অর্থ মন্ত্রণালয়ের কাছে দেওয়া তদন্ত প্রতিবেদন সম্পর্কে তাঁর নিজস্ব পর্যালোচনায় এসব কথা উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রেই এসব তথ্য পাওয়া গেছে। এই মতামত চেয়ারম্যান নিজ স্বাক্ষরে দিয়েছেন, কমিশনের পক্ষ থেকে পাঠানো হয়নি। এ পর্যালোচনা সম্পর্কে জিয়াউল হক খোন্দকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।
অর্থমন্ত্রী এ এম এ মুহিত গতকাল রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, মতামতের জন্য মূল তদন্ত প্রতিবেদনটি বাংলাদেশ ব্যাংক ও এসইসির কাছে পাঠানো হয়েছিল। এসইসির মতামত এসেছে, বাংলাদেশ ব্যাংকের মতামত এলেই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
অন্যদিকে গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদের এক বৈঠকে তদন্ত প্রতিবেদন সম্পর্কে প্রায় একই ধরনের মতামত এসেছে। বৈঠকে ডিএসইর একাধিক পরিচালক তদন্ত প্রতিবেদনকে নিম্নমানের দলিল হিসেবে উল্লেখ করে বলেছেন, সরকারের মানহানির জন্য এ প্রতিবেদনটিই যথেষ্ট। একই সঙ্গে প্রতিবেদনে ডিএসইর ব্যাপারে যেসব অভিযোগ তোলা হয়েছে তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণভাবে একটি তদন্ত কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত ও মনোনীত পরিচালকদের নিয়ে গঠিত এ কমিটি ডিএসইর মাধ্যমে তথ্য পাচারসহ ডিএসইর কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা খতিয়ে দেখবে। ডিএসইর পরিচালক আহমদ রশীদ লালী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
The Securities and Exchange Commission (SEC) said it would not be easy to take legal action against anyone based on the report. The SEC made the comments after the finance minister sought its reactions to the probe report.
Finance Minister AMA Muhith yesterday said the decision on releasing the probe report will be taken after considering the views of the Bangladesh Bank (BB) and the SEC.
"We sought opinions from agencies concerned such as the BB and SEC. We will take decisions based on their opinions," the minister said after a meeting of the cabinet purchase committee.
However, he did not make any comments on the SEC reply, which was sent to the finance ministry last week. The ministry is yet to get the BB reactions.
The SEC said the probe committee has accused it in a bigger way. “But the committee never took any explanation from the SEC,” according to the eight-page statement, a copy of which was obtained by The Daily Star.
The probe body was mostly critical of the capital issue department of the SEC. Although it suggested taking actions against the executive director of a related department and the commission's chairman, nothing was told about the member of the department concerned. “Usually, no issue is considered in the commission or approved without permission of the related department's member,” the SEC said.
On the probe committee's recommendation on the rights issue that the rights issue proposals should not be made public until the SEC approval, the SEC said it appears that the probe body has made such advice as it "lacked basic understanding".
“If it is not made public on the day the company's board of directors approves the rights issue proposal, an opportunity will be created for insider trading."
It said a specific allegation was raised against only one SEC official, but the entire organisation was largely charged for corruption because of one person. “It's cruel,” the regulator said.
The probe committee compared the recent debacle with the 1996 share scam, and said this year's crash cannot be compared to 1996, as the primary market is the main reason this time.
But SEC said: “Actually, the price inflation in the secondary market left an impact on the primary market."
The SEC also refuted the report's findings that the market crash could be averted if the SEC did not fail to check pre-IPO price manipulation.
The SEC said: "The price inflation in the secondary market would be more if liquidity entered the secondary market from the primary market.”
The report ignored the banks' role in increasing liquidity in the market and different steps taken by the BB in November 2010, and its subsequent impact on the market, the SEC claimed.
“The SEC has been conducting all its activities in line with laws. The probe report could not cite a single example that it (the SEC) had taken any decision in violation of the law,” the SEC said.
