business forumঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পুঁজিবাজারে শেয়ারের দাম নিয়ন্ত্রণ করার ব্যাপারে usb slot ব্যবস্থা নেবে সরকার। চিফ হুইপ আবদুস শহীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে আমরা যেভাবে শেয়ারের দাম নির্ধারণ করি, তাতে আমাদের সিদ্ধান্তগুলো ঠিকভাবে কাজ করে না। এমনকি চাটার্ড একাউন্টেরা প্রচলিত যে আইন নিয়ে কাজ করেন তাতেও অনিয়ম ধরা যায় না। তাই আমরা বুক বিল্ডিং মেথডে শেয়ারের দাম নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছি। কোনো কোম্পানির ফান্ডামেন্টালের ওপর দাম নির্ধারণ করা হবে। দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হবে, প্রিমিয়াম কত হবে তা বুক বিল্ডিং মেথড ভালভাবে পরীক্ষা করবে। মন্ত্রী বলেন, আমার যেসব সিদ্ধান্তে ভুল ছিল তা আমি স্বীকার করেছি। বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ এঙ্চেঞ্জ কমিশন যদি কোনো দোষ করে থাকে তবে তার জন্য আমি দায়ী। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণের সিদ্ধান্তের পর আমি বলেছিলাম, ব্যাংকগুলো যেভাবে রূপান্তর করতে চায় করুক। আমার ওই সিদ্ধান্ত ভুল ছিল। নতুন যেসব শেয়ার বাজারে আসবে সেগুলোর অভিহিত মূল্য ১০ টাকাই হবে।
তিনি আরো বলেন, আমাদের পুঁজিবাজারে স্টক মার্কেটের মালিকরাই ব্রোকার, ইস্যুয়ার। এটাকে ভাঙতে ডিমিউট্যালাইজেশন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
তিনি আরো বলেন, আমাদের পুঁজিবাজারে স্টক মার্কেটের মালিকরাই ব্রোকার, ইস্যুয়ার। এটাকে ভাঙতে ডিমিউট্যালাইজেশন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।