Titash Gas Share

Thursday, May 10, 2012 Unknown
তিতাস গ্যাস আরো প্রায় সাড়ে ৯ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের ঘোষণা দিলেও নিয়মের কারণে তা শিগগিরই হচ্ছে না।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে পুঁজিবাজারে সরকারি মালিকানার এই কোম্পানির আরো ১০ শতাংশ শেয়ার ছাড়ার ঘোষণা আসে।


তিতাস গ্যাসের উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালনা পর্ষদ তিতাস গ্যাসের আরো ৯ কোটি ৪২ লাখ ১১ হাজার ৬০০টি (১০ শতাংশ) শেয়ার বাজারে ছাড়ার বিষয়টি অনুমোদন করেছে।


বুধবারের বাজার দরে এ শেয়ারের মূল্য প্রায় ৬৮৮ কোটি ৬৮ লাখ টাকা।


তবে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একটি বিধানের কারণে আরো ‘কয়েকমাস’ এ শেয়ার বাজারে ছাড়তে পারবে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


২০১০ সালের ২৩ মার্চ জারি করা এক নোটিফিকেশনে এসইসি বলেছে, “স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির কোন স্পন্সর, পরিচালক, কর্মকর্তা বা কর্মচারী, নিরীক্ষক বা নিরীক্ষাকার্যে সম্úৃক্ত ব্যক্তি, পরামর্শক বা আইন উপদেষ্টা উক্ত কোম্পানির বার্ষিক হিসাব সমাপ্তির তারিখের দুই মাস পূর্ব হইতে উক্ত হিসাব কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক চূড়ান্তভাবে বিবেচিত, গৃহীত বা অনুমোদিত হওয়ার তারিখ পর্যন্ত সময়কালে আলোচ্য কোম্পানির শেয়ার ক্রয়, বিক্রয় কিংবা অন্য কোনো প্রকারে হস্তান্তর বা গ্রহণ করিতে পারিবেন না।”


তিতাস গ্যাসের বার্ষিক হিসাব শেষ হবে জুন মাসে। আর গত বছরের বার্ষিক হিসাব পরিচালনা পর্ষদের সভায় (এজিএম) অনুমোদন পায় ২৭ অক্টোবর। তার আগের বছরও অক্টোবরে বার্ষিক হিসাব অনুমোদন পেয়েছিল।


ডিএসই ওয়েবসাইটে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, “এসইসির নোটিফিকেশন অনুযায়ী শেয়ার ছাড়ার নিষিদ্ধ সময়ে রয়েছে তিতাসের উদ্যোক্তা পেট্রোবাংলা । এসইসি নিয়ম মেনে শেয়ার ছাড়া হবে।”


২০০৮ সালের পুঁজিবাজারে সরাসরি পদ্ধতিতে তালিকাভুক্ত হয় তিতাস গ্যাস। ৯৪২ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯৪ কোটি ২১ লাখ। এর মধ্যে ৭৫ শতাংশ শেয়ারই রয়েছে সরকারের কাছে, বাকিটা বাজারে।


২০১০ সালে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী অবস্থার সময় থেকে বাজারে সরকারি শেয়ারের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও তার বাস্তবায়ন খুব একটা হয়নি।


গত দুবছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও বাংলাদেশ শিপিং করপোরেশনের আরো কিছু শেয়ার বাজারে এসেছে।


এর বাইরে পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস ও অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।

Pioneer Insurance 30% Stock Dividend

Thursday, May 10, 2012 Unknown
শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে পাইওনিয়ার ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।


পাইওনিয়ার ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন বেলা ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।


ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে পাইওনিয়ার ইন্সুরেন্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪২ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৯ টাকা ৬৬ পয়সা।


কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।

Meghna Cement 25% cash dividend

Thursday, May 10, 2012 Unknown
শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে মেঘনা সিমেন্টের পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।


মেঘনা সিমেন্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ জুন বেলা ১১টায় বাগেরহাটের মংলা বন্দর শিল্প এলাকার কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ জুন।


ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে মেঘনা সিমেন্টের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৬ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ০৩ পয়সা।


কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

Pressure of investors on Barrister Rafique

Thursday, May 10, 2012 Unknown
উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে করা আবেদনের পক্ষে আইনজীবী রফিক-উল হককে না দাঁড়াতে চাপ দিয়েছে একদল বিনিয়োগকারী।

ডেলটা লাইফ ইন্সুরেন্স ও ফিনিক্স ফাইন্যান্সের ১৩ জন পরিচালকের পক্ষে আবেদনটিতে আদালতে দাঁড়ান বর্ষীয়ান আইনজীবী রফিক-উল হক।


বুধবার সন্ধ্যায় রফিক-উল হকের সঙ্গে দেখা করেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা।


তারা এসময় ‘জনস্বার্থে’ রফিক-উল হককে উদ্যোক্তা, পরিচালকদের পক্ষে মামলা পরিচালনা করা থেকে বিরত থাকার অনুরোধ জানান।


বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপিত মিজানুর রশীদ চৌধুরী রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাকে বলেছি, আপনি ৩৩ লাখ বিনিয়োগকারীর প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন। বিনিয়োগকারীরা এজন্য হতাশাগ্রস্ত এবং তারা ভয় পেয়ে গেছে। বাজারে নেতিবাচক প্রভাব শুরু হয়েছে।”


“এ অবস্থায় তাকে আমরা উদ্যোক্তা, পরিচালকদের পক্ষে মামলা না চালানোর অনুরোধ করি।”


মিজানুর রশীদ আরো বলেন, “তখন তিনি (রফিক-উল হক) তার সহকারীকে বলেন, মামলা না চালানোর বিষয়ে তাদের (উদ্যোক্তা, পরিচালকদের পক্ষে) চিঠি দিয়ে জানিয়ে দিতে।”


রফিক-উল হকের কাছে জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হ্যাঁ, আজ বিনিয়োগকারীরা আমার সহকারীর সঙ্গে দেখা করেছেন।”


উদ্যোক্তা, পরিচালকদের আবেদনের পক্ষে থাকবেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি এখনো নিশ্চিত না। শুনানির তারিখ এখনো দেরি আছে। তখন আমি দেশে থাকবো কি না তা জানি না।”


প্রবীণ আইনজীবী রফিক-উল হক সেনা সমর্থিত সরকারের সময় শেখ হাসিনা ও খালেদা জিয়ার হয়ে মামলায় লড়ে জন-আলোচনায় আসেন। দীর্ঘ আইন পেশায় তিনি সেনা শাসক এইচ এম এরশাদের সময়ে অ্যাটর্নি জেনারেল ছিলেন। পরে তার হয়েও মামলা লড়েছেন তিনি।


বর্তমানে তিনি নাগরিক আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানারে নাগরিক সমাজ ভিত্তিক একটি গ্র“প গঠন করেছেন।


প্রসঙ্গত, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর এক আদেশ জারি করে এসইসি।


আদেশে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে।


২১ মের মধ্যে এ নির্দেশনা পালনের বাধ্যবাধকতা আরোপ করেছে এসইসি।


এদিকে নির্দেশনা পালনের সময় এগিয়ে আসায় এসইসির আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা।


এসইসির নির্দেশনার বিরুদ্ধে একের পর এক আবেদনের মধ্যে গত দু সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে পতন হয়েছে প্রায় ৬০০ পয়েন্টের মতো।


বুধবার ১৬৮ পয়েন্ট কমে সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ৯০১ পয়েন্টে।

Minimum share holding of Chairman Vice-Chairman

Thursday, May 10, 2012 Unknown
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ নিয়ে হাই কোর্টে দায়ের করা তিনটি রিটে পক্ষভুক্ত হওয়ার আবেদন করবে দেশের দুই স্টক এক্সচেঞ্জ।

বুধবার দুপুরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতির বৈঠক শেষে দুই স্টক এক্সচেঞ্জের সভাপতি বিনিয়োগকারীদের স্বার্থে রিটের পক্ষভুক্ত হওয়ার আবেদনের সিদ্ধান্তের কথা জানান।


বুধবার দুপুর ৩টায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন তার কার্যালয়ে ডিএসই সভাপতি রকিবুর রহমান ও সিএসই সভাপতি আল মারুফ খানের সঙ্গে বৈঠক করেন। এক ঘণ্টাব্যাপি এ বৈঠকে এসইসির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে সিএসই সভাপতি আল মারুফ খান বলেন, “জনস্বার্থে স্বপ্রণোদিত হয়ে দুই স্টক এক্সচেঞ্জ রিটগুলোতে পক্ষভুক্ত হওয়ার আগামীকাল (বৃহস্পতিবার) আবেদন করবে।”


মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসির জারি করা প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ চেয়ে দুটি রিট আবেদন করে।


এই রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা এসইসির কাছে জানতে চায়।


সোমবারও একটি রিট আবেদনের ওপর শুনানি শেষেও এই বেঞ্চ এসইসিকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে রুল জারি করেছিল।


এসইসির জবাব পাওয়ার পর একই বিষয়ে করা এই তিনটি রিটের শুনানি একই দিন হবে। এই তিনটি রিটে পক্ষভুক্ত হওয়ার জন্যই আবেদন করবে দুই স্টক এক্সচেঞ্জ।


এসইসির এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে গত ৮ এপ্রিল দায়ের করা একটি রিটে অবশ্য এসইসি চেয়ারম্যান, অর্থ সচিব, বাণিজ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রারের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকেও রুলের জবাব দিতে বলা হয়েছিল।


২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা যে প্রজ্ঞাপন নিয়ে এই রিটগুলো দায়ের করা হয় সে প্রজ্ঞাপনে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং আলাদাভাবে ২ শতাংশ শেয়ার থাকতে হবে।


৬ মাসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, যা শেষ হবে ২১ মে।

GP wants 2G Lisence before 3G

Thursday, May 10, 2012 Unknown
দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স নিয়ে ভাবছে না গ্রামীণফোন।

মঙ্গলবার গ্রামীণফোনের ২০১২ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে হোটেল সোনাগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসেন বলেন, “এমনটা নয় যে আমরা থ্রিজির ব্যাপারে আগ্রহী না, কিন্তু টুজিতে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। টুজি লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত আমরা থ্রিজির ব্যাপারে ভাবতে পারছি না।”


গত ৬ মাস ধরে গ্রামীণফোন টুজি লাইসেন্স ছাড়াই কাজ করে যাচ্ছে জানিয়ে টোরে বলেন, “গ্রাহকের ওপর এর কোনো প্রভাব পড়ছে না। তবে আমরা চাই দ্রুত এ বিষয়টি সমাধান হোক।”


গত বছরের নভেম্বরে গ্রামীণফোনসহ ৪টি মোবাইল অপারেটরের টুজি লাইসেন্সের মেয়াদ শেষ হয়। লাইসেন্স নবায়ন নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও অপারেটরদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তা আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন আছে।


থ্রিজি লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে টোরে বলেন, “আমরা আশা করি সুলভ মূল্যে এবং স্বচ্ছতার মাধ্যমে এ লাইসেন্স দেওয়া হবে।”


গত ২৮ মার্চ থ্রিজি লাইসেন্সের খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে জমা দিয়েছে বিটিআরসি। আগামী ৩ সেপ্টেম্বর থ্রিজি মোবাইল সার্ভিস লাইসেন্সের নিলাম হবে।


টুজি লাইসেন্স নবায়ন প্রসঙ্গে জনসেন বলেন, গত ১৩ ফেব্র“য়ারি হাই কোর্ট গ্রামীণফোনকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পাওনা টাকার সাথে ভ্যাটবাবদ কেটে রাখা ১৫ শতাংশ অর্থ যোগ করতে এবং জাতীয় রাজস্ব বোর্ডেকে অতিরিক্ত আরো ১৫ শতাংশ অর্থ পরিশোধ করার নির্দেশ দেয়।


তিনি জানান, আদালত গ্রামীণফোনকে এই ভ্যাটের ওপর রিবেট পাওয়ার সুযোগ দেয়। তবে প্রস্তাবিত এই রিবেট ব্যবস্থা প্রচলিত ভ্যাট বিধির অধীনে কার্যকর করা সম্ভব হবে না বলে মনে হওয়ায় গ্রামীণফোন দ্বিতীয় প্রজন্মের লাইসেন্স ফি বিশেষ করে এনবিআরকে যে ১৫ শতাংশ ভ্যাট দেওয়ার সময় রিবেট কী ভাবে পাওয়া যাবে তার ব্যাখ্যা চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে। এই আবেদনের শুনানির তারিখ এখনও ধার্য্য করা হয়নি।


মোবাইল ফোনের মূল্য সংযোজিত সেবার (ভ্যাস) লাইসেন্স এর খসড়া নীতিমালা আন্তজার্তিক মানের হয়নি উল্লেখ করে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “আগামীতে থ্রিজি সেবা হবে ভ্যাস নির্ভর, অপারেটররা ভ্যাস সেবা দিতে না পারলে তা ব্যবসাবান্ধব হবে না।”


মোবাইল ফোনের মূল্য সংযোজিত সেবা (ভ্যাস) লাইসেন্স বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে নিতে হবে উল্লেখ করে গত মার্চে খসড়া নীতিমালা তৈরি করা হয়।


আয় ও মুনাফা বেড়েছে


২০১২ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে টোরে জনসেন জানান, এ সময় গ্রামীণফোন ২ হাজার ৩২২ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা ২০১১ সালের একই সময়ের তুলনায় ১২.৩ শতাংশ বেশি।


গ্রাহককেন্দ্রিক মোবাইল ফোনসেবা দেওয়ার কারণে তীব্র প্রতিযোগিতার মধ্যেও গ্রামীণফোন বাজার প্রবৃদ্ধির সিংহভাগ নিজের নিয়ন্ত্রনে রাখতে পেরেছে বলে মন্তব্য করেন টোরে জনসেন।


