(২৮৭) নানা চাপের মুখে

Monday, March 28, 2011 Unknown
মার্জিন লোনের নীতিমালা, বুকবিল্ডিং পদ্ধতি, মবিল যমুনা এমআই সিমেন্টের তালিকাভুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তাই এই চার ইস্যু নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি এখন নানা চাপের মুখে
ঢাকা চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন (বিএমবিএ) পাবলিক লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএপিএলসি) উল্লিখিত বিষয়ে দ্বিমত রয়েছে তাই এসইসি বিষয়টি নিয়ে দোটানায় রয়েছে এসইসি

জানা যায়, মার্জিন লোন পরিবর্তনের সিদ্ধান্ত বাজারকে প্রভাবিত করে মার্জিন লোন নিয়ে ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের কারণে একাধিকবার তোপের মুখে পড়েছে এসইসি ফলে মার্জিন লোনের বিষয়টি এড়াতে এসইসি বিএমবিএ দুই স্টক এক্সচেঞ্জকে নীতিমালা তৈরীর নির্দেশ দেয়

বিএমবিএ একটি খসড়া নীতিমালা তৈরি করলেও স্টক এক্সচেঞ্জ মার্জিন লোনের নীতিমালা তৈরির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না বরাবরই মার্জিন লোনের সিদ্ধান্ত বাজারের জন্য সংবেদনশীল তথ্য হিসেবে কাজ করে তাই মার্জিন লোনের সিদ্ধান্তের ভার কোনো প্রতিষ্ঠানই নিচ্ছে না

বিএমবিএ : বহাল রেখে খসড়া প্রস্তাবনা তৈরি করেছে এসইসিও প্রস্তাবনাকে চুড়ান্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কিন্তু স্টক এক্সচেঞ্জের অনিহার কারণে বিএমবিএ চুড়ান্ত প্রস্তাবনা এসইসিতে জমা দিচ্ছে না ফলে প্রায় দুই মাস পার হলেও ব্যাপারে কোনো সিদ্ধান্ত হচ্ছে না

মার্জিন লোনের ব্যাপারে স্টক এক্সচেঞ্জ বিএমবিএর অনাগ্রহের কথা জানতে চাইলে তা এড়িয়ে গিয়ে বিএমবিএর সভাপতি শেখ মর্তুজা আহমেদ বাংলানিউজকে বলেন, বিএমবিএ একটি প্রস্তাবনা জমা দিয়েছিল পরে এসইসির নির্দেশে সেখানে নতুন কিছু সংযোযন বিয়োজন করা হচ্ছে ব্যাপারে আমরা একটি কমিটি করেছি

জনতা ইনভেস্টমেন্টর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর মিয়াকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে

বুকবিল্ডিং পদ্ধতির সংশোধন করে এসইসি একটি প্রস্তাবনা তৈরি করেছে প্রস্তাবনাটি দুই স্টক এক্সচেঞ্জ, বিএপিএলসি বিএমবিএ চার প্রতিষ্ঠানের সঙ্গে এসইসি গত ২১ মার্চ একটি বৈঠক করে বৈঠকে বিএপিএলসির সভাপতি সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনেকেই দ্বিমত পোষণ করে ফলে পুনরায় পর্যালোচনার প্রস্তাবনাটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে

গত ২৬ মার্চ চার প্রতিষ্ঠান বুকবিল্ডিং পদ্ধতির সংশোধন নিয়ে বৈঠকে বসে বৈঠকে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত বুকবিল্ডিং পদ্ধতি সংশোধন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়

ব্যাপারে সিএসইর প্রেসিডেন্ট ফখরুদ্দীন আলী আহমেদ বলেন, তদন্ত কমিটির রিপোর্টে বুকবিল্ডিং পদ্ধতি নিয়ে কোনো ত্রুটি চিহ্নিত করা হতে পারে কিংবা কোনো পরামর্শ বা সুপারিশ থাকতে পারে সেক্ষেত্রে সকল ত্রুটি, পরামর্শ সুপারিশ নিয়ে সংশোধনে আসতে হবে এজন্য আপাতত পদ্ধতির সংস্কার স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে
এদিকে প্রতিষ্ঠানগুলোর মতামত না পাওয়ায় এসইসিও বুকবিল্ডিং পদ্ধতির সংশোধন নিয়ে চুড়ান্ত প্রস্তাবনা অর্থমন্ত্রণালয়ে পাঠাতে পারছে না

