(১৬৮২) আদেশ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর ■■■■■■ (১৬৮৩) India agrees to export 500MW power to Bangladesh

Wednesday, August 24, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  বেক্সিমকো ও বেক্সটেক্সের পর এবার পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন্নু জুটেক্স ও মুন্নু প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড একীভূত হচ্ছে। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আদেশ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর মুন্নু জুটেক্সের বিশেষ সাধারণ সভা ঢাকার অদূরে ধামরাইয়ের ইসলামপুরে প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড ডেট ৮ সেপ্টেম্বর।
এ ছাড়া প্রতিষ্ঠান তিনটির পৃথক ঘোষণায় আরও বলা হয়, ইজিএমের পর এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৭ অক্টোবরের মধ্যে হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ৯ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর আগে গত রোববার তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত ঘোষণায় বলা হয়, মুন্নু সিরামিকস লিমিটেডের সঙ্গে মুন্নু জুটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মুন্নু প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের অনুমোদন চেয়ে তিন কোম্পানির পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করার কথা বলা হয়। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ কোম্পানি তিনটিকে একীভূত করা হবে বলে ঘোষণায় জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল হাইকোর্ট এ আদেশ দেন।
একীভূতকরণের ঘোষণা অনুযায়ী মুন্নু জুটেক্সের শেয়ারহোল্ডাররা প্রতি দশমিক ৩৯টি সাধারণ শেয়ারের বিপরীতে মুন্নু সিরামিকের একটি সাধারণ শেয়ার পাবেন। একইভাবে মুন্নু প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারহোল্ডাররা কোম্পানির ২.৬৯টি শেয়ারের বিপরীতে মুন্নু সিরামিকের একটি শেয়ার পাবেন। কোম্পানিগুলোর সম্পদ মূল্যায়ন করে নিরীক্ষা প্রতিষ্ঠান মেসার্স আতা খান অ্যান্ড কোম্পানি শেয়ার বিনিময়ের এ হার নির্ধারণ করেছে।

=========================================

(১৬৮৩)  India agrees to export 500MW power to Bangladesh
India at the third BIMSTEC meeting on Tuesday agreed to export 500 megawatt (MW) of electricity to Bangladesh to mitigate the severe and prolonged power crisis being faced by the latter.The more four South Asian countries like Myanmar, Sri Lanka, Nepal and Bhutan also agreed to trade electricity among themselves with a view to keeping the wheels of these economies smooth.These member states of Bengal Initiative of Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) reached a consensus at the inaugural day of its two-day meeting in Dhaka.The secretary to Power Division of Bangladesh government Abul Kalam Azad spoke while inaugurating the meeting.

Sources said the meeting will prepare a draft of MoU for exchanging electricity between the countries. The members states at the meeting also agreed to sign a draft Memorandum of Understanding (MoU) on a regional power grid connectivity to secure power security in member states. The two-day meeting of Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) representing seven South and South-East Asian nations will also formulate a work plan for 2012-2015 to this end.

Power Division Secretary Abul Kalam Azad told reporters that the member states are signing a draft MoU and any concrete decision regarding the issue will be taken in the next inter-ministerial meeting. But the date of that meeting is yet to be fixed, the secretary said. He said everything is at the very primary stage and any international agreement always proceeds through the signing of a MoU. “Only signing of contracts won’t ensure grid connectivity. It needs mutual trust to reach a consensus,” he said. “We’ve to move forward with mutual cooperation.” Over the slow progress of the 14-year old platform of regional cooperation, he said BIMSTEC has no permanent secretariat, which hinder its progress. Besides, no inter-ministerial meeting was held since 2006. He said setting up the secretariat in Dhaka is under process as Bangladesh is geographically in the middle and also the host country. Another government official who attended the meeting, said the draft was first made in 2006. But he refused to inform why the draft was so delayed. Thailand is the chair country of the taskforce as decided in first energy ministers’ conference at New Delhi in October 2005 and endorsed by BIMSTEC ministerial meeting held in Dhaka in December in the same year. The South-East Asian country took the lead role in drafting the MoU on grid connections. At the first summit held Bangkok in July 2004, the BIMSTEC leaders agreed to promote energy cooperation with sustainable and optional energy utilisation