গ্রামীণফোন প্রথম প্রান্তিকে ১১ লাখ নতুন গ্রাহক সংগ্রহ করেছে জানিয়ে টোরে বলেন, বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ, যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহকের ৪২ শতাংশ।


গ্রামীণফোনের নতুন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফ্রিৎজফ রাস্তেন বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) গ্রামীণফোন করপরবর্তী মুনাফা করেছে ৫২০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৮৭ কোটি টাকা।


চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ১২ পয়সা।


জনসেন জানান, গ্রামীণফোন নেটওয়ার্কের ধারণক্ষমতা বাড়ানো ও মানোন্নয়নে প্রথম প্রান্তিকে ৩৭৩ কোটি টাকা বিনিয়োগ করেছে। এ নিয়ে গ্রামীণফোনের মোট বিনিয়োগের পরিমান দাড়িয়েছে ১৭ হাজার ৪৬৫ কোটি টাকা।


সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বৃহত্তম কর প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন প্রথম প্রান্তিকে সরকারী কোষাগারে কর, ভ্যাট ও শুল্ক আকারে জমা দিয়েছে এক হাজার ১২১ কোটি টাকা।


সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবিরসহ উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Mirpur-Airport Flyover costing risen

Thursday, May 10, 2012 Unknown
কাজ চলা অবস্থায়ই মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভারের নির্মাণ ব্যয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, কাজ শেষের সময়ও বেড়েছে এক বছর।

দুই বছর আগে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৯১ কোটি ৬৮ লাখ টাকা। এই ব্যয় ১৬৮ কোটি ৪৮ লাখ টাকা বেড়ে এখন ৩৬০ কোটি ১৬ লাখ টাকা হয়েছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মঙ্গলবারের বৈঠকে সংশোধিত এই প্রকল্পটি অনুমোদন হয়েছে।


পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এটিসহ আরো ছয়টি প্রকল্প অনুমোদন করেছে একনেক।


পুরোপুরি সরকারি অর্থে ‘মিরপুর-এয়ারপোর্ট সড়কে ফ্লাইওভার এবং বনানী রেলক্রসিংয়ে ওভার পাস নির্মাণ’ প্রকল্প ২০১২ সালের জুন মাসে শেষ করা লক্ষ্য ঠিক করা হয়েছিল। তবে নতুন কার্যপত্রে এই সময় এক বছর বাড়ানো হয়েছে।


যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অরগানাইজেশন এই প্রকল্প বাস্তবায়ন করছে।


এই প্রকল্পের জন্য সেনাবাহিনীর সাত একর জমির স্থাপনা অপসারণ ও পুননির্মাণ করতে হচ্ছে।


প্রকল্প ব্যয় বাড়ার কারণ হিসেবে কার্যপত্রে ‘বাস র‌্যাপিড ট্রানজিট’র জন্য দুটি অতিরিক্ত (ডেডিকেটেড) লেনের সংস্থান করায় ওভারপাসের প্রস্থ এবং ফাউন্ডেশন ব্যয় বৃদ্ধি, নতুন একটি লিংক ব্রিজ অন্তর্ভুক্তি, ফ্লাইওভার ও ওভারপাসের দৈর্ঘ্য বৃদ্ধি, নির্মাণ কাজের দর বৃদ্ধি ইত্যাদি উল্লেখ করা হয়েছে।


যানজট নিরসন এবং সিগন্যালবিহীন নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপনে এই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে কার্যপত্রে বলা হয়েছে।


এতে আরো বলা হয়, বনানী রেল ক্রসিংয়ে নিরবচ্ছিন্ন সড়ক ও রেল যোগাযোগ স্থাপন, দুর্ঘটনা রোধ এবং বনানী রেল ক্রসিং ও এর পাশের এলাকায় (নৌবাহিনী সদর দপ্তর এবং আর্মি স্টেডিয়াম) ট্রাফিক ব্যবস্থার উন্নয়নও প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।


প্রকল্পের আওতায় ১ হাজার ৪১৮ মিটার ফ্লাইওভার, ৫৬০ মিটার সংযোগ সেতু এবং ৪৮২ মিটার রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হচ্ছে।


এছাড়া মিরপুর থেকে আসা গাড়িগুলোর বনানী যাওয়া এবং এয়ারপোর্ট হতে আসা গাড়িগুলোর মিরপুর যাওয়ার সুবিধার জন্য ১৫ দশমিক ৫০ মিটার প্রস্থের একটি ‘লুপ’ও থাকছে।


এই ফ্লাইওভারের জন্য মিরপুর-এয়ারপোর্ট সড়কে ৩৭৫ মিটার এবং বনানী রেল ওভারপাসে ৩২৪ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

Grameenphone is not thinking about 3G licence until its 2G licence is renewed.

Thursday, May 10, 2012 Unknown
Grameenphone is not thinking about 3G licence until its 2G licence is renewed.

"It is not that we are not interested in 3G but 2G is our first priority," Grameenphone CEO Tore Johnsen told a media conference at the Sonargaon Hotel in Dhaka on Tuesday.

Grameenphone organised the conference to publish the financial statement of the first quarter of 2012.

"As long as we don't have our 2G licence renewed, we cannot think about 3G," he explained.

The mobile-phone operator has been working without any 2G licence for six months, he said.

It is having no effect on the customers, he said. But the operator wanted to settle the issue soon, he added.

2G licences of four mobile-phone operators, including Grameenphone, expired in November last year. Even the High Court had been moved over a feud between the operators and Bangladesh Telecommunications Regulatory Commission (BTRC) on the licensing issue, which is yet to be settled.

Johnsen welcomed the government's move to give 3G licences. He hoped that the licences would be reasonably priced and awarded through a transparent process.

The BTRC had submitted draft guideline on 3G licence to the telecommunications ministry on Mar 28. An auction will be held on Sep 3 to sell the licences.

About renewal of 2G licence, Johnsen said the High Court had directed Grameenphone to add 15 percent VAT to the BTRC dues and pay an additional 15 percent VAT to the National Board of Revenue (NBR). The court had also allowed Grameenphone to obtain rebate on this VAT, thereby, limiting Grameenphone's total license renewal cost to 100 percent, he added.

As the proposed rebate mechanism does not seem workable under present VAT scheme, Johnsen said, Grameenphone filed a petition with the Appellate Division seeking clarification on VAT deduction mechanism related to 2G licence renewal fees, particularly for the rebate on the 15 percent VAT amount payable to the NBR.

The hearing at the court is yet to be scheduled, he added.

The GP chief also observed that the draft guideline of the Value Added Service (VAS) licence made in March was not of international standards.

If operators failed to give VAS, 3G service, which is based on VAS, would not be trade-friendly, he said.

The recent move by the Titas Gas Transmission and Distribution Company Limited to release 94.2 million shares is unlikely to be implemented any soon.

Thursday, May 10, 2012 Unknown
The recent move by the Titas Gas Transmission and Distribution Company Limited to release 94.2 million shares is unlikely to be implemented any soon.

The state-run gas distributor announced on Wednesday in the Dhaka Stock Exchange website that they would offload another 10 percent of their stakes for trading at the bourse.

The board of directors of Titas' mother company, Bangladesh Oil, Gas and Mineral Corporation (Petrobangla), has already approved the release of shares worth around Tk 6.89 billion at Wednesday's rate.

But the move conflicts with a Mar 23, 2010 notification of the stock market regulator Securities and Exchanges Commission (SEC) that orders sponsors, directors, auditors or officials of companies listed on the exchange to refrain from trading for two months ahead of the financial year's end and until its board of directors approves the annual statement.

Titas' financial year ends in June and the board of directors last year approved the financial statement on Oct 27. The approval for the year before that also came the same month.

"It is to be noted that Bangladesh Oil, Gas & Mineral Corporation (Petrobangla) as a sponsor of TITASGAS is in prohibitory period to offload shares of TITASGAS at this moment as per [the] SEC Notification�dated March 23, 2010. Therefore, the said offloading will be executed on due regulatory compliance," the DSE website read.

Titas gas directly listed on the bourse in 2008. The company has released 25 percent of it 942.1 million shares [against a paid up capital of Tk 942.1 million] and the government holds the remaining 75 percent.

Initiatives were taken to increase flow of state-owned companies' stakes in the capital market during the rise of market in 2010.

However, only these initiatives have yielded little over the last two years as only some shares of state-owned Rupali Bank, Jamuna Oil, Meghna Petroleum and Bangladesh Shipping Corporation hit the market during the period.

Other than them, Bangladesh Submarine Cables and Essential Drugs Company Limited are in the pipeline for listing.

The two bourses of the country will appeal on Thursday to become respondents to the three writ petitions filed with the High Court challenging a Securities and Exchange Commission circular on holding of shares by directors and sponsor directors.

Thursday, May 10, 2012 Unknown
The two bourses of the country will appeal on Thursday to become respondents to the three writ petitions filed with the High Court challenging a Securities and Exchange Commission circular on holding of shares by directors and sponsor directors.

Presidents of Dhaka Stock Exchange Rakibur Rahman and Chittagong Stock Exchange Al Maruf Khan told reporters about the decision after meeting SEC Chairman M Khairul Hossain and other members at his office on Wednesday afternoon.

"We'll voluntarily move the petition tomorrow (Thursday) to be included in the list of respondents to the writ petitions in order to safeguard public interests," the CSE president said after the hour-long meeting.

After hearing the three petitions, one on Monday and the others on Tuesday, the High Court issued rules asking the SEC why the circular, which mandated holding specified number of shares for directors and sponsors of companies listed on the capital market, should not be declared illegal. The SEC has been given two weeks to respond.

However, the court had rejected the plea to stay the operation of the circular.

It will hear the three petitions the same day after getting SEC's response.

On Nov 22 last year, the SEC had issued the circular saying sponsor-directors of each listed company together must hold at least 30 percent of the paid-up capital. The minimum share holding by individual directors was set at 2 percent.

It gave six months to fulfil the requirements. The deadline is May 21.

Steep share prices fall on the Dhaka Stock Exchange (DSE) once again prompted retail stock investors to take to the streets on Wednesday

Thursday, May 10, 2012 Unknown
. Investors, under the banner of Bangladesh Capital Market Investors Unity Council, gathered in front of the DSE at about 1:45pm and staged demonstration following the sharp fall.

The benchmark DGEN General Index of the Dhaka bourse finished the day at 4,902 points, after shedding 169 points or 3.32 per cent. During the demonstration they blamed the directors of listed companies who filed petitions against almost a six-month old Securities and Ex-change Commission (SEC) directive on minimum share holding by the directors, promoters and sponsors of listed firms, seeking stay order from the High Court.

“As the deadline to comply with SEC’s circular on minimum share holding by the directors/sponsors is forthcoming, investors appeared worried on the outcome of writ petitions filed by few director/sponsors of listed companies though the High Court (HC) has not given any stay order on SEC’s circular,” stated IDLC in its regular market analysis.

Fear besieged the market resulting into panic sales throughout the session, it added. During the session, the broader DSE All Shares Price Index, DSI, also lost 139 points or 3.26 per cent to close at 4,122 while the DSE-20 index of blue-chip shares plummeted 69 points or 1.78 per cent to 3,774.

Losers outnumbered gainers as out of 266 issues traded, 245 issues declined, only 13 issues gained and the rest eight remained unchanged.

Market insiders said market situation deteriorated following panic among the members of DSE due to the news of bank account freeze of former DSE President Shakil Rizvi.

The authorities of Dhaka and Chittagong stock exchanges will apply to become parties to fight legal battle against a writ petition, which was filed challenging a regulatory directive on mandatory shareholding by the directors of listed companies

Thursday, May 10, 2012 Unknown
The authorities of Dhaka and Chittagong stock exchanges will apply to become parties to fight legal battle against a writ petition, which was filed challenging a regulatory directive on mandatory shareholding by the directors of listed companies.

During a meeting with the Securities and Exchange Commission (SEC), the presidents of the two bourses expressed their interest in this regard to safeguard the interest of small investors.

DSE President Rakibur Rahman and CSE President Al Maruf Khan held the meeting with SEC Chairman M Khairul Hossain to discuss the ways to contest the writ filled by a group of directors of some listed firms.

“In public interest, both the DSE and CSE will apply to become parties to the writ.”, Maruf Khan told reporters after the meeting.

Earlier, a group of directors of listed firms filed a writ petition with the High Court against the SEC's directive on holding minimum two percent shares of the listed companies by their directors and sponsors individually.

The country’s bourses have recommended amendment to the SEC’s OTC (over the counter) market rules to make it vibrant.

Thursday, May 10, 2012 Unknown
The country’s bourses have recommended amendment to the SEC’s OTC (over the counter) market rules to make it vibrant.

The recommendations came at the first meeting of a committee formed to find out ways to develop OTC market.

Earlier, the Securities and Exchange Commi-ssion (SEC) formed a four-member panel to device ways to develop the OTC market. The committee was asked to submit report by the next one month.

The committee sat with the DSE and CSE representatives to discuss the issues in a border perspective. DSE chief financial officer Shuvra Kanti and CSE chief executive officer Syed Sajid Hosaain attended the meeting.

“We recommended amendment to the OTC rules as it is not a trading-friendly one and also old,” said Syed Sajid Hossain. He also said ‘we are hopeful that the market will be vibrant if the regulation is amended.’

The share movement this month is slow as the budget for the next fiscal year is nearing. Besides, two writs filed against the SEC rule have had an impact over the market.

Thursday, May 10, 2012 Unknown
 

The stock market witnessed a bullish trading last month because institutional investors were active. The institutional investors are now observing the whole situation. I hope the market situation will be normal after few days.

