ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৯ টাকা বাড়ছে। অর্থাৎ লিটারপ্রতি দাম ২৬ টাকা থেকে ৯ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হচ্ছে। এরই মধ্যে জ্বালানি বিভাগ দাম বাড়ানোর প্রস্তাবটি অনুমোদন করেছে। কয়েক দিনের মধ্যেই দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়। জ্বালানি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক সোমবার সকালে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। অবশ্য মূল্য বৃদ্ধি সম্পর্কে বক্তব্য জানার জন্য মন্ত্রীকে তার দপ্তরে গিয়ে পাওয়া যায়নি। তার দপ্তর থেকে জানানো হয়, তিনি মন্ত্রিপরিষদের বৈঠকে রয়েছেন। অপরদিকে জ্বালানিসচিব দেশের বাইরে থাকায় তার বক্তব্যও পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য তৈরি সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, ইস্টার্ন রিফাইনারিতে (ইআরএল) বছরে প্রায় ১২ লাখ টন পরিশোধিত তেল প্রক্রিয়াকরণ করা হয়। এর ফলে ইআরএল থেকে বছরে ৩ লাখ টন ফার্নেস অয়েল পাওয়া যায়। সর্বশেষ গত বছরের ১৫ মার্চ ফার্নেস অয়েলের স্থানীয় বাজারমূল্য ৩০ টাকা থেকে কমিয়ে ২৬ টাকা পুনর্নির্ধারন করা হয়।
এদিকে ইআরএল এর আমাদানি করা অপরিশোধিত তেল থেকে ফার্নেস অয়েল উৎপাদন করতে লিটারপ্রতি ব্যয় হয় ৪০ টাকা। এছাড়া আমদানিশুল্ক, ভ্যাট ও আনুষঙ্গিক ব্যয় ছাড়াই সম্প্রতি নতুন বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানিতব্য ফার্নেস অয়েলের মূল্য(বাংকার প্রাইজ) দাঁড়াবে প্রতি লিটার ৩৫ টাকা।
সার সংক্ষেপে আরও বলা হয়, অতীতে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানাগুলোতে ফার্নেস অয়েল ব্যবহার করা হতো। এ কারণে ভুর্তকি দিয়ে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হতো। কিন্তু বর্তমানে ফার্নেস অয়েলের পরিবর্তে এসব শিল্প কারখানায় গ্যাস ব্যবহার করা হয়। গত ১৩ অক্টোবর থেকে চট্টগ্রামে আমদানি পর্যায়ে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম পড়ে ৩১ টাকা। স্থানীয় বাজারে বিক্রয়মূল্য ২৬ টাকা। ফলে এক শ্রেণীর অসাধু আমদানিকারক স্থানীয় বাজার থেকে ফার্নেস অয়েল সংগ্রহ করে তা আমদানি মূল্যে বিক্রি করছে। এদিকে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মূল্য নির্ধারণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। তাই বর্তমান ফার্নেস অয়েলের স্থানীয় বিক্রয়মূল্য ও আমদানি-মূল্যের পার্থক্যে যে অনিয়ম হচ্ছে তা বন্ধ করতে জরুরি বিবেচনায় সরকার নতুন করে এ মূল্য নির্ধারণ করতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
source
Blog Archive
- ► 2011 (2088)
-
▼
2010
(263)
-
▼
December
(243)
-
▼
Dec 14
(14)
- বেক্সিমকোIndustrial Park
- Beximco Industrial Park
- bKash Ltd অ্যান্ড BRAC Bank
- আপনি কি এই সাইটের খবরগুলো বাংলায় চান? উত্তর হ্যা হ...
- dse on 14/12/10
- আপনি কি এই সাইটের খবরগুলো বাংলায় চান? উত্তর হ্যা হ...
- আপনি কি এই সাইটের খবরগুলো বাংলায় চান? উত্তর হ্যা হ...
- bKash Ltd অ্যান্ড BRAC Bank
- Beximco Industrial Park
- লিটারপ্রতি দাম ২৬ টাকা থেকে ৯ টাকা বাড়িয়ে ৩৫ টাকা ...
- GOLDENSON
- No title
- রেকিটবেন- ৭২৭ মিলিয়ন ডলার দিয়ে যুক্ত করতে যাচ্ছে এ...
- SONALIANSH
-
▼
Dec 14
(14)
-
▼
December
(243)