চক্রান্তকারীদের খুঁজে বের করে কীভাবে তাদের বশে আনা যায় সরকার সে চেষ্টা করছে।

Tuesday, December 21, 2010 Unknown
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পুঁজিবাজারকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য স্টক মার্কেটে চক্রান্তকারীদের খুঁজে বের করে কীভাবে তাদের বশে আনা যায় সরকার সে চেষ্টা করছে
রাজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী কথা বলেন
অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারে আজ ১০ টাকা বিনিয়োগ করে কাল ১২ টাকা পাচ্ছে, এটা অস্বাভাবিক এটি স্টক মার্কেটের স্বাস্থ্যের জন্যও ভালো নয় চক্রান্তকারীরাই এটা করছে।’
বাজারে শেয়ারের দাম প্রতিদিন / টাকা বেড়ে যাওয়া বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শেয়ারের দাম কমলে বিক্ষোভ, ভাঙচুর করার কোনো মানে হয় না।’ অর্থমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, অনেকে এসএমই’র সহায়তা নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেছে।’
কে পি সি এল-এর একটি নিউজ

 

Tuesday, December 21, 2010 Unknown
প্রথম অংশ
বৈঠকে পুঁজিবাজার বিনিয়োগকারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল করিম বাবলু, মাইনুল ইসলাম, আপেল মাহমুদসহ বেশক’জন বিনিয়োগকারী এবং এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, সদস্য মনসুর আলম ইয়াসিন আলী এবং নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন পরে বৈঠকে উপস্থিত বিনিয়োগকারীরা আনোয়ারুল কবীর ভুইয়ার উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের বলেন, ‘মনসুর আলম ইয়াসিন আলীর হাতে এসইসি জিম্মি হয়ে আছে তাদের কারণে কোনও ভালো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না আনোয়ারুল কবির ভূঁইয়া এনএভি ফর্মুলা (প্রকৃত সম্পদমূল্য তত্ত্ব) বাতিল করতে চেয়েছিলেন কিন্তু ওই দুই সদস্যের কারণে তা করা যায়নি আনোয়ারুল কবির ভূঁইয়া বিষয়টি আমাদের জানিয়েছেন।’
মূলত বিনিয়োগকারীদের মুখ দিয়ে এসব কথা মিডিয়া প্রচারের পরই কমিশনের সদস্যরা তার ওপর নাখোশ হয়েছেন
অবশ্য বিনিয়োগকারীদের এমন বক্তব্যের পরিপ্রক্ষিতে পরে সাংবাদিকরা আনোয়ারুল কবির ভূঁইয়ার শরণাপন্ন হলে তিনি বিষয়টি অস্বীকার করেন তিনি তখন বলেন, বিনিয়োগকারীদের সঙ্গে আমার কোনও কথা হয়নি বিনিয়োগকারীদের আমি চিনি না source

কে পি সি এল-এর একটি নিউজ

তিন সদস্যের অভিযোগ

Tuesday, December 21, 2010 Unknown
পরস্পর দ্বন্দ্বে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক মুখপাত্র আনোয়ারুল কবির ভূঁইয়া সর্বশেষ গত সোমবার কমিশনের তিন সদস্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিসহ অভিযোগ দায়ের করেছেন চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের কাছে
নাম প্রকাশ না করার শর্তে এসইসি’র একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেন সূত্রমতে, মো. মনসুর আলম, মো. ইয়াসিন আলী মো. আনিসুজ্জামান তাদের অভিযোগপত্রে কমিশনের মুখপাত্র এবং এডিবির একটি গুরুত্বপূর্ণ পদ থেকে আনোয়ারুল কবির ভূঁইয়াকে সরিয়ে দেয়ারও জন্য অনুরোধ করেন এর আগে গত ১৪ ডিসেম্বর আনোয়ারুল কবির ভূঁইয়াকে এসইসির সার্ভেইল্যান্স প্রশাসনের মতো দু’টি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রসঙ্গে এসইসি’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নির্বাহী পরিচালক আনোয়ারুল করিব ভূঁইয়ার প্রতি আস্থা না ফেলায় তাকে এই দু’টি গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর পুঁজিবাজারে ব্যাপক দরপতন হলে বিনিয়োগকারীরা বিক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীদের একটি দল তাদের দাবি-দাওয়া নিয়ে এসইসি’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন
 আরো পড়ুন