Advocate Hasan Mahmud Biplob, Capital Market Analyst, said at an interview with ETV's presenter Rajib Zaman Wednesday.

The following is the details of the interview.

* How do you evaluate the market situation after a writ was filed against the Securities and Exchange Commission's (SEC) rule which now awaits court verdict.

# It is good for the investors that court did not issue stay order on SEC rule. So, sponsor-directors are bound to purchase the set 2 percent shares if they want to remain sponsor-directors of their respective companies. The court decided to hear all the claims at a time. I hope the verdict will come in favour of nearly 3.5 million investors.

* Panic among the investors is normal in this situation but do we expect positive behaviour from the investors' side?

# Most of the investors passed nearly two years in a deep crisis due to market debacle. So, it is very natural for them to be worried if they hear any turmoil or unwanted news though the market remains positive. Still some of the investors are counting losses and they are trying to overcome the situation by selling/buying their existing shares.

* Why did a writ was filed at the dead end of the scheduled time?

# It was done just to destabilise the stock market. Some vested quarters have come forward and filed the writs, which is illogical. I request the sponsor-directors - please buy back your shares which you sold at high prices and help the market stabilise. If the market is good, you will also be in a good position. DSE has records of those who sold their holdings and were responsible for market debacle.

* How can a sponsor-director become a company director without holding a single share?

# Actually, there is no written guideline in this regard. A sponsor-director can be a director of a company by holding 5,000 or 10,000 shares of a company arranged through a company memorandum. But there was no such binding for Independent Directors.

appeal to the High Court to make them respondents in the writ petitions that were filed by directors of different companies challenging the minimum shareholding rule

Thursday, May 10, 2012 Unknown
The Dhaka and Chittagong bourses will appeal to the High Court to make them respondents in the writ petitions that were filed by directors of different companies challenging the minimum shareholding rule.
The twin bourses made the announcement after an emergency meeting with the Securities and Exchange Commission yesterday.
“We were made respondents in the first writ petition, but in the three subsequent petitions we were excluded from the list,” Rakibur Rahman, president of the Dhaka Stock Exchange, told reporters after the meeting.
“We should be defendants in all writ petitions for the interest of the market as well as investors, as the petitions were very much connected with the stockmarket,” he said.
Earlier on Tuesday, the High Court issued a rule asking the stockmarket regulator to explain within one week why a directive on minimum shareholding by listed companies' directors should not be declared illegal.
Tuesday's petition was the fourth writ petition on the minimum shareholding requirement filed by the directors of different companies with the same High Court bench since April 8.
A bench of Justice Farid Ahmed and Justice Sheikh Hassan Arif issued the rules after hearing the petitions filed by the directors and sponsors of Delta Life Insurance, Phoenix Finance and Investments, Popular Life Insurance and NCC Bank.
Earlier on November 22 last year, the SEC had made it compulsory for sponsors, directors and promoters of listed companies to hold at least 2 percent stakes individually in their own companies.
The commission also made it mandatory for sponsors, directors and promoters of a listed firm to jointly hold a 30 percent stake in the firm.
The SEC set a six-month deadline that ends on May 22 for the sponsors, directors and promoters, who are now jointly holding less than 30 percent and individually 2 percent shares, to acquire the rest of the amount.

State-run Titas Gas Transmission and Distribution Company, commonly known as Titas Gas, plans to offload more shares in the stockmarket.

Thursday, May 10, 2012 Unknown
State-run Titas Gas Transmission and Distribution Company, commonly known as Titas Gas, plans to offload more shares in the stockmarket.
Bangladesh Oil, Gas and Mineral Corporation (Petrobangla), the major corporate sponsor of Titas Gas, will sell 10 percent or 9.42 lakh shares of the company at market prices from its stake in Titas Gas.
However, the shares will be ready for sale on the stock exchanges after some regulatory requirements are completed.
The company has decided to offload the shares in line with a government decision, according to a posting on the Dhaka Stock Exchange website yesterday.
Although the government decided to offload its stake in different companies in the stockmarket in 2010 when the market was bullish, the Titas Gas shares are going to enter the market after two years when the market is passing a bearish phase following a price debacle in January-February last year.
The state-run gas company joined the country's bourses under direct listing rules in 2008. Titas, which distributes gas in Dhaka and greater Mymensingh region, was the fifth state-run company that was listed on the stock exchanges under direct listing rules.
Presently, 25 percent shares are available for public trade in the stock exchanges, while the sponsors hold the rest 75 percent shares.
On the Dhaka bourse yesterday, each Titas Gas share traded between Tk 76.10 and Tk 73, before closing at Tk 73.10 after declining 2.25 percent.

High Court again asks SEC to explain shareholding notice

Tuesday, May 08, 2012 Unknown
The High Court yesterday again asked the stockmarket regulator to explain within two weeks why a directive for directors to hold individually at least 2 percent stakes in companies should not be declared illegal.
The HC rule came after a writ petition was filed by Abul Bashar, a director of Popular Life Insurance Company.
Earlier, the Securities and Exchange Commission had made it compulsory for sponsors, directors and promoters of listed companies to hold at least 2 percent stakes individually in their own companies.
Along with the SEC, the court also directed a share investors' association to explain as to why the directive will not be declared illegal.
A bench of Justice Farid Ahmed and Justice Sheikh Hassan Arif issued the rule after hearing the petition.
After the hearing, Attorney General Mahbubey Alam told journalists that although the petitioner sought a stay order on the SEC directive, the court issued a rule.
So, the regulatory directive on shareholding, issued by the SEC on November 22 last year, will remain effective, as no stay order came from the court.
Earlier on April 8, the HC asked regulators to explain why the SEC directive on minimum shareholding should not be declared illegal, after a writ petition filed by Sheikh Abdul Momen, husband of the late Masuda Begum, a sponsor of NCC Bank Ltd.
At that time, the court had directed the finance secretary, commerce secretary, Bangladesh Bank governor, managing director of NCC Bank, registrar of Joint Stock Companies and Firms, and Dhaka and Chittagong bourses to explain within four weeks why the directive will not be declared illegal.
According to the SEC directive, those who will fail to hold minimum 2 percent stakes in their own firms by May 22 will have to leave their sponsorship or directorship.
The commission also made it mandatory for sponsors, directors and promoters of a listed firm to jointly hold a 30 percent stake in the firm.
The SEC set a six-month deadline that ends May 22 for the sponsors, directors and promoters, who are now jointly holding less than 30 percent and individually 2 percent shares, to acquire the rest of the amount.

Information Services 5% cash dividend

Tuesday, May 08, 2012 Unknown
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত পাঁচ শতাংশ নগদ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৫০ পয়সা) এবং পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ জুন সকাল ১১টায় তেজগাঁওয়ের এইচআরসি মিডিয়া ভবনের যায়যায়দিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৭ মে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ০.৫৫ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ১৬.১৭ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ০.৬১ টাকা। ডিএসই ওয়েবসাইট অবলম্বনে।

Sonargoun Textile 10% stock

Tuesday, May 08, 2012 Unknown
সোনারগাঁও টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ট বা বোনাস শেয়ার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুন দুপুর ১২টায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ২১ মে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ০.৭৯ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ৪১.৯২ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১২.৮৬ টাকা। ডিএসই ওয়েবসাইট অবলম্বনে।

Personal Investment

Tuesday, May 08, 2012 Unknown
আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে ব্যক্তি খাতের বিনিয়োগকে উৎসাহ প্রদানের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটি বলেছে, বিনিয়োগ পরিস্থিতির উন্নতির জন্য সরকার নিজের টাকা খরচ করবে। তবে ব্যাংক-ব্যবস্থা থেকে বেশি ঋণ নেওয়া সরকারের উচিত হবে না। এটি করতে গেলে ব্যক্তি খাত বাধাগ্রস্ত হবে। কারণ, উদ্যোক্তাদের জন্য ব্যাংকে তখন খুব বেশি অর্থ থাকবে না।
ঢাকায় সিপিডির কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জাতীয় বাজেট ২০১২-১৩’ শীর্ষক প্রস্তাবনায় এসব কথা বলা হয়। এতে সিপিডির পক্ষ থেকে আগামী বাজেটের জন্য প্রস্তাবগুলো তুলে ধরেন সংস্থাটির গবেষণা বিভাগের প্রধান ফাহমিদা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য আগামী বাজেটকে ‘রক্ষণশীলতার সঙ্গে সম্প্রসারণমূলক’ করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘প্রতিটি বাজেটেই রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক কিছু পরিপ্রেক্ষিত থাকে। আমাদেরও রয়েছে। সেই বিবেচনায় আগামী বাজেটের লক্ষ্য হওয়া উচিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির ধারাকে বেগবান রাখা এবং ব্যক্তি বিনিয়োগকে উৎসাহ দেওয়া।’ ইতিমধ্যে দেশের ব্যক্তি বিনিয়োগের ধারা অনেকটা স্থবির হয়ে গেছে উল্লেখ করে হতাশা প্রকাশ করেন দেবপ্রিয়।
কালোটাকা: দেবপ্রিয় ভট্টাচার্য ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগের বিরোধিতা করে বলেন যে এটা শুধু নৈতিকভাবে বেঠিকই নয়, অর্থনৈতিকভাবেও অযৌক্তিক। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। এর ফলে সৎ করদাতারা কর দিতে নিরুৎসাহিত হবেন।’
সম্প্রতি লাইসেন্স দেওয়া নতুন ব্যাংকগুলোর প্রতিটির জন্য যে ৪০০ কোটি টাকা করে দরকার, তা মেটানোর মাধ্যমে যেন কালোটাকা বৈধ করার সুযোগ কেউ না নিতে পারে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আগামী নির্বাচনে যাতে কালোটাকার প্রভাব না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
কালোটাকা প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ‘কেন একজন প্রকৃত করদাতা ২৫ শতাংশ কর দেবেন, যখন তিনি দেখেন যে দুই বছর পর পর ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা বৈধ করা যায়?’
এ-সংক্রান্ত প্রস্তাবে সিপিডি বলেছে, কালোটাকা সাদা করার সুযোগ যদি দিতেই হয়, তবে বিদ্যমান করের বাইরে নির্দিষ্ট হারে শাস্তিমূলক কর আরোপের মাধ্যমে তা দেওয়া যেতে পারে।
বিভিন্ন প্রস্তাব: মূল্যস্ফীতি বিবেচনায় রেখে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা এক লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা এবং ন্যূনতম আয়কর দুই হাজার থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
আয়কর আইনে মূল্য হস্তান্তর (ট্রান্সফার প্রাইসিং) নামে নতুন ধারা সংযোজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সিপিডি বলেছে, মূল্য কারচুপির কারণে প্রতিবছর আন্তর্জাতিক বাণিজ্যে ১৮০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ।
সিপিডির মতে, বাজেটে কৃষিতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক। তবে এর সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছে কি না এবং সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কি না, সে বিষয়ে অর্থ বিভাগ থেকে সমীক্ষা করা প্রয়োজন।
পোলট্রি খাতের আয়ের ওপর কর রেয়াত ২০১৩ থেকে বাড়িয়ে ২০১৫ সাল পর্যন্ত করার কথা বলেছে সিপিডি। কৃষি প্রক্রিয়াজাত শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এখন ৩ শতাংশ হারে যে শুল্ক দিতে হয়, তা সাময়িকভাবে প্রত্যাহার করা দরকার বলেও মনে করে সিপিডি।
সিপিডির শিল্প এলাকার শ্রমিকদের জন্য খাদ্য রেশনিংয়ের ব্যবস্থা পুনরায় চালু করা, সাভারে চামড়া শিল্পনগর স্থানান্তরের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা, শিল্পদূষণ কমানোর জন্য তদারকি বাড়াতে বরাদ্দ দেওয়া, পাটের উন্নয়ন ও গবেষণার জন্য বরাদ্দ রাখা এবং ওষুধ শিল্পপার্ক বাস্তবায়নে বরাদ্দ রাখা।
রপ্তানিমুখী নয়, এমন এসএমই শিল্প খাতের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হার ৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা, হালকা প্রকৌশল খাতের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে একটি বিশেষ তহবিল গঠন, ইন্টারনেট ব্যবহারের ওপর বিদ্যমান ১৫ শতাংশ কর ও কম্পিউটার সরঞ্জামের ওপর বিদ্যমান কর প্রত্যাহারের প্রস্তাব করে সিপিডি।
জ্বালানি ও বিদ্যুৎ খাত বিষয়ে সিপিডি বলেছে, একদিকে বিদ্যুতের সংকট, অন্যদিকে উৎপাদনে বিপুল অঙ্কের ভর্তুকি—এটা সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে সরকারকে এখন মাঝারি ও বড় বিদ্যুৎকেন্দ্রের দিকে মনোযোগী হতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার জন্য আগে কয়লানীতি চূড়ান্ত করতে হবে।
জরুরি পদক্ষেপ হিসেবে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চিন্তাটি খারাপ ছিল না মন্তব্য করে দেবপ্রিয় বলেন, এর অভিঘাতগুলোর সামগ্রিক মূল্যায়ন হয়নি। এটি এখন গলার ফাঁস হয়ে গেছে। ভালো ফলের সম্ভাবনা ছিল কিন্তু প্রশাসনিক, পরিকল্পনা ও বাস্তবায়নের ব্যর্থতার অভাবে তা হলো না।
গুরুত্বপূর্ণ সব সড়ক চার লেনে উন্নীত করা এবং বছরব্যাপী নিয়মিত সড়ক রক্ষণাবেক্ষণে বরাদ্দ রাখার প্রস্তাব করেছে সিপিডি। পাশাপাশি রেলের ভাড়া বাড়ানোর প্রস্তাবকেও সমর্থন করা হয়েছে। তবে ফাহমিদা খাতুন বলেন, এটি হতে হবে ধাপে ধাপে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে সিপিডি বলেছে, একই সঙ্গে বাস্তবায়িত হচ্ছে বলে একই ব্যক্তি একাধিক কর্মসূচির সুবিধা ভোগ করছে। তাই সুবিধাভোগীদের জন্য একটি তথ্যভান্ডার তৈরি এবং জেলা পর্যায়ে কত দরিদ্র আছে, সে বিষয়েও সমীক্ষা হওয়া প্রয়োজন। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানের মজুরি বাড়ানোর পরামর্শ দিয়ে তা বাজারদরের চেয়ে বেশি করারও পরামর্শ দেওয়া হয়েছে।
শেয়ারবাজারে প্রত্যেক বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবধারীর জন্য করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়ে সিপিডি বলেছে, এটি লেনদেনে স্বচ্ছতা আনবে এবং রাজস্ব আদায়ে ভূমিকা রাখবে।
পাঁচটি বার্তা: যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের তিন শীর্ষপর্যায়ের মন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফর থেকে পাঁচটি বার্তা পাওয়ার কথা উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বার্তাগুলো হচ্ছে: অবকাঠামো ঠিক না হলে বিনিয়োগ বাড়বে না, দুর্নীতি দূরীকরণে সচেষ্ট হতে হবে, মানবাধিকারকে সমুন্নত রাখতে হবে, সংঘাতের পথ পরিহার করে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

