(১৫০২) ইচ্ছে হয় এমন কিছু করি, যেন আমার ফাঁসি হয়

Monday, June 06, 2011 Unknown
শেয়ারবাজার :::: প্রেমিকের ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর (প্রেমিকের) তিন বছরের শিশু কন্যাকে হত্যার চেষ্টা করেছেন এক তরুণী আজ সোমবার সকালে রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডে ঘটনা ঘটে আহত শিশু তাসকিয়া মুনতাহা লাবণ্যকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটির গলায় ১৭টি সেলাই দেওয়া হয়েছে
অভিযুক্ত বিলকিস খাতুন নাদিয়া (২৫) গ্রেপ্তার হয়েছেন নাদিয়ার দাবি, শিশুটির বাবা আবদুল মতিনের সঙ্গে তাঁর দুই বছর ধরে সম্পর্ক মতিন যে বিবাহিত, তা তিনি জানতেন না জানার পর রাগে-ক্ষোভে শিশুটিকে হত্যার চেষ্টা করেন নাদিয়া তবে মতিন সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন
মতিন লালমাটিয়ার একটি ফার্মাসিউটিক্যালসের সহকারী ব্যবস্থাপক আর বিলকিস ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নার্স
জানা যায়, ক্রিসেন্ট রোডের একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বাস করেন মতিন আজ সকালে তিনি বের হয়ে যাওয়ার পর ওই বাসায় যান নাদিয়া সময় বাসায় ছিলেন মতিনের ছোট ভাই আজাদ, গৃহকর্মী লায়লা মতিনের তিন বছরের মেয়ে এক বছরের ছেলে
ঘটনার প্রত্যক্ষদর্শী লায়লা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে এক মহিলা ওই বাসায় এসে নিজেকে মতিনের সহকর্মী পরিচয় দেন লায়লা তাঁকে ড্রইংরুমে বসতে দেয় সময় লাবণ্য খেলতে খেলতে ড্রয়িংরুমে আসে ওই মহিলা লাবণ্যকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে মতিনের শয়নকক্ষে যান লায়লাও সঙ্গে ছিল তখন লায়লার কাছে এক গ্লাস পানি চান নাদিয়া রান্নাঘর থেকে পানি নিয়ে ঘরে এসে লায়লা দেখে, ওই মহিলা লাবণ্যর ওপর চেপে বসে গলা কাটার চেষ্টা করছেন লায়লা চিৎকার করলে বাথরুমে থাকা আজাদ (মতিনের ভাই) এসে নাদিয়াকে ধরে ফেলেন শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়
কলাবাগান থানা হেফাজতে নাদিয়া প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালে কাজ করেন ওই হাসপাতালের নিচে একটি দোকানে মোবাইল ফোনে ফ্লেক্সিলোড করতেন তিনি দুই বছর আগে ওই দোকান থেকে নম্বর সংগ্রহ করে তাঁকে ফোন করা শুরু করেন মতিন কিছু দিনের মধ্যে তাঁদের মধ্যে ভাব হয় তিন-চার মাস আগে তাঁরা কক্সবাজার বেড়াতে যান স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে থাকেন কক্সবাজার থেকে ফিরে নাদিয়া জানতে পারেন, মতিন বিবাহিত গতকাল রোববার মতিন নাদিয়াকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি তাঁকে বিয়ে করবেন না
নাদিয়া বলেন, ‘ ঘটনার পর আমার ইচ্ছে হয় এমন কিছু করি, যেন আমার ফাঁসি হয় কারণ সে আমার জীবন নষ্ট করেছে আমি মতিনের স্ত্রী আর দুই সন্তানকে হত্যার পরিকল্পনা করি।’ মতিনের বাসায় তিনি এর আগে গিয়েছিলেন বলে জানান
মতিন বলেন, ‘আমি তাঁকে (নাদিয়া) চিনি না সে প্রতারক চক্রের সঙ্গে জড়িত কয়েক দিন ধরে আমার কাছে তারা চাঁদা চাইছিল চাঁদা দিইনি বলেই অবস্থা করেছে তারা।’
কলাবাগান থানার পুলিশ জানায়, ঘটনায় আহত শিশুটির মা রিতা শবনম হত্যাচেষ্টার অভিযোগে নাদিয়ার বিরুদ্ধে মামলা করেছেন