(১৬৮০) সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুঁজিবাজারে ■■■■■■ (১৬৮১) Inflation rises faster in urban areas

Wednesday, August 24, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ১৭ দশমিক ৫০ শতাংশ বা তিন লাখ ছয় হাজার ২৫০টি শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদের সরকারের হাতে থাকা এই শেয়ার ছাড়ার ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের মাধ্যমে সেকেন্ডারি বাজারে এ শেয়ার ছাড়া হবে।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

======================================

 (১৬৮১) Inflation rises faster in urban areas 

Inflation rises faster in urban areas

Analysts blame rising consumer prices on bad roads and a lagged effect of monetary expansion

Commodities are up for sale in a shop in Dhaka. Inflation increased faster in cities than in rural areas, government data shows. Photo: STAR
Inflation accelerated faster in urban areas than in rural settings in July, partly because battered roads disrupted the supply chain, analysts said yesterday.
The analysts also linked the jump in consumer prices to a lagged effect of high monetary expansion.
In urban areas, overall inflation increased 2.32 percentage points to 10.65 percent in July, compared to June. In rural areas, overall inflation increased 0.18 percentage points to 11.09 percent in July, compared to the previous month, the Bangladesh Bureau of Statistics said in a statement yesterday.
Food and non-food inflation rates accelerated faster in urban areas than in rural settings in July, compared to the previous month, data from the statistical agency shows.
In rural areas, food inflation remained the same in June and July, while non-food inflation rose by 0.45 percentage points.
But the situation was different until May when inflation increased more in rural areas than in cities.
Zahid Hussain, senior economist of the World Bank, said monetary expansion was excessive in the last fiscal year and its lagged effect might have been felt on non-food inflation in urban areas.
“If monetary expansion is very high, its effect is delayed by about four to five months,” Hussain said.
Food prices in urban areas increased in July after bad roads disrupted the supply chain, Hussain said, adding that the road communication worsened further due to persistent rains l in the last few weeks.
A high official of Bangladesh Bank said the private sector credit growth crossed 29 percent last year. Its effect may be felt on non-food inflation.
The official said the central bank from the middle of the last fiscal year took steps to rein in credit expansion to achieve high growth and keep the effect of inflation at a tolerable level.
Another high official of the central bank said they always advised the government to remain alert so that the supply side is not affected.
The appalling condition of the road networks has badly affected movement of commodities, the official said. As a result, prices of various food items shot up in urban areas.
Nationally, the overall inflation was 10.96 percent in July, which was 0.79 percentage points higher than in June.

(১৬৭৮) এসইসির সিদ্ধান্ত বাজারে ইতিবাচক ■■■■■■ (১৬৭৯) SEC sets Tk 10 as uniform face value of shares

Wednesday, August 24, 2011 Unknown


শেয়ারবাজার   ::::  দুই দিন নিম্নমুখী প্রবণতার পর  বুধবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দুই স্টক এক্সচেঞ্জেই  সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার গতকালের এসইসির সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে বিনিয়োগকারীরা আজ ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের ওপর বেশি ঝুঁকে পড়ায় এ সব কোম্পানির দাম বেড়ে যায়। তবে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
ডিএসইতে আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৩ পয়েন্ট বেড়ে যায়। আর দুপুর সাড়ে ১২টায় সূচক ৩৯ পয়েন্ট বাড়লেও দিন শেষে ডিএসইর সাধারণ মূল্য সূচক ৮৫.৮৬ পয়েন্ট বেড়ে ৬১৩১.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে হাতবদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৫টির প্রতিষ্ঠানের, কমেছে ৬৫টির, আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৪৪ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২৫৯ কোটি টাকা বেশি।
দিনের লেনদেন শেষে ডিএসইতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, ওয়ান ব্যাংক, এস আলম কোল্ড রোল্ড স্টিল, বেক্সিমকো, ইসলামী ব্যাংক ও ফু ওয়াং ফুডস।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ১৮২.০৫ পয়েন্ট বেড়ে ১৭,৪৪৩.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ হাতবদল হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকা বেশি।

