(৫৭৪) এরশাদ ঃ শেয়ারবাজার

Sunday, May 01, 2011 Unknown
 জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে পথে বসানো হয়েছে।’

রোববার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত শ্রমিক-কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে তিনি একথা বলেন

এরশাদ বলেন, ‘৩৩ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী শেয়াবাজার থেকে নি:স্ব হয়ে ঘরে ফিরেছে এই শেয়ার কেলেঙ্কারির কারণে কোটির বেশি ভোটার বর্তমান সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এদেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে শেয়ার কেলেঙ্কারিরর সঙ্গে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।’

(৫৭৩) রিলায়েন্স ইন্সুরেন্স

Sunday, May 01, 2011 Unknown
The 23rd annual general meeting (AGM) of Reliance Insurance Limited has approved 35 per cent stock dividend for the year that ended on December 31, 2010.

The AGM was held in the city Saturday. Chairman of the board of directors of the company Abdur Rouf Chowdhury presided over the meeting, said a press release.

A large number of shareholders attended the AGM.

The AGM was told that during the year 2010 the company achieved a gross premium income of Tk 1,240,999,753 and earned pre-tax profit of Tk 287,235,678.

Taking part in the discussion, the shareholders expressed their deep appreciation for the prudent and judicious steps taken by the management in running the company.

Mr Atiqur Rahman and Mr Imran Faiz Rahman were elected directors from the public shareholders in the AGM.

(৫৭২) NCC -এনসিসি ব্যাংক লিমিটেড

Sunday, May 01, 2011 Unknown
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড ২০১০ সালের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ হিসেবে ৩২% বোনাস শেয়ার অনুমোদন করেছে রাজধানীর অফিসার্স ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ মো. হারুনুর রশিদ সভাপতিত্ব করেন এতে ব্যাংকের পরিচালক উদ্যোক্তারা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন, কোম্পানির সচিব মো. তারিকুল আলম এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন
মো. হারুনুর রশিদ বলেন, ব্যাংকিং খাতে তীব্র প্রতিযোগিতা প্রতিকূল বাজার-পরিস্থিতি সত্ত্বেও এনসিসি ব্যাংকের আমানত সংগ্রহ, ঋণ প্রদান মুনাফা অর্জন সন্তোষজনকভাবে বেড়েছে তিনি অগ্রগতির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন
সভায় বেশ কয়েকজন শেয়ারহোল্ডার ব্যাংকের নিরীক্ষিত প্রতিবেদনের ওপর বক্তব্য দেন এবং ভবিষ্যতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিছু পরামর্শ দেন
সভায় ব্যাংকের পরিচালকমণ্ডলীর ২০১০ সালের প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব অনুমোদন করা হয় বিজ্ঞপ্তি


The 26th annual general meeting (AGM) of National Credit and Commerce (NCC) Bank Limited has approved 32 per cent stock dividend (bonus share) for the year that ended on December 31, 2010.

The AGM was held in the city recently. Vice Chairman of the bank Md Harunur Rashid MP presided over the meeting, said a press release.

Directors, sponsors shareholders, a large number of shareholders and Managing Director Mohammed Nurul Amin attended the AGM.

The Directors Report and Audited Accounts of the bank for the year that ended on December 31, 2010 was placed before the shareholders at the AGM and was approved accordingly.

In his presidential address, Mr Rashid said that the year 2010 was another milestone of success for the bank.

Deposits, advances, profits, foreign exchange business, recovery of bad loans and other fields of activities have recorded significant improvement during the year, he mentioned.

Mr Rashid told the AGM that the bank had earned Tk 4.10 billion operating profit during the year 2010 despite hard competition in the banking sector and the bank was marching towards steady progress.