SANDHANINS-->>>>>

FUWANGCER

Tuesday, December 21, 2010 Unknown

Olympic and Land O' Lakes of Minneapolis

Tuesday, December 21, 2010 Unknown
              The company has informed that it has signed an agreement with Land O' Lakes of Minneapolis, USA in conjunction with the United States Department of Agriculture for the manufacturing and supply of 6,000,000 ( আমেরিকার Land O' Lakes of Minneapolis কোম্পানির সাথে,৬০ লক্ষ cereal bars উৎপাদন এবং সাপ্লাইয়ের agreemen সাইন করেছে ) cereal bars, fortified with essential vitamins and minerals. Under the terms of the USDA Local & Regional Food Aid Procurement Pilot Project, the cereal bars will be distributed to over 75,000 school children per day in Jamalpur district, aimed at providing access to increased nutritional and caloric value.
        The company has also informed the following:
          (1) The goods shall be produce within their existing production capacity; as such, their production capacity shall not increase as a result of this agreement,
          (2) No additional fixed investment(বারতি কোন ফিক্সড ইনভেস্টমেন্ট প্রয়োজন হবেনা) shall be required to service this agreement aside from basic working capital which shall be finance from their existing banking arrangements,
          (3) The total revenue of this pilot project is US$ 4,50,000.00 (6.0 million bars x US$ 0.075 per bar), which will be remitted to the company from the donor account in USA. Net Profitability is expected to be around 10% and
          (4) The term of the agreement is expected to be 90 days, which may be extended if there is a change in delivery schedule by the purchaser. The contract was finalized and executed by Olympic on December 21, 2010.
SANDHANINS-->>>>>

FUWANGCER


 

SANDHANINS: face value changed

Tuesday, December 21, 2010 Unknown
The company has informed that the Board of Directors of the company has approved the following decisions: (1) to fix Record date on 30.12.2010 in connection with the change in denomination of share value from Tk. 100.00 to Tk. 10.00 each having the existing market lot of 50 shares and
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তন ও মার্কেট লট ৫০টির রাখতে ৩০ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে। এর পাশাপাশি, প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন সন্ধানী লাইফ হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড স্থাপিত হবে। এ প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।
 (2) to form a subsidiary company in the name of "Sandhani Life Housing and Development Company Ltd. (Proposed)" for Real State and Development activities after taking proper permission from all regulatory authorities concerned. The authorized capital of the said company will be Tk. 50.00 crore and paid-up capital will be Tk. 10.00 crore.


PADMA OIL, Cash ডিভিডেন্ড ঘোষণা,৬ তারিখ রেকর্ড ডেট

কেপিসিএলঃ 10th EGM of the company will be held on 23.01.2011

Tuesday, December 21, 2010 Unknown
The company has informed that the 10th EGM of the company will be held on 23.01.2011 at 11:00 AM at Bashundhara Convention Centre, Bashundhara R/A, Baridhara, Dhaka to pass the following resolutions: (1) to insert object clause iii (24) and (25) in the Memorandum of Association of the Company after clause iii (23) subject to permission of the Honorable High Court Division of the Supreme Court of Bangladesh and (2) to provide corporate Guarantee in favor of Standard Chartered Bank to secure credit facilities for Khulna Power Company Unit II Ltd. (KPUL), a subsidiary of the Company. Record Date for EGM: 30.12.10.

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটির দশম বর্ধিত সাধারণ সভা (ইজিএম) আগামী ২৩ জানুয়ারি বেলা ১১টায় ঢাকার বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ৩০ ডিসেম্বর।

SANDHANINS-->>>>>

FUWANGCER    এর খবর >>>         OLympic এর খবর

Blog Archive