(১৫০১) ব্র্যাক ব্যাংকের

Monday, June 06, 2011 Unknown
শেয়ারবাজার :::: এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেড ( এক্সিম ব্যাংক) ব্র্যাক ব্যাংকের নেতৃত্বাধীন এটিএম পিওএস প্ল্যাটফর্ম -অমনিবাস যোগ দিয়েছে ফলে এখন থেকে এক্সিম ব্যাংকের গ্রাহকরা অমনিবাস প্ল্যাটফর্মের আওতাধীন ৮০০-এর অধিক এটিএম ব্যবহার করতে পারবেন

অমনিবাস’ হলো সদস্য ব্যাংক প্রতিষ্ঠানগুলোর একটি সম্মিলিত এটিএম পিওএস নেটওয়ার্ক যার আওতায় আছে ৮০০ এর অধিক এটিএম

জুন রোববার ২০১১ ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ মাহবুবুর রহমান এবং এক্সিম ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাজী মসিহুর রহমান সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন

ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব ফিরোজ আহমেদ খান, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক . মোহাম্মদ হায়দার আলী মিঞা উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং দুই ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এটিএম পিওএস নেটওয়ার্কের সাহায্যে গ্রাহকদের সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য আমরা অমনিবাস প্ল্যাটফর্মের উদ্যোগ নেই আমরা খুবই আনন্দিত যে, নতুন নতুন ব্যাংক এই নেটওয়ার্কে যোগ দিচ্ছে এর ফলে গ্রাহকরা স্বাচ্ছন্দ্যের সাথে দিবারাতে সারাক্ষণ ব্যাংকিং সেবা পাবেন।’

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাজী মসিহুর রহমান বলেন, ‘বৃহৎ এটিএম পিওএস নেটওয়ার্কের সাহায্যে গ্রাহকদের সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য আমরা অমনিবাস এর সাথে যুক্ত হয়েছি ফলে গ্রাহকরা সহজে ব্যাংকিং সুবিধা পাবেন।’

এক্সিম ব্যাংকের যোগদানের পর অমনিবাস-এর সদস্য সংখ্যা ৩৬ টি ব্যাংকে দাঁড়ালো এগুলো হলো: ব্র্যাক ব্যাংক লিমিটেড, কিউক্যাশ-২০ টি ব্যাংক এর সদস্য, ওয়ান ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, রূপালি ব্যাংক লিমিটেড, ক্যাশ লিংক বিডি লিমিটেড - পাঁচটি ব্যাংক এর সদস্য, ঢাকা ব্যাংক লিমিটেড, ব্যাংক আলফালাহ্ লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, সাউথওয়েস্ট ব্যাংক লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড

(১৫০০) অর্থমন্ত্রিকে সন্তুস্ট করা গেলনা

Monday, June 06, 2011 Unknown
শেয়ারবাজার :::: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈদেশিক অর্থ সাহায্য ছাড়ে দীর্ঘসূত্রতায় উন্নয়ন অংশীদারদের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেন, বৈদেশিক অর্থ ছাড়ে দীর্ঘসূত্রতা বাংলাদেশের জন্য একটি মারাত্মক সমস্যা

সোমবার পরিকল্পনা কমিশনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে মন্ত্রী তার কক্ষে সফররত এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) ভাইস-প্রেসিডেন্ট জিয়াও ঝাং এর সঙ্গে সাক্ষাৎকালে এই অসন্তোষ প্রকাশ করেন

আধাঘন্টাব্যাপী সাক্ষাৎ শেষে বেরিয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অর্থ ছাড়ই শুধু নয় উন্নয়ন প্রকল্পে পরামর্শক নিয়োগে উন্নয়ন অংশীদারদের দীর্ঘসূত্রতাা সমালোচনা করেন তিনি এজন্য তিনি পরামর্শক নিয়োগে সক্ষয়ক্ষেপণ না করার জন্য জিয়াং ঝাং’র প্রতি আহবান জানান

অর্থমন্ত্রী জানান, এডিবি বর্তমানে বছরে ১৯ শতাংশ ঋণ ছাড় করে বিশ্বব্যাংক বা অন্যান্য সংস্থার ঋণ ছাড়ের হার আরো কম আগামী অর্থ বছরে এডিবি’র কাছ থেকে তিন বিলিয়ন মার্কিন ডলার অর্থ ছাড়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি এডিবি জ্বালানি, যোগাযোগ, নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনসহ কয়েকটি খাতে অর্থ সাহায্য দেওয়ার আগ্রহ জানিয়েছে