(৬৭২) ইতিহাস হয়ে গেল

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজার শেয়ারবাজারের কারসাজি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশকে একটি ইতিহাস হিসেবে আখ্যায়িত করেছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এটিকে প্রশংসিত কাজ হিসেবে মনে করছেন অনেকে প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি করছেন অনেকে তবে ছোট অপরাধীদের ধরতে গিয়ে বড় অপরাধীরা যাতে পার পেয়ে না যায়, সেদিকে নজর রাখার আহ্বান জানান তাঁরা
গত বছরের ডিসেম্বর বছরের জানুয়ারিতে শেয়ারবাজারে ভয়াবহ ধসের ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে তদন্ত শেষে কমিটি গত এপ্রিল অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়
অবশেষে গতকাল শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংবাদ সম্মেলন করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন
ব্যাপারে শেয়ারবাজার বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, দেরিতে হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ অবশ্যই প্রশংসার দাবিদার বিষয়টি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি
সালাহউদ্দিন আহমেদের মতে, স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন সময়ের ব্যাপার তাই তাত্ক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নিলে ভালো হতো
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বায়ক মিজান উর রশিদ চৌধুরী বলেন, ‘তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক বা না হোক প্রতিবেদন প্রকাশে আশার আলো দেখছি।’ তাঁর মতে, তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখার বিষয়টি একটি ইতিহাস তিনি দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন তাঁদের বিচার না হলে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলেও মন্তব্য করেন তিনি
ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম বলেন, শেয়ারবাজার কারসাজির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ায় একটি বিতর্কের অবসান ঘটল গোটা তদন্ত প্রতিবেদন প্রকাশের ইতিহাস অনেক কম, যা রীতিমতো একটি সাহসী পদক্ষেপও
আহসানুল ইসলাম প্রতিবেদনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের পক্ষে মত দেন তবে মূল ইস্যু থেকে যাতে দূরে সরে না যাওয়া হয়, সে বিষয়টি খেয়াল রাখার ব্যাপারে মত দেন তিনি একই সঙ্গে তদন্ত প্রতিবেদন অনুযায়ী আরও অধিকতর তদন্তেরও দাবি জানান তিনি
বিও হিসাবধারীদের টিন নম্বর বাধ্যতামূলক করার ব্যাপারে আহসানুল ইসলাম বলেন, ব্যাংক হিসাবের মতো বিও হিসাবও একই ধরনের হওয়া উচিত
   

