দেশের দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) আজ মঙ্গলবার সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনও। তবে ডিএসইতে আজ বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনভর সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক ৬৭ পয়েন্ট পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে সূচক ৩০ পয়েন্টের বেশি বাড়ে। বেলা সোয়া ১১টার দিকে আবারও সূচক নিম্নমুখী হয়। এর পর কয়েকবার ওঠানামার পর দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৬.৩৬ পয়েন্ট বেড়ে ৬৪৫১.৮৪ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে ২৫৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে এক হাজার ৬৮ কোটি টাকার, যা গতকালের চেয়ে ৫২৪ টাকা কম।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, তিতাস গ্যাস, বেক্সটেক্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আফতাব অটোমোবাইল, ডেসকো, গোল্ডেন সন, ম্যাকসন স্পিনিং, বেক্সিমকো ফার্মা ও ফু-ওয়াং সিরামিক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া ইমাম বাটন, সিএমসি কামাল, আনলিমা ইয়ার্ন, তাল্লু স্পিনিং, হাক্কানি পাল্প, মিথুন নিটিং, বঙ্গজ, ইস্টার্ন লুব্রিক্যান্ট ও জুট স্পিনার্স দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া সমতা লেদার, লিগ্যাসি ফুটওয়্যার, ট্রাস্ট ব্যাংক, আরামিট সিমেন্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইস্টার্ন ব্যাংক, ওয়ান ব্যাংক ও সাফকো স্পিনিং দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭৩.২৮ পয়েন্ট কমে ১৮০৩৮.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৯৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৭৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ১১৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৩ কোটি টাকা কম।
ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনভর সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক ৬৭ পয়েন্ট পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে সূচক ৩০ পয়েন্টের বেশি বাড়ে। বেলা সোয়া ১১টার দিকে আবারও সূচক নিম্নমুখী হয়। এর পর কয়েকবার ওঠানামার পর দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৬.৩৬ পয়েন্ট বেড়ে ৬৪৫১.৮৪ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে ২৫৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে এক হাজার ৬৮ কোটি টাকার, যা গতকালের চেয়ে ৫২৪ টাকা কম।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, তিতাস গ্যাস, বেক্সটেক্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আফতাব অটোমোবাইল, ডেসকো, গোল্ডেন সন, ম্যাকসন স্পিনিং, বেক্সিমকো ফার্মা ও ফু-ওয়াং সিরামিক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া ইমাম বাটন, সিএমসি কামাল, আনলিমা ইয়ার্ন, তাল্লু স্পিনিং, হাক্কানি পাল্প, মিথুন নিটিং, বঙ্গজ, ইস্টার্ন লুব্রিক্যান্ট ও জুট স্পিনার্স দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া সমতা লেদার, লিগ্যাসি ফুটওয়্যার, ট্রাস্ট ব্যাংক, আরামিট সিমেন্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইস্টার্ন ব্যাংক, ওয়ান ব্যাংক ও সাফকো স্পিনিং দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭৩.২৮ পয়েন্ট কমে ১৮০৩৮.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৯৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৭৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ১১৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৩ কোটি টাকা কম।