তিনি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দেশের আমলাতন্ত্রকেও দায়ী করে তিনি বলেন, একটি প্রকল্পে সম্ভাব্যতা যাচাই ভালো হলে প্রকল্পের কাজও ভালো হয় তবে সম্ভাব্যতা যাচাইয়ের সক্ষমতা সরকারের নেই বেসরকারি সংস্থা সমূহের মধ্যে রয়েছে প্রয়োজনে সরকার বেসরকারি সংস্থাসমূহের কাছ থেকে সহযোগিতা নিতে পারে

বৈদেশিক অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে সময়ক্ষেপণের জন্য অর্থমন্ত্রী মন্ত্রণালয়ের অদক্ষতাকে দায়ী করে বলেন, বিদেশি অর্থে কাজ করতে গেলে প্রকল্পের জন্য সঠিক তথ্য তৈরি করা এবং তা পাঠাতে না পারলেই সমস্যা দেখা দেয় আর বেশিরভাগ ক্ষেত্রে এই কাজ দক্ষতার সঙ্গে করতে পারে না মন্ত্রণালয়গুলো

(১৪৯৯) অর্থমন্ত্রীর দাবি ভুয়া

Monday, June 06, 2011 Unknown
 :::: সিপিডির সিনিয়র ফেলো অর্থনীতিবিদ . দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘কোনোভাবেই জিডিপির প্রবৃদ্ধি . শতাংশের অধিক নয়।’

অর্থমন্ত্রীর দাবিকৃত জিডিপির প্রবৃদ্ধি . শতাংশ অজর্নের দাবিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন তিনি

সোমবার জাতীয় প্রেসক্লাবে ভোরের কাগজ আয়োজিতবাজেট ২০১১ কর প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন

ভোরের ডাক সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক অর্থ উপদেষ্টা . এবি মির্জা আজিজুল ইসলাম, আমাদের সময় সম্পাদক নাইমুল ইসলাম খান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন প্রমুখ

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জনে যেসব সূচক গণনা করা হয় সেগুলোর সামগ্রিক কোনও উন্নয়ন ঘটেনি

তিনি বলেন, কৃষির সাথে ভৌত অবকাঠামোর উন্নয়ন হয়নি বিনিয়োগের সঠিক পরিমাণ বাংলাদেশ ব্যুরো অব স্ট্র্যাটেজির পরিসংখ্যানের সাথে মিল নেই ক্ষুদ্র বিনিয়োগ প্রথম মাসে নেতিবাচক দেখানো হলেও পরের ছয় মাসে তারাহুড়ো করে ইতিবাচক দেখানো হয়েছে

বছর শুরুর প্রথম মাসের প্রবৃদ্ধি অর্জনের সঙ্গে পরের মাসের প্রবৃদ্ধির মিল না থাকলেও শেষের মাসের প্রবৃদ্ধিতে গড় হিসাব করা হয়েছে বলে তিনি জানান

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী


(১৪৯৮) খেলাপি ঋণের বিপরীতে মাত্র ৪ হাজার ১৬৫ কোটি

Monday, June 06, 2011 Unknown
শেয়ারবাজার :::: চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ২৩ হাজার ৩০৬ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে মাত্র হাজার ১৬৫ কোটি টাকা আদায় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে নূর আফরোজ আলীর এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান

মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্য দেশের পুঁজিবাজারের পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশের বর্তশান পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে বলে সরকার মনে করে বরং ডিসেম্বর ২০১০ এর বাজার পরিস্থিতিই ছিলো অস্বাভাবিক।’

তিনি বলেন, ‘গত বছরের ডিসেম্বর ডিএসই’র সাধারণ সূচক ছিলো ৮৯১৮ দশমিক ৫১ বাজার মূলধন ছিলো হাজার ৬৮০ দশমিক ৭১ বিলিয়ন টাকা জিডিপির অনুপাতে বাজার মূলধন ৫৩ দশমিক ১৬

সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘শেয়ার বাজার কেলেংকারি রোধ করতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্ষা করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।’

সময় তিনি সরকারের নেওয়া পদক্ষেপগুলো বর্ণনা করেন

(১৪৯৭) এবার হবে আসল খেলা শেয়ারবাজারে

Monday, June 06, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আসন্ন বাজেটে ভর্তুকির ঘোষণা না দেয়া পর্যন্ত অগামী , জুন লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ আজ সোমবার বিকেলে ঢাকা স্টক এক্সচঞ্জের সামনে মানববন্ধনে সংগঠনের আহবায়ক মিজানুর রহমান এসব কথা বলেন
বক্তারা বলেন, শেয়ারবাজারে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশের ৩৪ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী পুঁজি হারিয়ে আজ দিশেহারা তারা অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগসহ ১৫ দফা দাবি প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরেন
সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম, সদস্য হুমায়ুন আহমেদ, মিজানুর রহমান, হারুন আর রশিদ প্রমুখ