Sunday, May 01, 2011 Unknown

(৫৭১) সতর্ক থাকার পরামর্শ

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজার পুঁজিবাজারে সালমান এফ রহমান রকিবুর রহমানের প্রভাব বিস্তারের বিষয়টি উঠে এসেছে তদন্ত রিপোর্টে কমিটি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, পুঁজিবাজারে লেনদেন পরিচালনায় সালমান এফ রহমান রকিবুর রহমানের প্রভাব বিস্তারের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সতর্কতা অবলম্বনের প্রয়োজন
পুঁজিবাজার তদন্ত রিপোর্টে তদন্ত কমিটির সুপারিশের ২৪ নম্বরে সরকারকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে
সুপারিশে কমিটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি' পূনর্গঠনের তাগিদ দিয়েছে একইসঙ্গে সংস্থার চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার অপর দুই নির্বাহি পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া এবং তারিকুজ্জামানকে অপসারণে সুপারিশ করেছে কমিটি পাশাপাশি সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং সাবেক সদস্য মনসুর আলমের কর্মকাণ্ডের তদন্তের কথাও বলা হয়েছে
সুপারিশে স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন, স্টক এক্সচেঞ্জে এসইসি' কর্মসমন্বয়, পুঁজিবাজারে ব্যাংকের অর্থায়ন, প্রাক আইপিও আইপিও প্রক্রিয়া, প্লেসমেন্ট, কার্ব মার্কেট ব্যক্তি পর্যায়ে শীর্ষ ৩০ প্লেসমেন্টধারী, অমনিবাস একাউন্টে শ্যাডো হিসেবে কারসাজি, সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের শেয়ার লেনদেন, সম্পদ পুনর্মূল্যায়ন, স্থির মূল্য পদ্ধতিতে শেয়ার মূল্য নির্ধারণ, বুক বিল্ডিং পদ্ধতিতে মূল্যবিকৃতি রোধে বিধান, সম্পদ অধিক মূল্যায়নের টেস্ট কেস, নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতি, সিরিয়াল ট্রেডিং কারসাজি, শেয়ারের ফেস ভ্যালু ইউনিফমকরণ, রাইট শেয়ার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে অনৈতিকতা, শীর্ষ প্লেয়ারদের সন্দেহজনক লেনদেন, ব্লক প্লেসমেন্ট, কেস স্টাডিপর্বে চিহ্নিত সমস্যা, তদন্ত পরবর্তী ধারাবাহিক কর্ম, বাস্তবায়ন মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে বেশকিছু বিষয় উল্লেখ করে তদন্ত কমিটি
কেস স্টাডিপর্বের সমস্যা অংশের সুপারিশে রয়েছে, পুনর্গঠিত এসইসি স্টাডিকৃত কেসসমূহের জন্য একশন কমিটি গঠন করে অস্বাভাবিকতা, অনিয়ম এবং আইন লঙ্ঘন ইত্যাদির জন্য দায়ী ব্যক্তি চিহ্নিত, শাস্তির ব্যবস্থা, ক্রটি সংশোধন ইত্যাদির পদক্ষেপ গ্রহণ
নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতি বিষয়ক সুপারিশে বলা হয়, এসইসি' নির্বাহি পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন আহমদ চৌধুরীর বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় মামলা গঠন একই সঙ্গে বিভাগীয় মামলার অতিরিক্ত দুর্নীতির মামলা গঠনের উদ্দেশ্যে দুর্নীতি দমন বিভাগে প্রেরণ করা এবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহি আওয়াই শমসের সিইও হয়েও প্লেসমেন্ট নিয়ে অনৈতিক কাজ করেছেন বিধায় তাকে পদ থেকে অপসারণ করা প্রয়োজন
ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিমিউচ্যুয়ালাইজেসনের ব্যাপারে কমিটি বলেছে, ডিএসই কর্তৃক গঠিত ডিমিউচ্যুয়ালাইজেসন কমিটিকে সর্বোচ্চ মাস সময়সীমা বেধে দেয়া যেতে পারে
পুঁজিবাজারে ব্যাংকের অর্থায়ন প্রক্রিয়া সুনির্দিষ্ট করে দিতে ব্যাংক কোম্পানি আইনের ৫৬() ধারা সংশোধনের সুপারিশ করে রিপোর্টে বলা হয়েছে, যে সব ব্যাংক ২০০৯ ২০১০ সালে আইন ভেঙে পুঁজিবাজারে বিনিয়োগ করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করতে পারে
সরকারি কর্মকর্তাদের শেয়ার লেনদেন বিষয়ে কমিটি যে সুপারিশ করেছে তাতে বলা হয়, এসইসি, ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, বাংলাদেশ ব্যাংক তফশীলী ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার লেনদেন সম্পূর্ণ বন্ধ করতে হবে সরকারি, আধা-সরকারি স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তাগণ শেয়ারে বিনিয়োগ করতে পারবেন কিন্তু প্লেসমেন্ট নিতে পারবেন না এবং লেনদেন করতে পারবেন না
পুঁজিবাজার তদারকিতে এসইসি, ডিএসই, সিএসই, কেন্দ্রীয় ব্যাংক এবং ডিবির সমন্বয়ে একটি সার্বক্ষণিক যৌথ ইন্সপেকশন দল গঠন করার সুপারিশ করেছে তদন্ত কমিটি একইসঙ্গে সুপারিশ বাস্তবায়নে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিবের নেতৃত্বে মনিটরিং কমিটি গঠন করতেও বলা হয়েছে

   

(৫৭০) যুক্তরাজ্যে পড়াশোনা করে আসা চাকলাদার মনসুরুল আলম

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজার পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা পুনর্গঠনের অংশ হিসেবে এসইসির নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছেন যুক্তরাজ্যে পড়াশোনা করে আসা চাকলাদার মনসুরুল আলম, যিনি এক সময় আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার এক সংবাদ সম্মেলনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পরিবর্তনের কথা জানান

অর্থমন্ত্রী নতুন চেয়ারম্যানের নাম প্রকাশ না করলেও সরকারি একাধিক সূত্র  নিশ্চিত করেছে চাকলাদার মনসুরই এসইসির দায়িত্ব নিতে চলেছেন

বেসরকারি খাতে দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির সাবেক এমডি চাকলাদার মনসুর এসইসিতে জিয়াউল হক খন্দকারের স্থলাভিষিক্ত হচ্ছেন চাকলাদার মনসুরুল