Declined 204 company share price

Tuesday, May 08, 2012 Unknown
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। দিন শেষে লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৯৮ পয়েন্ট কমে ৫,০৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে পাঁচ মিনিটে গতকালের চেয়ে কমে যায় ১৪ পয়েন্ট। আবার ২০ মিনিটে ১৭ পয়েন্ট বেড়ে যায়। ১১টা ৫০ মিনিটে সূচক বাড়ার হার সর্বোচ্চ ২৩ পয়েন্ট ছিল। এরপর আবারো কমতে থাকে সূচক এবং দিনের শেষ পর্যন্ত সূচক কমার হার অব্যাহত ছিল।
আজ লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ৪৪টির দাম, কমেছে ২০৪টির আর অপরিবর্তিত আছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে।
দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, সিটি ব্যাংক, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস এবং সামিট পাওয়ার।

Shakil Riezvi's Bank Account Seized

Tuesday, May 08, 2012 Unknown
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি শাকিল রিজভীর যাবতীয় ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৩ মে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট (সিআইসি) থেকে পাঠানো চিঠিতে সব বাণিজ্যিক ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বার্ষিক আয়-ব্যয়ের সুষ্ঠু অভ্যন্তরীণ নিরীক্ষার স্বার্থে ও প্রাপ্য রাজস্ব আদায়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাকিল রিজভীর সব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত থাকবে।
এই আদেশের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের একক ও যৌথ নামে পরিচালিত সব মেয়াদি স্থায়ী আমানত (এফডিআর), সঞ্চয়পত্র, ডিপিএস হিসাবে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত থাকবে।
যোগাযোগ করা হলে গতকাল সোমবার রাতে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে জানান, ব্যাংক হিসাব জব্দ করার বিষয়টি এখনো তিনি অবহিত নন।

Money collected through IPO can be used in sister company

Monday, May 07, 2012 Unknown
প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা সহযোগী কোম্পানিতে বিনিয়োগের সুযোগ পুনর্বহাল করা হয়েছে।
সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বছর কমিশনের ৪০১তম সভায় এসইসি আইপিওর টাকা সহযোগী (সাবসিডিয়ারি) ও একই গ্রুপের স্বতন্ত্র অন্য কোম্পানিতে (সিস্টার কনসার্ন) বিনিয়োগ করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ যে কোম্পানি বাজারে তালিকাভুক্ত হবে, আইপিওর অর্থ কেবল সেই কোম্পানিতেই বিনিয়োগ করতে হবে। এর ফলে বেশকিছু কোম্পানির আইপিও প্রস্তাব আটকে যায়।
এ প্রেক্ষিতে গত মার্চ মাসে এসইসি দুই সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে আইপিওর টাকা কোন কোন খাতে ব্যবহার করা যাবে, এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবসহ কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এবং এ টি এম তারিকুজ্জামানের সমন্বয়ে গঠিত কমিটি সম্প্রতি কমিশনের কাছে তাদের প্রতিবেদন দাখিল করে। কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন এরই মধ্যে তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে আইপিওর টাকা সহযোগী বা একই গ্রুপের অন্য কোম্পানিতে বিনিয়োগের সুযোগ পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে।
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, যদি আইপিওর টাকা সহযোগী বা একই গ্রুপের অপর প্রতিষ্ঠানে বিনিয়োগের সুযোগ বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেটি নতুন কোম্পানি বাজারে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। একই সঙ্গে তা তালিকাভুক্ত কোম্পানির ব্যবসা সম্প্রসারণ বা প্রবৃদ্ধির পথেও বাধা হয়ে দাঁড়াবে।
পাশাপাশি কমিটি আইপিওর টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে আরও কয়েকটি সুপারিশ তুলে ধরে। কমিটি বলেছে, যদি কোনো তালিকাভুক্ত কোম্পানি আইপিওর টাকা তার সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে, তাহলে সহযোগী ওই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডও নিয়ন্ত্রক সংস্থার তদারকির আওতায় থাকবে।
যদি সহযোগী প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত না থাকে, তার পরও নিয়ন্ত্রক সংস্থার নিয়ন্ত্রণ থাকবে ওই প্রতিষ্ঠানের ওপর। একইভাবে যদি সহযোগী প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়িক সাফল্য, পরিকল্পনা বা পরিবর্তন, যা তালিকাভুক্ত মূল কোম্পানির শেয়ারের দামকে প্রভাবিত করবে, সেসব তথ্য বা পরিবর্তনকেও মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে বিবেচনা করা হবে।
এরই মধ্যে কমিশন সভায় এসব সুপারিশও নেওয়া হয়েছে। ফলে তালিকাভুক্ত নয়, এমন কোনো কোম্পানিতে যদি তালিকাভুক্ত কোম্পানির কোনো বিনিয়োগ থাকে, তাহলে ওই কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্যও এখন থেকে মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে বিবেচনা হবে। সেই সঙ্গে সহযোগী কোম্পানির কর্মকাণ্ড নিয়ন্ত্রক সংস্থা এসইসির তদারকির আওতায় থাকবে।
দীর্ঘদিনের প্রচলিত বিধান অনুযায়ী, আইপিও প্রক্রিয়ার মাধ্যমে সংগৃহীত টাকা অনেক সময় কোম্পানিগুলো তাদের সহযোগী ও একই গ্রুপভুক্ত স্বতন্ত্র অন্য কোম্পানিতে বিনিয়োগ করত।
প্রচলিত এই সুযোগ কাজে লাগিয়ে তালিকাভুক্ত অনেক কোম্পানি আইপিওর টাকা সহযোগী কোম্পানিতে (যেগুলো বাজারে তালিকাভুক্ত নয়) বিনিয়োগের নামে নানাভাবে অপব্যবহার করেছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তালিকাভুক্ত কোম্পানির ব্যবসা সম্প্রসারণ বা ব্যবসায়িক অগ্রগতির সুযোগ তৈরির জন্য মূলত সহযোগী কোম্পানিতে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। বাংলাদেশের বাস্তবতায় এই সুযোগের ব্যাপক অপব্যবহার হয়েছে ইতিপূর্বে। এ কারণে বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর সেই অপব্যবহার রোধে আইপিওর টাকা সহযোগী কোম্পানিতে বিনিয়োগের সুযোগ না রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

শেয়ারবাজার   ::::  

Stocks return to red

Saturday, May 05, 2012 Unknown
Both the country’s two bourses witnessed fall in indices on Thursday.

The DSE general index shed 37 points to stand at 5,161 at the close on the last trading day of the week.

The volume of transactions also slightly tumbled to Tk 4,359 million from Wednesday’s Tk 4,991 million. Trade deals stood at 105,688 against the previous day’s 108,782.

Of the issues traded, 77 advanced, 178 declined and 13 remained unchanged.

LANKABAFIN topped the turnover list with shares worth Tk 453 million having changed hands.

The other turnover leaders were JAMUNAOIL, GP, MPETROLEUM, BEXIMCO, SQURPHARMA, RNSPIN, TITASGAS, LAFSURCEML and GPHISPAT.

Chittagong stocks also followed the suit, with the CSE Selective Categories Index climbing down to 9,757 by dropping over 111 points.

Out of the issues traded, 34 gained, 140 declined and 13 remained unchanged.

Dividend of 8 company within 1 week

Saturday, May 05, 2012 Unknown
গত সপ্তাহ জুড়ে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩১ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ (ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।

৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ এ সুপারিশ করে।

এশিয়া ইন্স্যুরেন্স: এশিয়া ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

এশিয়া ইন্সুরেন্স কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৮ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৬ দশমিক ২৮ টাকা।

অগ্রণী ইন্স্যুরেন্স: অগ্রণী ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৩৬ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৮ টাকা।

বিডি ওয়েল্ডিং: বিডি ওয়েল্ডিং কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।

২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৪৩ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু ৮০ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকা।

অন্যদিকে, ২০১০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ দশমিক ১৯ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু ৫৭ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা।

আরামিট সিমেন্ট: আরামিট সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।

এছাড়া কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে এবং ব্যবসার সম্প্রসারণ করতে শেয়ারহোল্ডারদের ১:১ রাইট শেয়ার দেওয়ার সুপারিশ করেছে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা প্রতি একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবে।

৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল ধরা হয়েছে ১৫ টাকা। তবে রাইট শেয়ার দেওয়ার বিষয়টি শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কর্তৃক অনুমোদিত হতে হবে।

২০১১ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির কর পরবর্তী আয় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৭০ হাজার, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৩০ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১২ দশমিক ৭৯ টাকা।

আরামিট: আরামিট কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরে আরামিট কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ দশমিক ২৬ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৮৬ টাকা।

বেক্সসিনথ: বেক্সসিনথ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরে বেক্সসিনথ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫৮ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৩০ দশমিক ৯৮ টাকা।

শাহিন পুকুর সিরামিকস: শাহিন পুকুর সিরামিকস কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

শাহিন পুকুর সিরামিকস কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫২ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৪০ দশমিক ৪৯ টাকা।

বেক্সিমকো লি.: বেক্সিমকো লি. কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরে বেক্সিমকো লি. কোম্পানির  শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ দশমিক ৭৩ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১১৮ দশমিক ৭১ টাকা।

বেক্সিমকো ফার্মা: বেক্সিমকো ফার্মা কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরে বেক্সিমকো ফার্মা কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৭৬ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৬৮ দশমিক ০৩ টাকা।

ইস্টার্ন ইন্স্যুরেন্স: ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরে ইস্টানং ইন্সুরেন্স কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছে ৭ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৩২ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৯৯ টাকা।

কনফিডেন্স সিমেন্ট: কনফিডেন্স সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ট দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরে কনফিডেন্স সিমেন্ট কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ২৯ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬০ টাকা।

সোনার বাংলা ইন্স্যুরেন্স: সোনার বাংলা ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরে সোনার বাংলা ইন্সুরেন্স কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭৩ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯৫ টাকা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮২ টাকা এবং শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৩ দশমিক ১৯ টাকা দাঁড়িয়েছে।

স্টান্ডার্ড ইন্স্যুরেন্স: স্টান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৯৬ টাকা এবং শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৪ দশমিক ৫৭ টাকা দাঁড়িয়েছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৫৪ টাকা এবং শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৫ দশমিক ৯৮ টাকা দাঁড়িয়েছে।

রেনেটা: রেনেটা কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ বন্ড ভায়া প্লেসমেন্টের মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করার সিদ্ধন্ত নিয়েছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে কর পরবর্তী লাভ হয়েছে ১০৯ কোটি ৬ লাখ ৩০ হাজার, শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪৮ দশমিক ১৪ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭৫ দশমিক ২১ টাকা।

রংপুর ফাউন্ড্রি: রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী রংপুর ফাউন্ড্রি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৬০ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮৮ টাকা।

জি কিউ বলপেন: জি কিউ বলপেন কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী জি কিউ বলপেন কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ দশমিক ৯৩ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১২১ দশমিক ৮৮ টাকা।

রেকিট বেনকিজার: সমাপ্ত অর্থবছরে রেকিট বেনকিজার কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর আগে ২০১১ সালে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তী ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং কোম্পানি সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের মোট ২০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ দশমিক ৩৭ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৬১ টাকা।

বিজিআইসি: বিজিআইসি কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরে বিজিআইসি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮১ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২১ দশমিক ২৬ টাকা।

ঢাকা ইন্স্যুরেন্স: ঢাকা ইন্স্যুরেন্স পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরে ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৩২ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯৮ টাকা।

সালভো কেমিক্যাল: সালভো কেমিক্যাল কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দেয়।

২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে সালভো কেমিক্যাল কোম্পানির কর পরবর্তী লাভ হয়েছে ২ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৭৭ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৩ দশমিক ৪২ টাকা।

আইএফআইসি ব্যাংক: আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৩:৪ রাইট শেয়ার দিয়ে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব করেছে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা প্রতি ৪টি শেয়ারের পরিবর্তে ৩টি করে রাইট শেয়ার পাবেন। ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ২০ টাকা। তবে এ প্রস্তাবটি শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা এসইসি কর্তৃক অনুমোদিত হতে হবে।

