চক্রান্তকারীদের খুঁজে বের করে কীভাবে তাদের বশে আনা যায় সরকার সে চেষ্টা করছে।

Tuesday, December 21, 2010 Unknown
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পুঁজিবাজারকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য স্টক মার্কেটে চক্রান্তকারীদের খুঁজে বের করে কীভাবে তাদের বশে আনা যায় সরকার সে চেষ্টা করছে
রাজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী কথা বলেন
অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারে আজ ১০ টাকা বিনিয়োগ করে কাল ১২ টাকা পাচ্ছে, এটা অস্বাভাবিক এটি স্টক মার্কেটের স্বাস্থ্যের জন্যও ভালো নয় চক্রান্তকারীরাই এটা করছে।’
বাজারে শেয়ারের দাম প্রতিদিন / টাকা বেড়ে যাওয়া বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শেয়ারের দাম কমলে বিক্ষোভ, ভাঙচুর করার কোনো মানে হয় না।’ অর্থমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, অনেকে এসএমই’র সহায়তা নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেছে।’
কে পি সি এল-এর একটি নিউজ

 

Blog Archive