হিসাব বিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী চাকলাদার মনসুর তার নিয়োগের বিষয়ে এখনি মুখ খুলতে চাননি তবে অর্থমন্ত্রীর ঘোষণা রয়েছে, দু'একদিনের মধ্যেই নতুন চেয়ারম্যানের নাম প্রকাশ হবে

আগা খান ফাউন্ডেশনের অর্থায়নে ১৯৮১ সালে যাত্রা শুরু করে আইপিডিসি, এতে সরকারের অংশীদারিত্বও রয়েছে চাকলাদার মনসুর আইপিডিসিতে যোগ দেন ১৯৮৬ সালে যুক্তরাজ্য, বাহরাইন এবং সৌদি আরবে কাজ করেছেন তিনি

১৯৯০ এর দশকের শুরুর দিকে তিনি আইপিডিসিতে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন ২০০৫ সালে অবসর গ্রহণ করেন

চাকলাদার মনসুর যুক্তরাজ্য থেকে সিএ পাস করেন তিনি øাতকোত্তর ডিগ্রি নেন লন্ডনের স্কুল অব ইকোনোমিকস থেকে

দুই মাস কাজ করার পর গত এপ্রিল চার সদস্যের পুঁজিবাজার তদন্ত কমিটি অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেন, যা শনিবার প্রকাশ করে সরকার তবে প্রতিবেদনের বিভিন্ন অংশের সঙ্গে সরকারের দ্বিমতের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী

এসইসিতে দুজন নতুন সদস্য নিয়োগের কথাও জানান মন্ত্রী সূত্র জানায়, পদে নিয়োগ পেতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হেলালুদ্দিন নিজামী বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আমজাদ হোসেন

   

(৫৬৯) কোম্পানি’র তালিকায়

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজার প্রকাশিত তদন্ত রিপোর্টের তথ্য অনুযায়ি কোম্পানি’র তালিকায় প্রাইম ফিন্যান্স এন্ড লিমিটেড, ইউনাইটেড ক্যাপিটাল, লঙ্কা বাংলা ফিন্যান্স লি., ফোনিক্স ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি. পূবালী ব্যাংক লি., বাংলাদেশ মিউচুয়াল সিকিউরিটিজ লি., আইসিবি, আইডিএলসি ফিন্যান্স লি., পিএফআই এ্যামপ্লইস প্রোভিডেন্ট ফান্ড, ট্রাস্টা ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ক্যাপিট্যাল লি., ইস্টার্ন ব্যাংক লি, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লি, পপুলার লাইফ ইনস্যুরেন্স, প্রাইম ফিন্যান্স এ্যাসেট ম্যানেজমেন্ট, এবি ব্যাংক লি., গ্রামীণ ক্যাপিট্যাল ম্যানেজমেন্ট, জনতা ব্যাংক লি., কর্ণফুলি ইন্সুরেন্স কো.লি., পিএফআই সিকিউরিটজ লি., জে ফ্যাসন লি., এআইএমএস, এইমস অব বাংলাদেশ লি., ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেলটা ব্রাঞ্চহাউজিং ফিন্যান্স করপোরেশন লি, এক্সিকিউটিভ টেকনোলজি লি., ফোরডেল প্রপারর্টিজ আইএফসি ১ম, গ্রামীণ মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান:স্কিম টু, আইসিবি এমএমসিএল ইউনিট ফান্ড, আইসিবি ক্যপিটাল ম্যানেজমেন্ট লি., আইসিবি ইউনিট ফান্ড, জিন্স ২০০০ লি, লাকি স্টার এপারেস, মদিনা জুট ইন্ডাস্টিজ লি. মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি



 