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান মনে করেন, প্রতিবেদনটি সাধারণ ধারণার ওপর ভিত্তি করে রচিত এবং এটি যথেষ্ট তথ্যভিত্তিক নয়। এমনকি প্রতিবেদন অনুযায়ী কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াও খুব সহজ হবে না।
অর্থ মন্ত্রণালয়ের কাছে দেওয়া তদন্ত প্রতিবেদন সম্পর্কে তাঁর নিজস্ব পর্যালোচনায় এসব কথা উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রেই এসব তথ্য পাওয়া গেছে। এই মতামত চেয়ারম্যান নিজ স্বাক্ষরে দিয়েছেন, কমিশনের পক্ষ থেকে পাঠানো হয়নি। এ পর্যালোচনা সম্পর্কে জিয়াউল হক খোন্দকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।
অর্থমন্ত্রী এ এম এ মুহিত গতকাল রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, মতামতের জন্য মূল তদন্ত প্রতিবেদনটি বাংলাদেশ ব্যাংক ও এসইসির কাছে পাঠানো হয়েছিল। এসইসির মতামত এসেছে, বাংলাদেশ ব্যাংকের মতামত এলেই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
অন্যদিকে গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদের এক বৈঠকে তদন্ত প্রতিবেদন সম্পর্কে প্রায় একই ধরনের মতামত এসেছে। বৈঠকে ডিএসইর একাধিক পরিচালক তদন্ত প্রতিবেদনকে নিম্নমানের দলিল হিসেবে উল্লেখ করে বলেছেন, সরকারের মানহানির জন্য এ প্রতিবেদনটিই যথেষ্ট। একই সঙ্গে প্রতিবেদনে ডিএসইর ব্যাপারে যেসব অভিযোগ তোলা হয়েছে তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণভাবে একটি তদন্ত কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত ও মনোনীত পরিচালকদের নিয়ে গঠিত এ কমিটি ডিএসইর মাধ্যমে তথ্য পাচারসহ ডিএসইর কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা খতিয়ে দেখবে। ডিএসইর পরিচালক আহমদ রশীদ লালী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
The probe report on the recent share market debacle was 'generally based on perception', the stockmarket regulator said.
The Securities and Exchange Commission (SEC) said it would not be easy to take legal action against anyone based on the report. The SEC made the comments after the finance minister sought its reactions to the probe report.
Finance Minister AMA Muhith yesterday said the decision on releasing the probe report will be taken after considering the views of the Bangladesh Bank (BB) and the SEC.
"We sought opinions from agencies concerned such as the BB and SEC. We will take decisions based on their opinions," the minister said after a meeting of the cabinet purchase committee.
However, he did not make any comments on the SEC reply, which was sent to the finance ministry last week. The ministry is yet to get the BB reactions.
The SEC said the probe committee has accused it in a bigger way. “But the committee never took any explanation from the SEC,” according to the eight-page statement, a copy of which was obtained by The Daily Star.
The probe body was mostly critical of the capital issue department of the SEC. Although it suggested taking actions against the executive director of a related department and the commission's chairman, nothing was told about the member of the department concerned. “Usually, no issue is considered in the commission or approved without permission of the related department's member,” the SEC said.
On the probe committee's recommendation on the rights issue that the rights issue proposals should not be made public until the SEC approval, the SEC said it appears that the probe body has made such advice as it "lacked basic understanding".
“If it is not made public on the day the company's board of directors approves the rights issue proposal, an opportunity will be created for insider trading."
It said a specific allegation was raised against only one SEC official, but the entire organisation was largely charged for corruption because of one person. “It's cruel,” the regulator said.
The probe committee compared the recent debacle with the 1996 share scam, and said this year's crash cannot be compared to 1996, as the primary market is the main reason this time.
But SEC said: “Actually, the price inflation in the secondary market left an impact on the primary market."
The SEC also refuted the report's findings that the market crash could be averted if the SEC did not fail to check pre-IPO price manipulation.
The SEC said: "The price inflation in the secondary market would be more if liquidity entered the secondary market from the primary market.”
The report ignored the banks' role in increasing liquidity in the market and different steps taken by the BB in November 2010, and its subsequent impact on the market, the SEC claimed.
“The SEC has been conducting all its activities in line with laws. The probe report could not cite a single example that it (the SEC) had taken any decision in violation of the law,” the SEC said.