পুঁজিবাজারে চলমান তারল্য সঙ্কট কাটাতে ইতিবাচক পদক্ষেপ নেবে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে কলমানি বাজারে অস্থিরতা কাটানো, শেয়ারবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অতিরিক্ত বিনিয়োগ প্রত্যাহারের ক্ষেত্রে পুঁজিবাজারবান্ধব সিদ্ধান্তও নেওয়া হবে। মঙ্গলবার এসইসি সদস্য ইয়াসিন আলীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ আশ্বাস দেন। তিনি জানান, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে শিগগিরই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারল্য সঙ্কটের কারণে পুঁজিবাজারে অস্থিরতা তৈরি হওয়ায় সরকারের নীতি-নির্ধারক পর্যায় থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থ মন্ত্রণালয় থেকে এসইসিকে নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রক্ষিতে কমিশন সদস্য মো. ইয়াসিন আলী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে এসইসি’র পক্ষ থেকে পুঁজিবাজারে তারল্য সঙ্কট কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গভর্নরকে অনুরোধ জানানো হলে তিনি এ আশ্বাস দেন।
Blog Archive
- ▼ 2011 (2088)