Sunday, May 01, 2011 Unknown

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজার প্রকাশিত তদন্ত রিপোর্টের তথ্য অনুযায়ি কোম্পানি’র তালিকায় প্রাইম ফিন্যান্স এন্ড লিমিটেড, ইউনাইটেড ক্যাপিটাল, লঙ্কা বাংলা ফিন্যান্স লি., ফোনিক্স ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি. পূবালী ব্যাংক লি., বাংলাদেশ মিউচুয়াল সিকিউরিটিজ লি., আইসিবি, আইডিএলসি ফিন্যান্স লি., পিএফআই এ্যামপ্লইস প্রোভিডেন্ট ফান্ড, ট্রাস্টা ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ক্যাপিট্যাল লি., ইস্টার্ন ব্যাংক লি, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লি, পপুলার লাইফ ইনস্যুরেন্স, প্রাইম ফিন্যান্স এ্যাসেট ম্যানেজমেন্ট, এবি ব্যাংক লি., গ্রামীণ ক্যাপিট্যাল ম্যানেজমেন্ট, জনতা ব্যাংক লি., কর্ণফুলি ইন্সুরেন্স কো.লি., পিএফআই সিকিউরিটজ লি., জে ফ্যাসন লি., এআইএমএস, এইমস অব বাংলাদেশ লি., ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেলটা ব্রাঞ্চহাউজিং ফিন্যান্স করপোরেশন লি, এক্সিকিউটিভ টেকনোলজি লি., ফোরডেল প্রপারর্টিজ আইএফসি ১ম, গ্রামীণ মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান:স্কিম টু, আইসিবি এমএমসিএল ইউনিট ফান্ড, আইসিবি ক্যপিটাল ম্যানেজমেন্ট লি., আইসিবি ইউনিট ফান্ড, জিন্স ২০০০ লি, লাকি স্টার এপারেস, মদিনা জুট ইন্ডাস্টিজ লি. মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি

(৫৬৮) ওরা ১০০ জন

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজার প্রকাশিত

 
তদন্ত রিপোর্টের তথ্য অনুযায়ি প্লেসমেন্ট শেয়ারের ১০০ জনের তালিকা:

ব্যাক্তি নামের তালিকায় রয়েছেন, ডিএসইর সভাপতি শাকিল রিজভী, ডিএসই’র সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, ডিএসই’র পরিচালক আহমেদ রশিদ লালি, ডিএসই’র পরিচালক লায়লুন নাহার একরাম, ডিএসই’র সদস্য খন্দকার জালাল উদ্দিন, ডিএসই’র সদস্য খাজা গোলাম রসুল, ডিএসই’র সদস্য খুগেস্টা নুর--নাহার, ডিএসই’র সদস্য মাহবুবুর রহমান, ডিএসই’র সদস্য সৈয়দ জালাল আহমেদ, রফিকুল আনোয়ার, জাহাঙ্গির আলম, মুজিবুর রহমান, আরওয়াই সমশের, আনোয়ার হোসেন, মো. হাবিবুর রহমান, ডিএসই’র সদস্য সাহনেওয়াজ বেগম রোজি, শামিমা শরিফ, আফসারুজ্জামান, হেলাল উদ্দিন আহমেদ, মো. হানিফ ভুঁইয়া, মো. জসিম উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. রেজাউল করিম, মনসুর বিল্লাহ, মঞ্জুর আহমেদ, মো. শরিফুল ইসলাম, আজিম আহমেদ চৌধুরী, মো. মিজানুর রহমান, মো. মুনরুজ্জামান, মো. মুস্তফা, মো. সারোয়ার হোসেন, মো. শাহদত হোসেন খান, মো. জাকির হোসেন, পিআই তোরাব হোসেন, মাহমুদুল হক আরিফ, মো. আজিজুল হক, শাহাদত আলোম, তাসমিয়া আমরিন, জিয়াউর রহমান, .কে খান, এয়ার কমোডর হারুন (অব.), বিলাল ডি মামুন, বিলকিস ফাতেমা জেসমিন, আব্দুল আওয়াল, এনায়েতুর রহমান, ফারজানা আহমেদ, জান্নাতুল ফেরদৌস, কে বি এম ময়িনউদ্দিন, খাজা আসিফ আহমেদ, খাজা গোম মহিউদ্দিন, মেজর মো. রবিউল আলোম (অব.), মো. অয়ন উদ্দিন, মো. গোলাম মোস্তফা, মো. খালেদ হোমেন খান, মো. লুৎফর রহমান মো. মফিজুর রহমান, মো. মনিরুল হক, মো. মোসারফ হোসেন, মো. রুহুল আমিন, সাজেদুল ইসলাম, জহিরুল ইসলাম, মিজানুর রহামন মো. হামিদ

Blog Archive