(১৪৯৬) দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

Monday, June 06, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশের পুঁজিবাজারের পরিবেশ স্বাভাবিক বা স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রসঙ্গে তিনি বলেছেন- 'বিশ্বের অন্যান্য দেশের পুঁজিবাজারের পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশের বর্তমান পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে বলে সরকার মনে করে'
আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে মোহাম্মদ সুবিদ আলী ভঁূইয়ার প্রশ্নের জবাবে তিনি কথা জানান একই প্রশ্নের জবাবে তিনি আরো বলেন- '২০১০ সালের ডিসেম্বরের বাজার পরিস্থিতিই ছিলো অস্বাভাবিক' মন্ত্রী জানান ওই দিন ঢাকা স্টক এঙ্চেঞ্জের সাধরণ সূচক ছিল ৮৯১৮.৫১, বাজার মূলধন ছিল ৩৬৮০.৭১ বিলিয়ন টাকা এবং জিডিপির অনুপাতে বাজারের মূলধন ছিল ৫৩.১৬
সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'শেয়ার বাজার কেলেংকারী রোধ করতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্ষা করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে' সময় তিনি পুঁজিবাজারের কারসাজি রোধে সরকাকের নেয়া বিভিন্ন পদক্ষেপ বর্ণনা করেন
নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থ-বছরের মার্চ পর্যন্ত ২৩ হাজার ৩শ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে মাত্র হাজার ১শ ৬৫ কোটি টাকা আদায় হয়েছে গিয়াস উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে মুহিত বলেন, 'বর্তমানে বাংলাদেশে প্রায় ২৬ ভাগ মানুষ ক্ষুদ্র ঋণ সুবিধা পাচ্ছে এর মধ্যে সরকারের পক্ষ থেকে সাড়ে ভাগ এনজিওদের পক্ষ থেকে সাড়ে ২২ ভাগ মানুষ এই সুবিধা পায়' এবিএম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মহাজোট সরকার ক্ষমতায় আসার পরে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশ দাতা সংস্থার সাথে হাজার ৮শ ৪১ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে এর মধ্যে হাজার ৮শ ২৫ মিলিয়ন ডলার ঋণ হাজার ১৬ মিলিয়ন ডলার অনুদান একই প্রশ্নের জবাবে মুহিত আরো জানান, একই সময়ে হাজার ২শ ৫৫ মিলিয়ন ডলার ছাড় পাওয়া গেছে এর মধ্যে হাজার ৮শ ৬৬ মিলিয়ন ডলার ঋণ এবং হাজার ৩শ ৮৯ মিলিয়ন ডলার অনুদান একই বিষয়ে জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'চলতি বছরে এখন পর্যন্ত মোট হাজার ৮শ ৪০ মিলিয়ন মার্কিন ডলারের অঙ্গীকার পাওয়া গেছে এর মধ্যে হাজার ৪শ ৭০ মিলিয়ন ডলার ঋণ ৩শ ৭০ মিলিয়ন ডলার অনুদান' তিনি আরো জানান, এর মধ্যে ৮শ ৭৫ মিলিয়ন ডলারের ঋণ ৫শ ৩১ মিলিয়ন ডলারের অনুদান ছাড় পাওয়া গেছে
সাধনা হালদারের প্রশ্নের জবাবে মুহিত বলেন, 'গত অর্থবছরের এই সময়ের চেয়ে চলতি অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে চলতি অর্থবছরে মার্চ পর্যন্ত রেমিটেন্সের পরিমাণ ছিলো হাজার ৬১১ মিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় ভাগ বেশি'
রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'চলতি বছরের ৩০ মে পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিলো ১০ হাজার ৫শ ২১ মিলিয়ন মার্কিন ডলার'
জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'গত বছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কপর্োরেশনের অনাদায়ী ঋণের পরিমান ২শ ৭১ কোটি টাকা'
অপু উকিলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান- বর্তমানে বাজারে টাকার ৫৭ কোটি টাকা টাকার ১১০ কোটি টাকার কাগুজে ধাতব মুদ্রা বাজারে রয়েছে একই প্রশ্নের জবাবে মুহিত আরো জানান, আগামী ২০১১-১২ ২০১২-১৩ অর্থ-বছরের জন্য হাজার মিলিয়ন পিস করে টাকা টাকা মূল্যমানের ধাতব মুদ্রা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে

Blog Archive