পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আজ চারটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সিদ্ধান্তগুলো হচ্ছে: গ্রামীণফোনের নেটিং সুবিধা চালু, কোনো ব্যক্তির মার্জিন সুবিধা এতোদিন সর্বোচ্চ দশ কোটি টাকা পেলেও এখন এর কোনো সীমা থাকবে না, এতোদিন কোনো বিনিয়োগকারী নতুন বিও অ্যাকাউন্ট খুললে প্রথম ৩০দিন আগে মার্জিন ঋণ সুবিধা পেতো না, এখন তা ১৫ দিনে নামিয়ে আনা হয়েছে এবং সালভো কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজের আইপিও ৩০ জানুয়ারির পরিবর্তে ছাড়া হবে ১৬ ফেব্রুয়ারি।
এসইসি ডিএসই ও সিএসই এর যৌথ সভায় রোববার এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এসইসি’র নির্বাহী পরিচালক ফরহাত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রামীণ ফোনের নেটিং সুবিধা সোমবার থেকে চালু হবে। এছাড়া বাকি তিনটি সিদ্ধান্ত রোববার থেকেই চালু হয়েছে।