(১৩৬৮) বিডি ফান্ড এক্সক্লুসিভ...like please...

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: সাড়ে তিন হাজার কোটি টাকার ইউনিট ফান্ড বিক্রির অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফান্ড পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) গত বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে ফান্ডের উদ্যোক্তা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার এসইসি বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রির অনুমোদন দিয়েছে এই ইউনিট বিক্রির জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিমন্ত্রণ করা হবে তিনি বলেন, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই ফান্ড বিক্রি হবে বিশেষ ধরনের ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) মাধ্যমে ইউনিট বিক্রি করা হবে সরকার বিশেষ প্রণোদনা দিলে ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে
উল্লেখ্য, উদ্যোক্তাদের এক হাজার ৫০০ কোটি টাকা নিয়ে গত মে শেয়ার ক্রয় শুরু করে বাংলাদেশ ফান্ড আগের দিন এসইসি এই ফান্ডের চূড়ান্ত অনুমোদন দেয়
গত মার্চ আইসিবিসহ রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংক ফান্ড গঠনের ঘোষণা দেয় পাঁচ হাজার কোটি টাকার ফান্ডে উদ্যোক্তারা এক হাজার ৫০০ কোটি টাকা দেন

(১৩৬৮) বিডি ফান্ড এক্সক্লুসিভ

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: সাড়ে তিন হাজার কোটি টাকার ইউনিট ফান্ড বিক্রির অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফান্ড পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) গত বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে ফান্ডের উদ্যোক্তা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার এসইসি বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রির অনুমোদন দিয়েছে এই ইউনিট বিক্রির জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিমন্ত্রণ করা হবে তিনি বলেন, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই ফান্ড বিক্রি হবে বিশেষ ধরনের ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) মাধ্যমে ইউনিট বিক্রি করা হবে সরকার বিশেষ প্রণোদনা দিলে ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে
উল্লেখ্য, উদ্যোক্তাদের এক হাজার ৫০০ কোটি টাকা নিয়ে গত মে শেয়ার ক্রয় শুরু করে বাংলাদেশ ফান্ড আগের দিন এসইসি এই ফান্ডের চূড়ান্ত অনুমোদন দেয়
গত মার্চ আইসিবিসহ রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংক ফান্ড গঠনের ঘোষণা দেয় পাঁচ হাজার কোটি টাকার ফান্ডে উদ্যোক্তারা এক হাজার ৫০০ কোটি টাকা দেন

Monday, May 30, 2011 Unknown
VOTE দিতে উপরের <True Story, dse, cse> ক্লিক করুন

Monday, May 30, 2011 Unknown

Monday, May 30, 2011 Unknown
জাতীয় নির্বাচন চলছে...

Monday, May 30, 2011 Unknown
জাতীয় নির্বাচন চলছে...

Monday, May 30, 2011 Unknown
Result Now:: আঃলীগ=৪৬,বিএনপি=৪২,না=১৬

Monday, May 30, 2011 Unknown
<True Story, dse, cse> জাতীয়
নির্বাচন চলছে...
VOTE দিতে উপরের <True Story, dse, cse> ক্লিক করুন

(১৩৬৭) মিউচুয়াল ফান্ডের পজিটিভ || LIKE PLEASE ||

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: মিউচুয়াল ফান্ডের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) অনুরোধ করেছে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএএমসি) আজ সোমবার এসইসির নবনিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই অনুরোধ করা হয়
বৈঠক শেষে এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইওয়ার সাইদ সাংবাদিকদের বলেন, মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে এর আগে এটা নিয়ে কেলেঙ্কারি হয়েছে সুতরাং মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্ট নিয়ে কেলেঙ্কারির ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে ছাড়া কমিশনকে চাপ নৈতিকতার সঙ্গে আপস না করার আহ্বান জানানো হয়
বৈঠক শেষে এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী সাংবাদিকদের বলেন, ‘এএএমসির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে প্রস্তাবনাগুলো আমরা ইতিবাচক হিসেবে দেখছি পর্যায়ক্রমে তাদের সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে।’
বৈঠকে এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, সদস্য হেলাল উদ্দিন নিজামী, নবনিযুক্ত সদস্য আরিফ খান আমজাদ হোসেন এবং এএএমসির পক্ষ থেকে সংগঠনটির সভাপতি রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ইমাম ছাড়াও আইসিবি, এলআর গ্লোবাল, এইমস প্রাইম অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিনিধিরা অংশ নেন

