পুঁজিবাজারে কারসাজি তদন্তে গঠিত কমিটির রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত বুক বিল্ডিং পদ্ধতি বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন স্টেক হোল্ডাররা। আজ সোমবার সকালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাঁরা এ অভিমত দেন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পর কমিটির সুপারিশ থাকলে সে অনুযায়ী বুক বিল্ডিং পদ্ধতি সংশোধন করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, বর্তমান প্রেক্ষাপটে বুক বিল্ডিং পদ্ধতি বন্ধ রয়েছে। এটা বন্ধ থাকুক। তদন্ত কমিটির রিপোর্টে যথাযথ সুপারিশ অনুযায়ী এটা সংশোধন করা হবে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, বাংলাদেশ পাবলিকলি লিস্টেট কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পর কমিটির সুপারিশ থাকলে সে অনুযায়ী বুক বিল্ডিং পদ্ধতি সংশোধন করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, বর্তমান প্রেক্ষাপটে বুক বিল্ডিং পদ্ধতি বন্ধ রয়েছে। এটা বন্ধ থাকুক। তদন্ত কমিটির রিপোর্টে যথাযথ সুপারিশ অনুযায়ী এটা সংশোধন করা হবে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, বাংলাদেশ পাবলিকলি লিস্টেট কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।