সমাপ্ত অর্থবছরে আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৫ টাকা।

মুন্নু স্টাফলারস: মুন্নু স্টাফলারস কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে মুন্নু স্টাফলারস কোম্পানির কর পরবর্তী লাভ হয়েছে ১০ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৬৮ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা।

সিএমসি কামাল: সিএমসি কামাল কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরে ঢাকা ইন্সুরেন্স কোম্পানির কর পরবর্তী আয় হয়েছে ৬ কোটি ৯ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৮ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৩ দশমিক ২১ টাকা।

ফেডারেল ইন্স্যুরেন্স: ফেডারেল ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফেডারেল ইন্সুরেন্স কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ০৩ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১২ দশমিক ১৮ টাকা।

প্রভাতি ইন্স্যুরেন্স: প্রভাতি ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৬৩ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭৫ টাকা।

গোল্ডেন সন: সমাপ্ত অর্থবছরে গোল্ডেন সন কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।

সমাপ্ত অর্থবছরে গোল্ডেন সন কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৮৬ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৪ টাকা।

এমবি ফার্মা: এমবি ফার্মা কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দেয়।

সমাপ্ত অর্থবছরে এমবি ফার্মা কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৮১ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৫ দশমিক ২১ টাকা।

ফিনিক্স ইন্স্যুরেন্স: ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১০ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ২৭ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪০ টাকা।

আজিজ পাইপ: আজিজ পাইপ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে  শেয়ারহোল্ডারদের জন্য কোনও লভ্যাংশ (ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেনি।

আজিজ পাইপস কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০ দশমিক ৯৯ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে মাইনাস ৪০ দশমিক ৮৮ টাকা।

Another downward week

Saturday, May 05, 2012 Unknown
ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত সপ্তাহে নিম্নমুখী প্রবণতা দিয়ে পার করেছে। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দাম, মূল্যসূচক ও লেনদেন কমেছে।

গত সপ্তাহে মোট ৪ কার্যদিবস লেনদেন হয়। ১ মে মহান মে দিবস উপলক্ষে পুঁজিবাজারে লেনদেন হয়নি। সপ্তাহজুড়ে ডিএসইর ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয় ২৭৩টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ১২৮টি, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম। কোনো লেনদেন হয়নি ৫টি প্রতিষ্ঠানের।

এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ৪৭টির, কমেছে ২২৭টির, অপরিবর্তিত ছিল ১টির এবং কোনো লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

অন্যদিকে গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচকও কমেছে সামান্য। প্রথম কার্যদিবস রোববার সাধারণ সূচক ছিল ৫ হাজার ১৬৩ পয়েন্টে। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৫ হাজার ১৬১ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে সূচক কমেছে মাত্র ২ দশমিক ২১ পয়েন্ট। সপ্তাহের সর্বোচ্চ সূচক ছিল তৃতীয় কার্যদিবস বুধবার ৫ হাজার ১৯৮ পয়েন্ট।

অন্যদিকে, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ৫৪ দশমিক ৩৫ শতাংশ। মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮১৪ কোটি ২৯ লাখ ৬১ হাজার ৩২৫ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮০৭ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ৫৪০ টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর লেনদেন কমেছে ৫২ দশমিক ৩৫ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনও কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ৪৫৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ৩৩১ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল এক হাজার ৭৬১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ১০৮ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ৪০ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে শেয়ার হাতবদলের পরিমাণও কমেছে। শেয়ার হাতবদলের পরিমাণ কমেছে ৪৫ দশমিক ৮৫ শতাংশ। গত সপ্তাহে মোট ৩০ কোটি ২৮ লাখ ৬২ হাজার ৩৫২টি শেয়ার হাতবদল হয়েছে। এর আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৫৫ কোটি ৯৩ লাখ ১৪ হাজার ৭৩৭টি।

সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- নর্দান জেনারেল ইন্স্যুরেন্স (৩০ দশমিক ৯১ শতাংশ দাম বৃদ্ধি), আরামিট (১১ দশমিক ২৭ শতাংশ), রিলায়েন্স ইন্স্যুরেন্স (১০ দশমিক ৫৯ শতাংশ), গ্লোবাল ইন্স্যুরেন্স (১০ দশমিক ১২ শতাংশ), সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড (১০ শতাংশ), কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স (৯ দশমিক ৮৬ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (৯ শতাংশ ৫১ শতাংশ), রূপালী ইন্স্যুরেন্স (৯ দশমিক ৩৯ শতাংশ), গ্লাক্সো স্মিথক্লাইন (৮ দশমিক ৬৩ শতাংশ) এবং কে অ্যান্ড কিউ (৮ দশমিক ৫১ শতাংশ)।

অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো, উত্তরা ফিন্যান্স (৩০ দশমিক ৬৪ শতাংশ দাম হ্রাস), পপুলার লাইফ ইন্স্যুরেন্স (২৬ দশমিক ৫৪ শতাংশ), রংপুর ডেইরি অ্যান্ড ফুড (২০ দশমিক ৮২ শতাংশ), যমুনা ব্যাংক (১৯ দশমিক ৭৪ শতাংশ), আল আরাফাহ ইসলামী ব্যাংক (১৭ দশমিক ৯৩ শতাংশ), মবিল যমুনা বাংলাদেশ (১৭ দশমিক ৩৫ শতাংশ), স্কয়ার টেক্সটাইল (১৩ দশমিক ১৭ শতাংশ), সাফকো স্পিনিং (১৩ দশমিক ১৭ শতাংশ), বিডি ফিন্যান্স (১১ দশমিক ৬৪ শতাংশ) এবং সালভো ক্যামিকেল (১১ দশমিক ১৫ শতাংশ)।

৩০ দশমিক ৯১ শতাংশ দাম বেড়ে নর্দান জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে শীর্ষ অবস্থানে। অন্যদিকে ৩০ দশমিক ৬৪ শতাংশ দাম কমে দাম কমার শীর্ষে রয়েছে উত্তরা ফিন্যান্স কোম্পানির শেয়ার।

Bay Leasing AGM on saturday

Saturday, May 05, 2012 Unknown
পুঁজিবাজারের তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের  বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বে লিজিং কোম্পানির এজিএম শনিবার সকাল সাড়ে ১০ টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, ব্লক-সি, উম্মে কুলসুম রোড,বসুন্ধরা আর/এ বারিধারা, ঢাকায় অনুষ্ঠিত হবে।

কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১১ এপ্রিল।

২০০৯ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ও মার্কেট লট ৫০০টিতে। এর মোট শেয়ারের মধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদে ৪১দশমিক ৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫ দশমিক ৪৯ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের শূন্য দশমিক ৪৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩২ দশমিক ১৬ শতাংশ শেয়ার।

OTC Market of DSE is only 1.5 crores

Saturday, May 05, 2012 Unknown
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে অচালাবস্থা কাটতে শুরু করেছে। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ওটিসি মার্কেটে লেনদেন হয়েছে ১ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওটিসি মার্কেটে চলতি বছরের জানুয়ারি মাসে ১৫ লাখ ৭৮ হাজার ৬৭০টি শেয়ার হাতবদল হয়ে ১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৫৮০ টাকা, ফেব্রুয়ারিতে ১৮ হাজার ২৮০ টি শেয়ার থেকে ৯৩ হাজার ৭৬০ টাকা, মার্চে ১ লাখ ৪৩ হাজার ৬০০টি শেয়ার থেকে ৯ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা এবং এপ্রিলে ২ লাখ ৫৩ হাজার ৯২৫ টি শেয়ার থেকে ২০ লাখ ৬ হাজার টাকা লেনদেন হয়েছে।

অন্যদিকে ওটিসি মার্কেট নিয়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসির কমিটি গঠন করাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে যেসব কোম্পানির কোনো অস্তিত্ব নেই সেগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি কাগজে শেয়ারগুলোকে ডিমেট করতে হবে। তাহলেই ওটিসি মার্কেটে ছন্দ ফিরে আসবে।

এ ব্যাপারে ডিএসইর প্রেসিডেন্ট রকিবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘প্রত্যেক কোম্পানি বাজারে থাকতে চায়। এতে বিনিয়োগকারীসহ কোম্পানি লাভবান হয়।’

তিনি বলেন, ‘আমি আশা করবো প্রত্যেক কোম্পানি ডিমেট সম্পন্ন করে মূল মার্কেটে ফিরে আসুক। এমন কিছু করা উচিত হবে না যাতে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন। একটি কোম্পানি যখন বাজারে আসে, সবাই ভালো কোম্পানি মনে করে সেখানে বিনিয়োগ করে। তাই প্রত্যেক কোম্পানির উচিত ডিমেট প্রক্রিয়া সম্পন্ন করে মূল মার্কেটে ফিরে আসা।’

উল্লেখ, ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর ডিএসইতে ওটিসি নামের বিকল্প মার্কেট চালু করা হয়। দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোর স্থান হয় এ মার্কেটে। পরবর্তীতে ২০০৯ সালের ৪ অক্টোবর এসইসি প্রথমে ‘জেড’ শ্রেণীভুক্ত ৫১টি কোম্পানিকে মূল বাজার থেকে তালিকাচ্যুত করে ওটিসি মার্কেটে পাঠায়। এরপর ২০১০ সালে দুই দফায় মোট ২৯ কোম্পানিকে ওটিসিতে পাঠানো হয়।

সব মিলিয়ে ওটিসিতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়ায় ৮০টি। পরবর্তীতে বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) মামলা-সংক্রান্ত জটিলতা কাটিয়ে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ায় সেটি মূল বাজারে ফিরে আসে। এতে ওটিসি বাজারে কোম্পানির সংখ্যা দাঁড়ায় ৭৯টি। পরে আরও ১১ কোম্পানিকে মূল বাজারে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় এসইসি।

Bicon Farma :: PE Ration is 65

Saturday, May 05, 2012 Unknown
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিক্যাল খাতের প্রতিষ্ঠান বিকন ফার্মার মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৬৫। এমন অবস্থায় যে কোনো প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন পুঁজিবাজার বিশ্লেষকেরা।

বিশ্লেষকদের মতে, ১০ থেকে ২০ পিই রেশিও’র কোম্পানির শেয়ারে বিনিয়োগকে অনেকটা ঝুঁকিমুক্ত। আর এর ওপরে গেলে ওই সকল প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করা ঝুঁকিমুক্ত নয়।

বিকন ফার্মার আর্থিক অবস্থা বিশ্লেষণে দেখা গেছে, গত ৫২ সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ার ২০.৩০ টাকা থেকে ৪৯.৩০ টাকার মধ্যে উঠা-নামা করেছে। আর বর্তমান বাজারে শেয়ারটির দর ২৩.৫০ টাকায় অবস্থান করছে।

প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ২৩১ কোটি টাকা। আর অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। আর ১০ টাকা অভিহিত মূলের ৫০০টি শেয়ারে একটি মার্কেট লট।

গত বছর প্রতিষ্ঠানটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। আর প্রতিষ্ঠানটির রিজার্ভ ফান্ডে রয়েছে ৩৭ কোটি ৮৮ লাখ টাকা।

প্রাপ্ত সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে ২০০৭ ও ২০০৮ সালে ক্ষতিতে থাকার পর প্রতিষ্ঠানটি ২০০৯, ২০১০ ও ১১ সালে মুনাফা দেখিয়েছে। আর শেয়াপ্রতি আয় দশমিক ৫১ টাকা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ১২ দশমিক ২২ টাকা।

বি ক্যাটাগরির এ প্রতিষ্ঠানটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ২৭ দশমিক ২৭ শতাংশ শেয়ার। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮ দশমিক ৮৯ শতাংশ আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৩ দশমিক ৮৪ শতাংশ শেয়ার।

ACI Limited share 388 crores in reserve Fund

Saturday, May 05, 2012 Unknown
পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের পরিশোধিত মূলধন কিংবা অনুমোদিত মূলধনের তুলনায় রিজার্ভ ফান্ডে থাকা অর্থের পরিমাণ বেশি। তেমনি এক প্রতিষ্ঠান এসিআই লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) তালিকাভুক্ত শীর্ষ-২০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা এ প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১৯ কোটি ৮০ লাখ টাকা। আর রিজার্ভ ফান্ডে রয়েছে ৩৮৮ কোটি ৩৭ লাখ টাকা।

সাধারণ বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মতে, এ ধরনের রিজার্ভ থাকার কোনো প্রয়োজন নেই। এতে করে প্রতিষ্ঠানও কোনোভাবে লাভবান হচ্ছে না। সাধারণ বিনিয়োগকারীরাও লাভবান হচ্ছে না। বছরের পর বছর কোম্পানির লাভের টাকা সাধারণ বিনিয়োগকারীদের না দিয়ে তা দিয়ে টাকার পাহাড় গড়া হচ্ছে। এর কোনো মানে নেই।

এ বিষয়ে সাউথ ইস্ট কেপিটাল সার্ভিসেস লিমিটেডের এভিপি আলমগীর হোসেন বাংলানিউজক বলেন, ‘প্রতিটি প্রতিষ্ঠানের যে কোনো ধরনের ঝুঁকি মোকাবেলার জন্য রিজার্ভ মানি বা সম্পদ থাকা প্রয়োজন। কোম্পানির নিজের যে পরিমাণ সম্পদ বা পরিশোধিত মূলধন রয়েছে তার বেশি রিজার্ভ ফান্ডে রাখার কোনো প্রয়োজন নেই। মূলত কোনো ধরনের আইন না থাকার কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। দিনশেষে সাধারণ বিনিয়োগকারীরা কাঙ্খিত লভ্যাংশ পাচ্ছেন না।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এসিআই লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যের ৫০টি শেয়ারে একটি মার্কেট লট। গত ৫২ সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ার উঠা-নামা করেছে ১৫৮.৭০ টাকা থেকে ৩১৩ টাকার মধ্যে। সর্বশেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ২৪৪.৩০ টাকা থেকে ২৪৮.৮০ টাকার মধ্যে।