(১৩৬৬) ব্যাংকের বিনিয়োগ বাড়তে পারে

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্জিত মুনাফা পুনরায় পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)
জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ অন্যান্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত বৈঠক করতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি পাশাপাশি দেশের অর্থনীতির স্বার্থে কৃষি খাত, মেয়াদি শিল্প, চলতি মূলধন ঋণসহ শিল্প খাতের সব ঋণের সর্বোচ্চ সুদের হার ১৩ শতাংশ নির্ধারণের দাবি করেছে
গতকাল রোববারব্যাংকের সুদ, তারল্য-সংকট এবং পুঁজিবাজার পরিস্থিতি’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআইর পক্ষ থেকে এসব দাবি জানান হয়
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত সম্মেলনে বক্তব্য দেন এফবিসিসিআইর সভাপতি কে আজাদ সময় এফবিসিসিআইর প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক গোলাম মোস্তফা তালুকদার, শামসুল হক, নজিবুর রহমান, ওয়ায়দুর রহমান, আবুল আলম চৌধুরী, মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন
কে আজাদ অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংক সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য-সংকট দেখা দিয়েছে এতে ব্যাংকের সুদ বাড়ছে, যা বাণিজ্য বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দেশি বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে ব্যাংকের তারল্য-সংকট কাটাতে নগদ জমার হার (সিআরআর) বিধিবদ্ধ জমার হার (এসএলআর) আগের অবস্থায় ফিরিয়ে আনার সুপারিশ করেন তিনি
কে আজাদ বলেন, দেশের বাণিজ্যিক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ২০১০ সালে পুঁজিবাজার থেকে আনুমানিক আট হাজার কোটি মুনাফা অর্জন করে বর্তমানে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ নির্ধারিত সীমার নিচেই রয়েছে কিন্তু তারা তারল্য সংকটের কারণে বাজারে বিনিয়োগ করতে পারছে না
শেয়ারের দাম অনেক কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্জিত মুনাফা পুঁজিবাজারে পুনরায় দ্রুত বিনিয়োগ করার তাগিদ দেন কে আজাদ জন্য সিআরআর এসএলআর কমিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রস্তাব দেন তিনি
এফবিসিসিআইর সভাপতি বলেন, ২০০৯ ২০১০ সালে যখন শেয়ারের চাহিদা বেড়েছিল, তখন শেয়ারের সরবরাহ বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে সূচক অনেক বেড়ে যায় এবং বেশির ভাগ শেয়ারই অতিমূল্যায়িত হয় বাংলাদেশ ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সময়মতো পদক্ষেপ না নেওয়ায় পুঁজিবাজারে ধস নেমেছে বলেও তিনি মত প্রকাশ করেন
একে আজাদ আরও বলেন, গত বছরের এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সীমার মধ্যে বিনিয়োগ করার জন্য সতর্ক করে কিন্তু সূচক যখন সাড়ে ছয় হাজার পয়েন্ট ছিল, তখন সতর্ক করা হলে বাজার এতটা অতিমূল্যায়িত হতো না কিন্তু ডিসেম্বরে ব্যাংকগুলোকে শেয়ার বিক্রিতে বাধ্য করায় ব্যাংকগুলো প্রচুর লাভ করলেও পুঁজিবাজারে ধস নামে এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন
এফবিসিসিআইর সভাপতি পুঁজিবাজারের ভিত শক্তিশালী করতে সরকারি বহুজাতিক কোম্পানিকে বাজারে আনার তাগিদ দেন
সুদের বিষয়ে এফবিসিসিআইর সভাপতি বলেন, চলতি বছরের মার্চ ব্যাংক-ঋণের ওপর আরোপিত ১৩ শতাংশ সর্বোচ্চ সুদের হারের সীমা প্রত্যাহার করায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বেড়ে ১৮ শতাংশ পর্যন্ত উঠেছে একদিকে সুদের হার বেড়েছে, অন্যদিকে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তারা বিভিন্ন ব্যাংকের কাছে ধরনা দিয়েও ঋণ পাচ্ছেন না কাজেই সুদের হার সহনীয় করতে হবে
একই সঙ্গে টাকার মূল্যমান স্থিতিশীলতা বজায় রাখতে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ডলারকে একক মুদ্রা হিসেবে বিবেচনা না করে মুদ্রার বিনিময় হার বহুমুখীকরণ করার সুপারিশ করেন কে আজাদ এতে অন্যান্য মুদ্রার ব্যবহার বাড়ানো হলে ডলারের দাম বাড়বে না এবং সংকটও তৈরি হবে না

