(৪৫০) খুবই কঠিন একটি কাজঃ অনেক মাথা

Saturday, April 23, 2011 Unknown
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) পুনর্গঠন খুবই কঠিন একটি কাজ এসইসি’র জন্য যোগ্য লোক পাওয়া যাচ্ছে না অনেক মাথা খাটিয়ে হয়তো একজন পাওয়া গেলো, কিন্তু দেখা যায় যে তিনি পুঁজিবাজার সম্পর্কে ভালো ধারণা রাখেন না কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌছে গেছে যে, সেখানে (এসইসি) বসে বসে কাজ শিখবে এমন সুযোগও আর নেই শনিবার সকালে অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সাথে এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি কথা বলেন অর্থমন্ত্রী বলেন, এসইসি’র জন্য একজন ভালো আইন বিশেষজ্ঞ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ডেন্ট (সিএ) প্রয়োজন কিন্তু সিএ ফার্মগুলো যে পদ্ধতিতে প্রতিষ্ঠানের (কোম্পানির) হিসাব-নিকাশ তৈরি করে, সেগুলো মানসম্মত নয় দেখা যায় যে, তাদের অডিট রিপোর্টের সাথে কোম্পানির বাস্তব অবস্থার অনেক পার্থক্য রয়ে গেছে
অর্থমন্ত্রীর সাথে ওই বৈঠকে উপস্থিত ছিলেন দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, দ্য ডেইলি সান সম্পাদক অধ্যাপক . সৈয়দ আনোয়ার হোসেন, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান, দ্য ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রথম আলো’র উপ-সম্পাদক আবদুল কাইয়ুম প্রমুখ
BUSINESS FORUM
Finance Minister Abul Maal Abdul Muhith observed that there is a dearth of capable ones to run a recast Securities and Exchange Commission (SEC), as a cry grows louder for an overhaul of the watchdog body blamed for mismanaging the stock market.

"SEC reform is a very tough task as efficient persons for it are yet to be found," said the minister at a pre-budget exchange-of-views meeting with editors of different news media at his ministry Saturday.

"After getting one, it was found out that he doses not know well about stock market...but now there is no scope for learning about the market after appointment," he told the editors.

Muhith also said SEC needs legal expert and chartered accountant. But the system which is being followed by the CA firm to conduct company audit lacks quality as there are gulf of differences between the audit report and the real condition of the company.

The Daily Independent editor, Mahbubul Alam, Daily Sun editor Dr Syed Anwar Hussain, Samakal editor Golam Sarwar, News Today editor Riaz Uddin Ahmed, Daily Sangbad acting editor Muniruzzaman, Financial Express editor Moazzem Hossain and Prothom Alo editor Motiur Rahman also attended the meet.

The government decided to go for a radical overhaul of the discredited Securities and Exchange Commission (SEC) as part of its move to salvage the sinking stock market and restore investors` confidence.

According to Finance Ministry sources, the government plans to bring changes in the posts of member of the SEC, including the Chairman.

Changes to the nine posts of Executive Director (ED) are also likely. Two posts of ED are now vacant, however. One out of five member posts of the commission also remained vacant for long, while the watchdog looked like a lame duck in the face of brouhaha on the bourses in recent times.

"The government will take initiative to ensure accountability of the SEC and to bring the country’s two bourses under a same umbrella," said one of the sources.

There are speculations over appointment of the next SEC chairman. However, in the meantime, the names of some prospective persons in this regard were proposed to the Finance Ministry.

Former president of ICAB Jamal Uddin, former country manager of City Bank NA Mamun Rashid and Tariff Commission Chairman Mojibur Rahman are among those tipped for the post of SEC Chairman. But all depends on the Prime Minister’s nod, sources added.

Blog Archive