================================

SEC sets Tk 10 as uniform face value of shares

New move takes effect from December

The stockmarket regulator yesterday decided in principle to set a uniform face value of equity shares and mutual fund units at Tk 10, a move that would end misinterpretation, confusion and manipulative attempts.
Trading with the uniform face value would start from December 1 this year, said a spokesman of the Securities and Exchange Commission.
The regulator took the decision at a meeting with SEC Chairman Prof M Khairul Hossain in the chair. The SEC set the common face value on instructions of the finance ministry after a government probe committee on recent share market scam recommended fixing a uniform face value.
The companies and mutual funds that presently have Tk 100 in face value will have to convert their shares and units to Tk 10 within November 29 and, in case of failure their trading will be suspended.
The SEC also set November 30 as record date for share conversion for all companies and mutual funds, said spokesman Saifur Rahman.
Presently, there are 138 listed companies and mutual funds with Tk 100 in face value, while 129 with Tk 10 and one mutual fund with Tk 1 in face value.
“A circular to this effect will be issued soon,” Rahman said, adding: “The commission took the decision considering the overall situation of the market and to create 'a level playing field' in the face value.”
However, the share conversion will not be considered as price sensitive information and the companies or mutual funds would not need to disclose anything on share conversion, said Rahman, also an executive director of the SEC.
Although denomination of shares does not have any impact on a company's earnings or assets, shares with lower face value have a psychological impact on the investors' mind.
Comparatively stocks with lower face value trade in higher prices than the stocks with higher face value, according to analysts.
Prof Mahmood Osman Imam, who teaches finance at Dhaka University, said: “The decision of uniform face value will help reduce gambling in the market.”
"It is a good decision and will boost investor confidence in a market that is on a continuous downward trend," said Imam, also a member of index development committee of the Dhaka Stock Exchange.
The new decision will also end the debate on split of shares, he added.
The government probe committee on the recent market debacle found that split of shares was used as a tool to mop up small investors' money and it was a major reason behind the market debacle.
Manipulators played on the “psychological weakness” of retail investors and encouraged them to buy lower denominated shares that had a huge impact on the stockmarket, said the probe report.
Split of shares does not have any impact on a company's earnings or assets. So, there should have been no impact of the split on share prices except for an adjustment to the face value, the report said.
But, it said, the fragmentation of shares had an “unexpected impact” on share prices and liquidity in the market.
The probe body had also recommended the government set a uniform face value in shares.

Wednesday, August 24, 2011 Unknown

শেয়ারবাজার   ::::   দুই দিন নিম্নমুখী প্রবণতার পর আজ বুধবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার গতকালের এসইসির সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে বিনিয়োগকারীরা আজ ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের ওপর বেশি ঝুঁকে পড়ায় এ সব কোম্পানির দাম বেড়ে যায়। তবে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
ডিএসইতে আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৩ পয়েন্ট বেড়ে যায়। আর দুপুর সাড়ে ১২টায় সূচক ৩৯ পয়েন্ট বাড়লেও দিন শেষে ডিএসইর সাধারণ মূল্য সূচক ৮৫.৮৬ পয়েন্ট বেড়ে ৬১৩১.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে হাতবদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৫টির প্রতিষ্ঠানের, কমেছে ৬৫টির, আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৪৪ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২৫৯ কোটি টাকা বেশি।
দিনের লেনদেন শেষে ডিএসইতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, ওয়ান ব্যাংক, এস আলম কোল্ড রোল্ড স্টিল, বেক্সিমকো, ইসলামী ব্যাংক ও ফু ওয়াং ফুডস।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ১৮২.০৫ পয়েন্ট বেড়ে ১৭,৪৪৩.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ হাতবদল হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকা বেশি।

Wednesday, August 24, 2011 Unknown

Blog Archive