(১৩৬৫) ভিন্নঃ চূড়ান্ত অনুমোদন // LIKE PLEASE\\

Monday, May 30, 2011 Unknown
:::: আদালত অবমাননা আইন-২০১১-এর খসড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন ২০১১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়
ছাড়া বৈঠকে জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া-২০১১ অনুমোদন দেওয়া হয়
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তথ্য জানান
সম্প্রতি ফ্রান্সের ডুঁফিন বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রীকে স্বর্ণপদক ডিপ্লোমা সনদ দেওয়ায় বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয় গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপদান শক্তিশালীকরণ এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাঁকে পদক সনদ দেওয়া হয়
অভিনন্দনের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ সম্মান জনগণের প্রাপ্য আমি জনগণের জন্য কাজ করছি।’

(১৩৬৪) DSE-CSE -HIGHER

Monday, May 30, 2011 Unknown
The country's two bourses concluded Monday's trading, registering an uptrend.

The Dhaka Stock Exchange (DSE) general index gained 113.71 points or 2.07 percent to close at 5603.59.

Of the 261 traded issues, 231 advanced, 26 declined and four remained unchanged.

The turnover stood at Tk 4.8 billion.

Meanwhile, Chittagong Stock Exchange (CSE) Selective Categories Index closed at 10092.32, up 225.63 points or 2.28 percent.

Out of the 194 traded issues, 175 gained, 17 lost and two showed no change.

The turnover stood at Tk 609 million.

(১৩৬৩) একদিনে দেড়শ' কোটি \\like please//

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: দ্বিতীয় দিনের মতো চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে এদিন আগের দিনের তুলনায় প্রায় দেড়শ' কোটি টাকার লেনদেন বেশি হয়েছে সূচক বেড়েছে ১১৩ পয়েন্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সকালে কিছু সময় সূচকের ওঠানামা চললেও সাড়ে ১১টার পর থেকে সূচকের ঊর্ধ্বগতি দেখা যায়

দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৪৮৯ দশমিক ৮৮, যা আগের দিনের চেয়ে ১১৩ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ বেশি

গত দিনে সূচক বেড়েছিলো ৯২ পয়েন্ট

সারাদিনে হাতবদল হয়েছে কোটি ১৭ লাখ ৫৯ হাজার ৮৫৭টি শেয়ার, যার বাজার দর ৪৮১ কোটি ৫৭ লাখ ২৩ হাজার টাকা রোববার মোট লেনদেনের পরিমাণ ছিলো ৩৩০ কোটি টাকা

লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩১টির, কমেছে ২৬টির এবং ৪টি শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ডিএসইর সামনে অবস্থান কর্মসূচি পালন করে

১৫ দফা দাবিতে গত বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় ঐক্য পরিষদ তাদের দাবির মধ্যে রয়েছে- সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন বাজেট পাস হওয়ার আগ পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখা, মার্জিন লোনের হার : করা, বাজার তদারকিতে একটি কমিটি গঠন ইত্যাদি