২০১০ সালে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দেখানো হয়েছে ২২৩.০৪ টাকা। আর মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দেখানো হচ্ছে ৫১২.২৯।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ প্রতিষ্ঠানটির মোট শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩২.০৬ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩১.১৮ শতাংশ। আর প্রতিষ্ঠানের উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৬.৭৬ শতাংশ শেয়ার।

১৯৯৭ সালে এসিআই লিমিটেডের একটি শেয়ারের বিপরীতে একটি অধিকার শেয়ার বা রাইট শেয়ার প্রদান করে প্রতিষ্ঠানটি।

Law to stop Hartal permanently

Friday, May 04, 2012 Unknown
জাতীয় সংসদে সবার অংশগ্রহণে হরতালকে চিরদিনের জন্য বন্ধের আইন চান দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেছেন, ‘আমরা চাইছি, সংসদে সবার অংশগ্রহণে হরতালকে চিরদিনের জন্য বন্ধের আইন পাস হোক।’
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এ কে আজাদ।
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দুই দফায় বিএনপির পাঁচ দিনের হরতালের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে হরতাল বন্ধের এই দাবি জানাল এফবিসিসিআই।
এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, বোর্ডের সদস্য ও অন্যান্য ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করে এফবিসিসিআই একটা কার্যতালিকা প্রণয়ন করবে। তাতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করার বিষয়টিও থাকতে পারে।
এ কে আজাদ বলেন, হরতালের কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দেশের বিনিয়োগকারীরাও শঙ্কিত হচ্ছেন। আর দেশীয় বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করবেন না, তখন বিদেশি বিনিয়োগও আসবে না। এতে বাংলাদেশ আরও শত বছর পিছিয়ে যাবে।
ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা সমাধান খোঁজার লক্ষ্যে গত বুধবার রাজধানীতে একটি বৈঠকে বসেন। এফবিসিসিআইয়ের সাবেক কয়েকজন সভাপতি বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এ বিষয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘গতকালের আগেও আমরা বসেছিলাম। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতিরা আমাকে ডেকেছিলেন। সবাই উদ্বিগ্ন।’
এ কে আজাদ বলেন, ‘আমাদের মতো একটি দরিদ্র দেশে এভাবে হরতাল চলতে পারে না। দেশে বেকার মানুষের সংখ্যা তিন কোটি। প্রতিবছর ২০ লাখ লোক কর্মবাজারে প্রবেশ করছে। তাই দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও জানমালের নিরাপত্তার স্বার্থে হরতালের মতো সহিংস কর্মসূচি থেকে সব রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে।’
আজাদ বলেন, বিনিয়োগ সম্ভাবনা দেখার জন্য দুটি জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। জাপান শুধু চীন থেকে ১০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। কিন্তু চীনে শ্রমের দাম বেড়ে যাওয়ায় পণ্যের ব্যয় বেড়ে গেছে। তাই জাপান চায় চীনের পাশাপাশি আরেকটি দেশে বিনিয়োগ করতে, যেখান থেকে তারা পণ্য আমদানি করবে। এ জন্যই জাপানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন। এরই মধ্যে চীনের রাষ্ট্রদূত দুবার এফবিসিসিআই সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুবারই তিনি এ দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কথা জানিয়েছেন।
এভাবে রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে জাপানিরা বাংলাদেশে বিনিয়োগ করবে কি না, তা নিয়ে সন্দেহ আছে উল্লেখ করে বলা হয়, বাংলাদেশের বিকল্প হিসেবে তারা এখন মিয়ানমারকে নিয়ে ভাবছে।
আজাদ বলেন, বোর্ডের অনেক সদস্যই হরতাল বন্ধে আদালতে যাওয়া, মৌন মিছিল করা কিংবা বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের প্রস্তাব করেছেন। রাজনৈতিক দলগুলোর কাছে ব্যবসায়ীরা কী প্রস্তাব নিয়ে যাবেন, সে বিষয়ে একটি কার্যতালিকাও তৈরি করা হবে।
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘কেউই হরতাল পছন্দ করে না। আমরা বিভিন্ন পেশার লোক যারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করব, তারা ঐক্যবদ্ধ হলে আমার বিশ্বাস, রাজনীতিবিদেরা আমাদের কথা শুনবেন।’
এ কে আজাদ আরও বলেন, ‘দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ কাম্য নয়। আমরা আমাদের সমস্যা সমাধান করব, বরং অন্য কেউ হস্তক্ষেপ করতে এলে আমরা বিরোধিতা করব। কারণ, এটি আমাদের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের বিষয়।’

Time is only 11 days

Friday, May 04, 2012 Unknown
পদ ধরে রাখার জন্য আর মাত্র ১১ কার্মদিবস সময় পাচ্ছেন পরিচালকরা। নিয়ন্ত্রক সংস্থা এসইসির নির্দেশনা অনুযায়ী আগামী ২১ মের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানির পরিচালকদের ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। ফলে সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিচালকদের কাছ থেকেও শেয়ার ধারণের প্রবণতা বেড়ে গেছে। শুধু গত আট দিনে বাজার থেকে সরাসরি এবং উপহার ও হস্তান্তর বাবদ প্রায় সাত কোটি শেয়ার লেনদেনের ঘোষণা এসেছে পরিচালকদের কাছ থেকে। তবে শেয়ার ধারণের ঘোষণা যেমন আসছে তেমনি শেষ সময়ে এসে এখনো অনেক পরিচালক নানাভাবে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। গতকালও যেমন সকালে প্রথম এক ঘণ্টায় বাজারে সূচক ও লেনদেন যখন ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই নতুন করে শেয়ার ধারণের বাধ্যবাধকতার বিরুদ্ধে হাইকোর্টে নতুন করে রিট হচ্ছে বলে গুজব ছড়ানো হয়।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, এসইসি পরিচালকদের ২ শতাংশ শেয়ার ধরে রাখার বাধ্যবাধকতা জারির পর গত বুধবার পর্যন্ত ৩২২ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পরিচালকের কাছ থেকে সরাসরি বাজার থেকে ২১ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৫৫৯টি শেয়ার কেনার ঘোষণা এসেছে। ইতিমধ্যে অনেক পরিচালক তাঁদের শেয়ার কেনা সম্পন্ন করেছেন। একই সময়ে ৭৩ পরিচালক আরো ১৭ কোটি ৮২ লাখ ৮২ হাজার ২৫৮টি শেয়ার উপহার ও হস্তান্তর হিসেবে গ্রহণ করেছেন। সব মিলিয়ে পদ ধরে রাখার জন্য পরিচালকরা এ পর্যন্ত ৩৯ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৮১৭টি শেয়ার লেনদেন করেছেন।
প্রসঙ্গত, গত বছরের ২২ নভেম্বর এসইসি সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং ব্যক্তিগতভাবে পরিচালকদের ২ শতাংশ শেয়ার ধরে রাখার বাধ্যবাধকতা জারি করে। এ সময়ের মধ্যে শর্তপূরণের জন্য তালিকাভুক্ত ২৩২ কম্পানির এক হাজার ৩২৫ পরিচালককে প্রায় দুই শ কোটি শেয়ার কিনতে হবে। এই জন্য ২১ মে পর্যন্ত তাঁদের মাত্র ১১টি কার্যদিবস হাতে পাচ্ছেন। এই সময়ে শেয়ার কিনে শর্তপূরণ করতে হলে পরিচালকদের কাছ থেকে প্রতিদিন প্রায় সাড়ে ১৪ কোটি শেয়ার কেনার ঘোষণা আসতে হবে, জানালেন পুঁজিবাজার বিশ্লেষকরা।
এদিকে, সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শেয়ার ধারণের ঘোষণা বেড়ে যাওয়াকে বাজার বিশ্লেষকরা ইতিবাচক হিসেবে দেখলেও সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে লেনদেন কমে যাওয়ায় কিছুটা হতাশা ব্যক্ত করেছেন তাঁরা। এ জন্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া আদালতে রিট করে শেয়ার ধারণের সময়সীমা বাড়ানোর যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ভেস্তে যাওয়ায় অনেক পরিচালক গুজবের মাধ্যমে বাজারে কৃত্রিম ধস নামানোর ব্যাপারে সচেষ্ট রয়েছেন। বাজার একটু ভালো হতে থাকলেই শেয়ার ধারণ নিয়ে এসইসিকে জড়িয়ে হাউসগুলোয় নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে জানা গেছে।
তবে গত আট কার্যদিবসে যে হারে শেয়ার কেনার ঘোষণা এসেছে, তাতে বাজার আবারও ঘুরে দাঁড়াবে বলে জানালেন পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেকেই। এই আট দিনে পরিচালকদের কাছ থেকে যে সাত কোটি শেয়ার লেনদেনের ঘোষণা এসেছে, তার মধ্যে সরাসরি বাজার থেকে চলতি দরে কেনা হবে চার কোটি ২২ লাখ ৬৮ হাজার ৪৭০টি শেয়ার। এর মধ্যে গতকাল সিটি ব্যাংকের প্রাতিষ্ঠানিক পরিচালক এ-১ পলিমার লিমিটেড ৫৮ লাখ ৯ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন, যা পরিচালকদের কাছ থেকে আসা এখন পর্যন্ত সর্বোচ্চ শেয়ার কেনার ঘোষণা। নিয়ম অনুযায়ী, শেয়ার কেনার জন্য ঘোষণার দিন থেকে ৩০ কার্যদিবস সময় পেলেও পদ ধরে রাখার জন্য কোটা পূরণে পরিচালকদের ২১ মে অর্থাৎ পরবর্তী ১১ কার্যদিবসের মধ্যেই শেয়ার কেনা সম্পন্ন করতে হবে। যাঁরা এ সময়ের মধ্যে শেয়ার কিনে ২ শতাংশ শেয়ার হাতে রাখার কোটা পূরণ করতে ব্যর্থ হবেন, তাঁদের নিয়ম অনুযায়ী পরিচালক পদ হারাতে হবে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক ড. সালেহ জহুর কালের কণ্ঠকে বলেন, 'এখন থেকে যে পরিচালকই শেয়ার কেনার ঘোষণা দেবেন, তাঁদের এসইসি নির্ধারিত ২১ মের মধ্যেই কোটা পূরণ করতে হবে। ফলে খুব স্বাভাবিকভাবে আগামী কিছুদিন বাজারে পরিচালকদের অংশগ্রহণ বেড়ে যাবে। এতে বাজারের স্বাভাবিক গতিও ফিরে আসবে বলে মনে হচ্ছে।'
অবশ্য এ জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে কঠোর হতে হবে বলে তিনি মনে করেন। ড. সালেহ জহুর বলেন, 'শেয়ার না কেনার জন্য এখনো নানাভাবে অনেক পরিচালক ছলচাতুরী করার চেষ্টা করছেন। এ ব্যাপারে এসইসি ও সংশ্লিষ্টদের সার্বক্ষণিক মনিটরিং করতে হবে। এ ছাড়া পরিচালকরা আগে যেভাবে এসইসিকে না জানিয়ে হাতে থাকা শেয়ার বিক্রি করে দিয়েছিলেন, ভবিষ্যতে যাতে সেভাবে আর কোনো অনিয়ম করতে না পারেন, সে জন্য নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হতে হবে।'

Another rite against SEC

Friday, May 04, 2012 Unknown
পুঁজিবাজারের তালিকাভুক্ত কম্পানির উদ্যোক্তা পরিচালকদের এককভাবে কমপক্ষে ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণসংক্রান্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরেকটি রিট হয়েছে। গতকাল বৃহস্পতিবার পিপলস ইনস্যুরেন্স কম্পানির পরিচালক আবুল বাশার বাদী হয়ে রিটটি করেন। ৭ মে বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি শেখ হাসান আরিফের ডিভিশন বেঞ্চে এটি শুনানির কথা রয়েছে।
এদিকে গত ৮ এপ্রিল এ-সংক্রান্ত হাইকোর্টের জারি করা রুলের জবাব দাখিল করা হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার এসইসি এবং দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এ জবাব সেকশনে দাখিল করা হয়েছে। এসইসির পক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল কালের কণ্ঠকে জানান, রুলের জবাব সেকশনে দাখিল করা হয়েছে। ৭ মে এ রুলের শুনানি হবে। নতুন করে দাখিল করা আরেকটি রিটের জবাবও একই সঙ্গে শুনানি হবে বলে তিনি জানান।
গতকাল দায়ের করা রিটকারি আবুল বাশারের আইনজীবী তানজিদা মিলা জানান, পরিচালকদের শেয়ার ধারণসংক্রান্ত গত ২২ নভেম্বর এসইসির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে তা স্থগিত চাওয়া হয়েছে। সেই সঙ্গে ওই সিদ্ধান্ত বাতিলেরও আবেদন জানানো হয়েছে। রিটে অর্থসচিব, বাণিজ্যসচিব, এসইসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জয়েন্ট স্টক কম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্টার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে বিবাদী করা হয়েছে। বাদীর আরেক কেঁৗসুলি শফিকুর রহমান বলেন, তালিকাভুক্ত কম্পানিগুলোর পরিচালকদের ওই কম্পানিতে ২ শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক করে ২০১১ সালের ২২ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে এসইসি। অন্যথায় ছয় মাসের মধ্যে তাঁদের পরিচালক পদ শূন্য হয়ে যাবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এটি কোনো বিধান হতে পারে না। এসইসি এভাবে পরিচালক পদে থাকার জন্য শেয়ার থাকার শর্ত জুড়ে দিতে পারে না। কে পরিচালক থাকবেন আর কে থাকবেন না, তা নির্ধারিত হয় কম্পানি অ্যাক্ট, ব্যাংক কম্পানি অ্যাক্ট অনুযায়ী। তিনি বলেন, রুলসের সেকশন ২ এর গ (গ) এ পরিচালকদের এককভাবে কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণের কোনো নির্দেশনা নেই। বিধিবহির্ভূতভাবে গৃহীত এ সিদ্ধান্ত কার্যকর হলে দেশের পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়বে। শেয়ারের দাম আকস্মিকভাবে কমে কিংবা বেড়ে যেতে পারে। রিটকারীর পক্ষে ড. এম জহির শুনানিতে অংশ নেবেন বলে জানা গেছে।
এর আগে একই বিষয়ে রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি শেখ হাসান আরিফের ডিভিশন বেঞ্চ এসইসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চার সপ্তাহের রুল জারি করে।