মবিল যমুনা এমআই সিমেন্টের তালিকাভুক্তি নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে এসইসি কোম্পানিদুটিকে তালিকাভুক্তির জন্য এসইসি নির্দেশনা দিলেও দুই স্টক এক্সচেঞ্জ বিপক্ষে অবস্থান নিয়েছে

এসইসি থেকে তালিকাভুক্তির জন্য যে শর্ত দেওয়া হয়েছে স্টক এক্সচেঞ্জ সে শর্তগুলোকে তালিকাভুক্তির আইন পরিপন্থী মনে করছে এজন্য এসইসি দুই সপ্তাহ সময় বাড়িয়েছে তবে সময়েও স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত করবে না বলে জানা গেছে ফলে এসইসি থেকে তালিকাভুক্তির বিষয়টি হাইকোর্টে পাঠানো হতে পারে

ব্যাপারে ডিএসইর পরিচালক মোস্তাক আহমেদ সাদেক বলেন, যেহেতু কোম্পানিটি বাইব্যাক থেকে সরে এসে ক্ষতিপূরনের শর্ত দিচ্ছে সেহেতু ডিএসই শর্তে কোম্পানিকে তালিকাভুক্ত করবে না কোম্পানিটির স্পন্সররা যদি বাইব্যাকের শর্তে রাজি হয় তাহলে তালিকাভুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে

(২৮৬) কারসাজি তদন্তে গঠিত কমিটির রিপোর্ট প্রকাশ

Monday, March 28, 2011 Unknown
পুঁজিবাজারে কারসাজি তদন্তে গঠিত কমিটির রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত বুক বিল্ডিং পদ্ধতি বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন স্টেক হোল্ডাররা আজ সোমবার সকালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাঁরা অভিমত দেন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পর কমিটির সুপারিশ থাকলে সে অনুযায়ী বুক বিল্ডিং পদ্ধতি সংশোধন করা হবে
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, বর্তমান প্রেক্ষাপটে বুক বিল্ডিং পদ্ধতি বন্ধ রয়েছে এটা বন্ধ থাকুক তদন্ত কমিটির রিপোর্টে যথাযথ সুপারিশ অনুযায়ী এটা সংশোধন করা হবে
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, বাংলাদেশ পাবলিকলি লিস্টেট কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা

(২৮৫) চার দিন

Monday, March 28, 2011 Unknown
চার দিন নিম্নমুখী থাকার পর আজ সোমবার দেশের পুঁজিবাজার ছিল চাঙা, বেড়েছে বেশির ভাগ শেয়ারের দামও আজ ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতেই শেয়ারের দাম বাড়ে
ডিএসই সূত্রে জানা যায়, ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে আজ ২৫টির দাম বাড়ে ছাড়া সিমেন্ট খাতে পাঁচটির মধ্যে সবকটির, সিরামিক খাতে পাঁচটির মধ্যে চারটির, প্রকৌশল খাতে ২৩টির মধ্যে ২০টির, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে সবকটির, খাদ্য খাতের ১৫টির মধ্যে ১৪টির, জ্বালানি খাতে ১১টির মধ্যে ১০টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৪২টির, আইটি খাতের পাঁচটির মধ্যে সবকটির, বিবিধ খাতে নয়টির মধ্যে সবকটির, মিউচুয়াল ফান্ড খাতে ৩৩টির মধ্যে ২৯টির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৮টির, বস্ত্র খাতের ২৫টির মধ্যে ২৩টির টেলিযোগাযোগ খাতে একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনেরও দাম বাড়ে
ডিএসইতে আজ চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪৮.৮৯ পয়েন্ট বেড়ে ৬২৪৩.৫৩ পয়েন্টে দাঁড়ায় ডিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩৯টির কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের আজ স্টক এক্সচেঞ্জটিতে ৭৯০ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ১৭৫ কোটি টাকা বেশি ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, আরএন স্পিনিং, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, গোল্ডেন সন, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ারওয়েজ, ম্যাকসন স্পিনিং এনবিএল
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৯০.৪৯ পয়েন্ট বেড়ে ১৭৫৩৭.১১ পয়েন্টে দাঁড়িয়েছে সিএসইতে ২০০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে এর মধ্যে বেড়েছে ১৮১টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম সিএসইতে আজ মোট ৯০ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা বেশি

Blog Archive