Trading of four company will be stoped yesterday

Wednesday, May 02, 2012 Unknown

তালিকাভুক্ত চার কোম্পানির লেনদেন রেকর্ড ডেটের কারণে আগামীকাল বন্ধ থাকবে। কোম্পানি চারটি হচ্ছে— আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল)। লভ্যাংশ ঘোষণার পরিপ্রেক্ষিতে এ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। যমুনা ব্যাংক: ২০১১ সালের জন্য ২৩ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। আগামী ২৩ মে সকাল ১০টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ২০১১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ১৩৫ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৭১ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২০ টাকা ২ পয়সা। এদিকে গতকাল ডিএসইতে এ শেয়ারের দর ১ দশমিক ৬৬ শতাংশ বা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩০ টাকা ৭০ পয়সায়। দিনশেষে এ শেয়ারের সর্বশেষ দর হয় ৩০ টাকা ৯০ পয়সা। আল-আরাফাহ্ ব্যাংক: পরিচালনা পর্ষদ ২০১১ সালের জন্য ২১ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। আগামী ২০ মে বেলা ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৭৩ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৬ টাকা ৬৯ পয়সা। এদিকে গতকাল ডিএসইতে এ শেয়ারের দর বেড়েছে ৩ দশমিক ৭৯ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা। দিনশেষে এ শেয়ারের দর হয় ৩২ টাকা ৭০ পয়সা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: বীমা খাতের এ কোম্পানিটি ২০১১ সালের জন্য ৫০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে। আগামী ১৫ মে কারওয়ান বাজারের এনএলআই টাওয়ারে বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল এ শেয়ারের দর বেড়েছে ৩ দশমিক ৪৭ শতাংশ বা ১২ টাকা ২০ পয়সা। দিনশেষে এ শেয়ারের দর হয় ৩৬১ টাকা ৯০ পয়সা। পিপলস লিজিং: পরিচালনা পর্ষদ ২০১১ সালের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। আগামী ২৬ জুন বেলা ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ২০১১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ২ টাকা ৭৬ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২০ টাকা ৪৪ পয়সা। এদিকে গতকাল এ শেয়ারের দর বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা।   ::::  

Blog Archive