UCB announced capital

Friday, May 04, 2012 Unknown
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঘোষিত মূলধনের পরিমাণ ৮০০ কোটি টাকা থেকে বেড়ে দেড় হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০১১ সালের জন্য ১৫ শতাংশ স্টক এবং ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন হওয়ায় ঘোষিত মূলধনে এ পরিবর্তন হয়।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী।
চেয়ারম্যান তাঁর বক্তব্যে গত বছরের অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ইউসিবি আশানুরূপ সাফল্য অর্জনে সমর্থ হয়েছে বলে জানান। তিনি পরিচালন মুনাফা, ঋণ, জামানত প্রভৃতি ক্ষেত্রে ইউসিবির প্রবৃদ্ধি অর্জনের কথা জানিয়ে আরো বলেন, একটি লাভজনক আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশবান্ধব গ্রিন ব্যাংকিংয়ে ইউসিবি আন্তরিক অনুশীলন করছে।
এজিএমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান, ইসি চেয়ারম্যান, অডিট কমিটির চেয়ারম্যান ছাড়াও পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও কম্পানির সচিব উপস্থিত ছিলেন।

New Index within four months

Friday, May 04, 2012 Unknown
আগামী চার মাসের মধ্যে নতুন সূচক চালু করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সূচক প্রবর্তনকারী কনসালটেন্সি প্রতিষ্ঠান এস এন পিকে এ কাজের জন্য সম্পতিপত্র দিয়েছে ডিএসই। গতকাল বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পরিষদ এস এন পিকে এ সম্মতিপত্র দেয়। এর আগে ডিএসই কর্তৃপক্ষের সামনে সূচক গণনাপদ্ধতিসংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করে এস এন পি। এরপর দুই পক্ষ বৈঠকে মিলিত হয়।
বৈঠক শেষে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশীদ লালী সাংবাদিকদের জানান, বর্তমানে যেভাবে সূচক গণনা করা হচ্ছে, তা আগামী এক মাস পর্যন্ত পর্যবেক্ষণ করবে কনসালটেন্সি ফার্মের বিশেষজ্ঞরা। পরবর্তী সময়ে পুরনো পদ্ধতি বহাল রেখেই নতুন সূচক চালু করা হবে। নতুন পদ্ধতি সবার বোধগম্য হওয়ার পর পুরনো পদ্ধতি বাতিল করে দেওয়া হবে।
তিনি বলেন, এস এন পির ম্যাথেডোলজি পাওয়ার পর আমরা তা নিয়ন্ত্রক সংস্থা এসইসির কাছে পাঠাব। এসইসির অনুমোদনের পর নতুন সূচক চালু করা হবে। তিনি আরো বলেন, ডিএসই দীর্ঘদিন ধরে সূচক নিয়ে কাজ করছে। এর আগে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ডিএসইকে একটা গাইড লাইন দিয়েছে। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। নতুন সূচক চালু করতে চার মাস লাগতে পারে বলে জানান তিনি।
এস এন পির প্রতিনিধি কোয়েল ঘোষ বলেন, সূচক সংস্কারের বিষয়ে আমরা উভয় পক্ষ একমত হয়েছি। ডিএসইতে নুতন সূচক চালু হলে দেশের পুঁজিবাজার আরো সমৃদ্ধ হবে। সব মিলিয়ে নতুন সূচক চালু করতে তিন-চার মাস লাগতে পারে।
ডিএসই সূত্রে জানা গেছে, এ লক্ষ্যে ডিএসইর কাছে গত পাঁচ বছরের সূচক ও লেনদেনের যাবতীয় তথ্য চেয়েছে এস এন পি। এসব তথ্যের ভিত্তিতে নতুন কর্মপদ্ধতি নির্ধারণ করবে কনসালটেন্সি প্রতিষ্ঠান এস এন পি।

Opportunity to whitenong black money in share market will be continued

Friday, May 04, 2012 Unknown
কালোটাকা সাদা করাসহ শেয়ারবাজারে বিদ্যমান সব ধরনের প্রণোদনা অব্যাহত রাখবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় গতকাল বুধবার এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ এ আভাস দেন। তিনি বলেন, শেয়ারবাজারের জন্য আগের সব সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না নন, সেদিকে নজর দেওয়া হবে।
শেয়ারবাজারে কালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন আরও জানান, এ-সংক্রান্ত সব সুবিধা অব্যাহত থাকবে। এখন যা আছে তাই থাকবে। সরকার শেয়ারবাজারবান্ধব।
ডিএসইর সভাপতি রকিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এনবিআরের সঙ্গে গতকাল প্রাক-বাজেট আলোচনা করে। ডিএসইর ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশিদ লালী বাজেট প্রস্তাবগুলো উত্থাপন করেন। এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনায় এনবিআরের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড, বন্ড অথবা সিকিউরিটিজ লেনদেনের ওপর এখন দশমিক ০৫ শতাংশ হারে কর কর্তন করা হয়। আগামী বাজেটে এই হার দশমিক ০১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে ডিএসই।
কোম্পানি ছাড়া ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের লভ্যাংশের ওপর ২৫ হাজার টাকা পর্যন্ত আয়কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব রয়েছে ডিএসইর। তবে আবাসী ও অনাবাসী বাংলাদেশিদের লভ্যাংশের অগ্রিম আয়কর কর্তনকে চূড়ান্ত করদায় বলে বিবেচনা করার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কর কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এই হার সাড়ে ৪২ শতাংশ। আবার শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে তা সাড়ে ৩২ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
রাজস্বসংক্রান্ত মামলা নিষ্পত্তিতে পৃথক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ দিয়েছে ডিএসই। ভারতেও এ ধরনের ট্রাইব্যুনাল রয়েছে। এ ছাড়া আপিল করার জন্য দাবি করা রাজস্বের একাংশ জমা দেওয়ার বিধান প্রত্যাহারের প্রস্তাব করেছে ডিএসই।

Phonix Insurance cash dividend

Friday, May 04, 2012 Unknown
ফনিক্স ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১৫ শতাংশ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে দেড় টাকা) নগদ লভ্যাংশ এবং পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ট বা বোনাস শেয়ার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জুন সকাল সাড়ে ১১টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৭ মে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির কর পরবর্তী লভ্যাংশ ১০ কোটি টাকারও বেশি, শেয়ারপ্রতি আয় ৩.২৭ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ২৫.৪০ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ০.৫৮ টাকা। ডিএসই ওয়েবসাইট অবলম্বনে।

Trading of four company will be stoped yesterday

Wednesday, May 02, 2012 Unknown

তালিকাভুক্ত চার কোম্পানির লেনদেন রেকর্ড ডেটের কারণে আগামীকাল বন্ধ থাকবে। কোম্পানি চারটি হচ্ছে— আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল)। লভ্যাংশ ঘোষণার পরিপ্রেক্ষিতে এ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। যমুনা ব্যাংক: ২০১১ সালের জন্য ২৩ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। আগামী ২৩ মে সকাল ১০টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ২০১১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ১৩৫ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৭১ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২০ টাকা ২ পয়সা। এদিকে গতকাল ডিএসইতে এ শেয়ারের দর ১ দশমিক ৬৬ শতাংশ বা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩০ টাকা ৭০ পয়সায়। দিনশেষে এ শেয়ারের সর্বশেষ দর হয় ৩০ টাকা ৯০ পয়সা। আল-আরাফাহ্ ব্যাংক: পরিচালনা পর্ষদ ২০১১ সালের জন্য ২১ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। আগামী ২০ মে বেলা ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৭৩ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৬ টাকা ৬৯ পয়সা। এদিকে গতকাল ডিএসইতে এ শেয়ারের দর বেড়েছে ৩ দশমিক ৭৯ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা। দিনশেষে এ শেয়ারের দর হয় ৩২ টাকা ৭০ পয়সা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: বীমা খাতের এ কোম্পানিটি ২০১১ সালের জন্য ৫০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে। আগামী ১৫ মে কারওয়ান বাজারের এনএলআই টাওয়ারে বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল এ শেয়ারের দর বেড়েছে ৩ দশমিক ৪৭ শতাংশ বা ১২ টাকা ২০ পয়সা। দিনশেষে এ শেয়ারের দর হয় ৩৬১ টাকা ৯০ পয়সা। পিপলস লিজিং: পরিচালনা পর্ষদ ২০১১ সালের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। আগামী ২৬ জুন বেলা ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ২০১১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ২ টাকা ৭৬ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২০ টাকা ৪৪ পয়সা। এদিকে গতকাল এ শেয়ারের দর বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা।   ::::  

First Half an Hour in DSE after Mayday

Wednesday, May 02, 2012 Unknown

মহান মে দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকার পর আজ বুধবার দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। সূচক বাড়ার ফলে আধা ঘণ্টা শেষে উভয় বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই বাজার সূচকের উর্ধ্বমুখিতা পরিলক্ষিত হচ্ছে। তবে লেনদেনে কিছুটা ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ লেনদেন শুরুর ৩০ মিনিটের মাথায় অর্থ্যাত্ বেলা সাড়ে এগারটায় ডিএসই’র সাধারণ সূচক ১২৫ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২শ’ ২৪ দশমিক ৩৮ পয়েন্টে উন্নীত হয়। আজ লেনদেনের শুরু থেকেই বাজারে সূচকের তীর উর্ধ্বমুখী হতে থাকে , যা এখনও অব্যাহত রয়েছে। বেলা ১১টা ২০ মিনিটে সাধারণ মূল্যসূচক ১১৫ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২শ’ ১৪ দশমিক ১৪ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ডিএসই’তে লেনদেন হয়েছে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ডিবেঞ্চার। এদের মধ্যে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৯০ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার টাকা। শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি হয়েছে ১ কোটি ২২ লাখ ৩৪ হাজার ৬৯০টি। এই সময়ের মধ্যে ডিএসইর লেনদেনের শীর্ষ দশে রয়েছে যমুনা অয়েল, লঙ্কাবাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট , গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ও জিপিএইচ ইস্পাত। অন্যদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতেও সূচকের উর্ধ্বমুখিতায় লেনদেন শুরু হয়েছে। সিএসই’তে বেলা ১১ টা ৩৫ মিনিটে সাধারণ সূচক ২০৮ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯শ’ ২১ দশমিক ৪৪ পয়েন্টে গিয়ে পৌছেছে। এ সময় পর্যন্ত সিএসই’তে লেনদেন হয়েছে মোট ১১০টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৮৬২ টাকা। হাতবদল হওয়া শেয়ারের পরিমাণ ১২ লাখ ৯২ হাজার ৪৫৫টি। এই সময়ের মধ্যে সিএসই’তে লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানি হলো- জিপিএইচ ইস্পাত, বেক্সিমকো, লঙ্কা বাংলা ফিন্যান্স, আরএন স্পিনিং ও বেক্সিমকো ফার্মা।    ::::  

All News on May 2, 2012

Wednesday, May 02, 2012 Unknown
Symbol:GLAXOSMITH
News:(Q1): As per un-audited quarterly accounts for the 1st quarter ended on 31st March 2012 (Jan'12 to Mar'12), the Company has reported net profit after tax of Tk. 159.29 million with EPS of Tk. 13.22 as against Tk. 159.85 million and Tk. 13.27 respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:SONALIANSH
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 4.87 million with EPS of Tk. 1.79 as against Tk. 3.81 million and Tk. 1.41 respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 12.36 million with EPS of Tk. 4.56 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 10.22 million and Tk. 3.77 respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:SAMATALETH
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit/(loss) after tax of Tk. 1.45 million with EPS of Tk. 0.141 as against Tk. (0.16) million and Tk. (0.015) respectively for the same period of the previous year. Whereas net profit/(loss) after tax was Tk. 0.59 million with EPS of Tk. 0.057 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. (0.27) million and Tk. (0.026) respectively for the same period of the previous year. Accumulated profit/(loss) of the Company was Tk. (85.04) million as on 31.03.12.
Expire Date:2012-05-02

Symbol:NCCBANK
News:Mr. Yakub Ali, one of the Directors of the Company, has expressed his intention to buy 34,35,000 shares in addition to his current holding of 93,00,166 shares of the Company at prevailing market price through Stock Exchange within 21st May, 2012 in compliance with SEC Notification dated November 22, 2011.
Expire Date:2012-05-02

Symbol:CITYGENINS
News:Wazeefa Acrylic Spinning Mills Ltd., one of the Corporate Sponsors/Directors of the Company, has reported its intention to buy 2,50,690 shares in addition to its current holding of 6,99,600 shares of the Company at prevailing market price through Stock Exchange within 21st May, 2012 in compliance with SEC Notification dated November 22, 2011.
Expire Date:2012-05-02

Symbol:APEXADELFT
News:(Q1): As per un-audited quarterly accounts for the 1st quarter ended on 31st March 2012 (Jan'12 to Mar'12), the Company has reported profit after tax of Tk. 30.59 million with EPS of Tk. 2.72 as against Tk. 29.69 million and Tk. 2.64 respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:CONFIDCEM
News:(Q1): As per un-audited quarterly accounts for the 1st quarter ended on 31st March 2012 (Jan'12 to Mar'12), the Company has reported profit after tax of Tk. 94.45 million with basic EPS of Tk. 2.52 as against Tk. 81.01 million and Tk. 2.16 (restated) respectively for the same period of the previous year. However, considering proposed bonus share @ 20% for the year 2011, restated basic EPS will be Tk. 2.10 as on 31.03.12 and Tk. 1.80 as on 31.03.11.
Expire Date:2012-05-02

Symbol:DSE NEWS
News:The 90th Edition (April 16-30, 2012) of 'Fortnightly Capital Market' has been published. Investors and any other interested person may collect copies of the same from DSE Reception or DSE Sales Center at 9/F and 9/E (7th Floor), Motijheel C/A, Dhaka-1000 respectively. Mob: 01713-425810, Ph: 9564601, 7175705-9 Ext-106,188, 249. This book is also available at DSE Chittagong Office at Shafi Bhaban (2nd Floor), Agrabad C/A, Chittagong, Phone & Fax: +88-031-2514100, Sylhet Office at RN Tower (5th & 6th Floor), Chowhatta, Sylhet-3100, Phone & Fax: +88-0821-2830975, Khulna Office at City Trade Centre (2nd Floor), 75 KDA Avenue, Khulna, Phone & Fax: +88-041-811600, Rajshahi Office: Phone: 0721-775298.
Expire Date:2012-05-02

Symbol:ACTIVEFINE
News:(Q1): As per un-audited quarterly accounts for the 1st quarter ended on 31st March 2012 (Jan'12 to Mar'12), the Company has reported net profit after tax of Tk. 47.70 million with basic EPS of Tk. 1.04 (which was Tk. 0.61 without considering gain on disposal of land of Tk. 19.47 million) as against Tk. 26.62 million and Tk. 0.58 respectively for the same period of the previous year. However, considering proposed bonus share @ 20% for the year 2011, restated basic EPS will be Tk. 0.86 (which will be Tk. 0.51 without considering gain on disposal of land) as on 31.03.12 and Tk. 0.48 as on 31.03.11.
Expire Date:2012-05-02

Symbol:APEXTANRY
News:(continuation of news of APEXTANRY -Q3 ): Whereas net profit after tax was Tk. 61.91 million with EPS of Tk. 4.06 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 72.27 million and Tk. 4.74 respectively for the same period of the previous year. Non operating income was Tk. 50.66 million for the period from July'11 to March'12 which was Tk. 55.66 million for the period from July'10 to March'11. (end)
Expire Date:2012-05-02

Symbol:APEXTANRY
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 9.30 million with EPS of Tk. 0.61 as against Tk. 10.53 million and Tk. 0.69 respectively for the same period of the previous year. Non operating income was Tk. 13.22 million for the period from Jan'12 to March'12 which was Tk. 15.98 million for the period from Jan'11 to March'11. (cont.)
Expire Date:2012-05-02

Symbol:MONNOCERA
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 1.09 million with EPS of Tk. 0.045 as against Tk. 8.56 million and Tk. 0.42 (restated) respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 16.30 million with EPS of Tk. 0.68 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 21.76 million and Tk. 1.07 (restated) respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:DACCADYE
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 33.10 million with EPS of Tk. 0.57 as against Tk. 14.22 million and Tk. 0.24 respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 127.78 million with EPS of Tk. 2.19 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 91.77 million and Tk. 1.57 respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:BDFINANCE
News:Rahim Traders, one of the Corporate Sponsors of the Company, has expressed its intention to sell its entire holdings of 7,83,728 shares of the Company at prevailing market price through Stock Exchange within next 30 working days.
Expire Date:2012-05-02

Symbol:BDFINANCE
News:Mr. Md. Yousuf Khan, one of the Sponsors of the Company, has expressed his intention to sell 2,85,260 shares out of his total holding of 15,81,900 shares of the Company at prevailing market price through Stock Exchange within next 30 working days.
Expire Date:2012-05-02

Symbol:SOUTHEASTB
News:Mr. Md. Akikur Rahman, one of the Sponsors/Directors of the Company, has expressed his intention to buy 4,80,000 shares in addition to his current holding of 92,12,221 shares of the Company at prevailing market price through Stock Exchange within 21st May, 2012 in compliance with SEC Notification dated November 22, 2011.
Expire Date:2012-05-02

Symbol:AGNISYSL
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax (excluding preference dividend) of Tk. 18.88 million with EPS of Tk. 0.44 as against Tk. 16.54 million and Tk. 0.50 (restated) respectively for the same period of the previous year. Whereas net profit after tax (excluding preference dividend) was Tk. 38.93 million with EPS of Tk. 0.91 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 32.97 million and Tk. 1.00 (restated) respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:CITYBANK
News:Mr. Rajibul Huq Chowdhury, one of the Directors of the Company, has expressed his intention to buy 6,50,000 shares in addition to his current holding of 35,00,020 shares of the Company at prevailing market price through Stock Exchange within 21st May, 2012 in compliance with SEC Notification dated November 22, 2011.
Expire Date:2012-05-02

Symbol:RDFOOD
News:(Q1): As per un-audited quarterly accounts for the 1st quarter ended on 31st March 2012 (Jan'12 to Mar'12), the Company has reported net profit after tax of Tk. 14.66 million with basic EPS of Tk. 0.37 as against Tk. 9.08 million and Tk. 0.38 respectively for the same period of the previous year. However, considering proposed bonus share @ 12% for the year 2011, restated basic EPS will be Tk. 0.33 as on 31.03.12 and Tk. 0.32 as on 31.03.11.
Expire Date:2012-05-02

Symbol:PHARMAID
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 4.84 million with EPS of Tk. 1.55 as against Tk. 4.10 million and Tk. 1.32 respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 12.44 million with EPS of Tk. 3.99 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 9.46 million and Tk. 3.03 respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:AL-HAJTEX
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 6.90 million with EPS of Tk. 0.75 as against Tk. 8.51 million and Tk. 0.92 (restated) respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 2.43 million with EPS of Tk. 0.26 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 24.41 million and Tk. 2.64 (restated) respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:FUWANGFOOD
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 16.83 million with EPS of Tk. 0.31 as against Tk. 22.59 million and Tk. 0.68 (restated) respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 69.21 million with EPS of Tk. 1.30 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 66.80 million and Tk. 2.01 (restated) respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:BEDL
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 54.21 million with EPS of Tk. 0.53 as against Tk. 37.98 million and Tk. 0.46 (restated) respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 165.25 million with EPS of Tk. 1.60 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 119.67 million and Tk. 1.44 (restated) respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:ORIONINFU
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 15.96 million with EPS of Tk. 0.78 as against Tk. 7.19 million and Tk. 0.35 respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 31.10 million with EPS of Tk. 1.53 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 28.84 million and Tk. 1.42 respectively for the same period of the previous year. Accumulated profit/(loss) of the Company was Tk. (178.24) million as on 31.03.12.
Expire Date:2012-05-02

Symbol:HAKKANIPUL
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 4.12 million with EPS of Tk. 0.22 as against Tk. 5.71 million and Tk. 0.30 respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 11.61 million with EPS of Tk. 0.61 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 17.03 million and Tk. 0.90 respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:BANGAS
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 0.51 million with EPS of Tk. 0.34 as against Tk. 0.40 million and Tk. 0.27 respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 3.01 million with EPS of Tk. 2.03 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 1.32 million and Tk. 0.89 respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:TALLUSPIN
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 14.29 million with EPS of Tk. 0.67 as against Tk. 2.11 million and Tk. 0.10 respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 39.99 million with EPS of Tk. 1.87 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 8.11 million and Tk. 0.38 respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:TRUSTBANK
News:The Company has further informed that due to unavoidable circumstances, the 13th AGM of the Company will now be held on June 06, 2012 instead of June 07, 2012. Time, Venue and other information of the AGM will remain unchanged.
Expire Date:2012-05-02

Symbol:APEXTANRY
News:The Company has informed that the Board of Directors of the Company has decided to purchase a land measuring 18 decimals next to ATL unit-1 at Hazaribag Tannery Area, Dhaka-1209 at a total cost of Tk. 2.05 crore only (excluding registration fees, Tax, VAT and other related charges).
Expire Date:2012-05-02

Symbol:OLYMPIC
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 131.49 million with EPS of Tk. 2.52 as against Tk. 53.94 million and Tk. 1.03 respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 297.97 million with EPS of Tk. 5.70 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 194.51 million and Tk. 3.72 respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:ANWARGALV
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 0.31 million with EPS of Tk. 0.02 as against Tk. 1.57 million and Tk. 0.12 (restated) respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 0.88 million with EPS of Tk. 0.07 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 6.82 million and Tk. 0.52 (restated) respectively for the same period of the previous year. Accumulated profit/(loss) of the Company was Tk. (58.66) million as on 31.03.12.
Expire Date:2012-05-02

Symbol:QSMDRYCELL
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported net profit after tax of Tk. 9.55 million with EPS of Tk. 0.35 as against Tk. 12.80 million and Tk. 0.46 (restated) respectively for the same period of the previous year. Whereas net profit after tax was Tk. 30.31 million with EPS of Tk. 1.10 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 41.56 million and Tk. 1.50 (restated) respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:CVOPRL
News:(Q3): As per un-audited quarterly accounts for the 3rd quarter ended on 31st March 2012 (Jan'12 to March'12), the Company has reported profit after tax of Tk. 6.55 million with EPS of Tk. 0.44 as against Tk. 31.66 million and Tk. 2.11 respectively for the same period of the previous year. Whereas profit after tax was Tk. 73.01 million with EPS of Tk. 4.87 for the period of nine months (July'11 to March'12) ended on 31.03.2012 as against Tk. 78.77 million and Tk. 5.25 respectively for the same period of the previous year.
Expire Date:2012-05-02

Symbol:AMBEEPHA
News:There will be no price limit on the trading of the shares of the Company today (02.05.2012) following its corporate declaration.
Expire Date:2012-05-02

Symbol:AMBEEPHA
News:The Board of Directors has recommended cash dividend @ 30% (i.e. Tk. 3.00 per share of Tk. 10.00 each) for the year ended on December 31, 2011. Date of AGM: 14.06.2012, Time: 10:00 AM, Venue: House No. 1, Road No. 71, Gulshan Avenue-2, Dhaka-1212. Record date: 14.05.2012. The Company has also reported EPS of Tk. 3.81, NAV per share of Tk. 25.21 and NOCFPS of Tk. 13.02 for the year ended on December 31, 2011.
Expire Date:2012-05-02

Symbol:GOLDENSON
News:There will be no price limit on the trading of the shares of the Company today (02.05.2012) following its corporate declaration.
Expire Date:2012-05-02

Symbol:GOLDENSON
News:The Board of Directors has recommended cash dividend @ 16% (i.e. Tk. 1.60 per share of Tk. 10.00 each) for the year ended on December 31, 2011. Date of AGM: 23.06.2012, Time: 12:00 noon. Venue: Chittagong Club Ltd., S S Khaled Road, Chottagong. Record date: 14.05.2012. The Company has also reported EPS of Tk. 3.86, NAV per share of Tk. 30.34 and NOCFPS of Tk. 0.76 for the year ended on December 31, 2011.
Expire Date:2012-05-02

Symbol:PROVATIINS
News:There will be no price limit on the trading of the shares of the Company today (02.05.2012) following its corporate declaration.
Expire Date:2012-05-02

Symbol:PROVATIINS
News:The Board of Directors has recommended stock dividend @ 12% for the year ended on December 31, 2011. Date of AGM: 28.06.2012, Time: 10:30 AM, Venue: Trust Milonayatan, 545, Old Airport Road, Dhaka Cantonment (Shaheed Jahangir Gate), Dhaka. Record date: 14.05.2012. The Company has also reported EPS of Tk. 1.63, NAV per share of Tk. 15.75 and NOCFPS of Tk. 1.63 for the year ended on December 31, 2011.
Expire Date:2012-05-02

Symbol:FEDERALINS
News:There will be no price limit on the trading of the shares of the Company today (02.05.2012) following its corporate declaration.
Expire Date:2012-05-02

Symbol:FEDERALINS
News:The Board of Directors has recommended stock dividend @ 10% for the year ended on December 31, 2011. Date of AGM: 09.07.2012, Time: 11:00 AM, Venue: Multipurpose Hall, IDEB Bhaban, 160/A Kakrail, Dhaka. Record Date: 21.05.2012. The Company has also reported EPS of Tk. 1.03, NAV per share of Tk. 12.18 and NOCFPS of Tk. (0.19) for the year ended on December 31, 2011.
Expire Date:2012-05-02

Symbol:DSE NEWS
News:Good morning hon'ble Investors; make your investment decision based on company fundamentals, technical analysis, price level, disclosed information; and avoid rumor based speculations.
Expire Date:2012-05-02

Symbol:SEC NEWS
News:(Repeat): Investors are requested to consider the following facts at the time of making investment decision in the Capital Market: 1. Without acquiring proper knowledge, information and experience regarding different aspects and matters of Capital Market, one should not invest in the Capital Market. 2. The gain or loss, whichever comes from the investment, it belongs to you. So, well-thought of investment decision based on knowledge and fundamentals of the securities may be real assistance to you. 3. Don't pay any heed to rumors at the time of trading shares; it may cause loss to you. Even spreading rumor is legally prohibited. (Ref.: SEC letter no. SEC/SRMIC/2010/726 dated November 23, 2010).
Expire Date:2012-05-02

Blog Archive