এরপর থেকে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে

পরিষদের আহ্বায়ক মিজানুর রশিদ খান সাংবাদিকদের বলেন, "আজ পুঁজিবাজারের অবস্থা ভালো হলেও এমন অবস্থা বেশিদিন থাকে না বলে আমরা অতীতে দেখেছি তাই আমরা আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো"

(১৩৬২) Profits from market be reinvested: FBCCI

Monday, May 30, 2011 Unknown
 The Federation of Bangladesh Chamber of Commerce and Industries (FBCCI) has urged the government to force the merchant banks and brokerage houses to reinvest profits made from the share market in the market.

"A total of 27 banks and 14 financial organisations have made an estimated Tk 60 billion profit. It is necessary to take steps to return this large amount of profit to the market," FBCCI president A K Azad told a press conference in the city on Sunday.

He read out a written statement at the press conference on 'Bank, Bank Interest, Liquidity Crisis and Share Market Situation'.

Azad urged the finance minister and the Bangladesh Bank governor to sit with the merchant banks and financial organisations concerned immediately to settle the issue.

He blamed the central bank and the Securities and Exchange Commission (SEC) for the recent stocks debacle.

"The Bangladesh Bank warned the banks and financial organisations to conduct transactions within limit in April last year. The market would not have been overvalued if the warning came when the index touched 6500 points.

"The Bangladesh Bank and the SEC didn't take steps when the price index started rising from July to September," he said

"At last they forced the banks to sell shares in December. It brought a large amount of profits to the banks but caused fall in the market," Azad added.

He also urged the government to take steps to settle issues like liquidity crisis and high interest rates of bank loans.

"Since the government has withdrawn the ceiling on the interest rates of bank loans, the banks are collecting interest up to 18 percent. The crisis has become more acute now. Local and foreign investors are getting discouraged. The entire economy will come to a stand still if the situation does not look up," he said.

The FBCCI president placed a six-point demand, including reduction of difference between bank interest rates on deposits and loans to three percent, stabilising the value of Taka and cleansing of Artha Rin Adalat (money loan court).

He suggested keeping two representatives of businessmen at the SEC and bringing the state-owned and multinational companies to the share market to reinvigorate it.

First FBCCI vice-president Mohammad Jasimuddin, vice president Mostafa Azad Chowdhury and directors were also present at the press conference.

(১৩৬১) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল)

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: দীর্ঘ ১৯ বছর পর আবারো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু সোমবার সকালে ঢাকার রেডিসন হোটেলে বেসরকারী এই ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়ওই ব্যাংকের পরিচালক আখতারুজ্জামান চৌধুরীর বড় ছেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার পিতা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেনবার্ষিক
সাধারণ সভার পর নব নির্বাচিত চেয়ারম্যানের সভাপতিত্বে ব্যাংকের বোর্ড সভা শুরুহয় দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত বোর্ড সভা চলছিল

উল্লেখ্য, আখতারু"জ্জামান চৌধুরীর নেতৃত্বে ১৯৮৩ সালে দেশের শীর্ষস্থানীয় এই ব্যাংকটির যাত্রা শুরু হয় এরপর থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি টানা ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন

(১৩৬০) ডলার আয়ের আরেকটি ক্ষেত্র //like please//

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: জাতিসংঘের সঙ্গে ব্যবসায়ের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটি ক্ষেত্র উম্মোচিত হতে পারে উন্নত মানের পণ্য ব্যবসায়িক অভিজ্ঞতার কারণে বাংলাদেশের ব্যবসায়ীদের এই ক্ষেত্রে সফলতা অর্জনের সুযোগ রয়েছে

সোমবার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বাণিজ্যমন্ত্রী ফারুক খান এই অভিমত জানান

"How to business with the United Nations & Vendor Registration" শীষর্ক কর্মশালাটি ডিসিসিআই আয়োজন করে

কর্মশালায় বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘বাংলাদেশ নানাভাবে জাতিসংঘের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে কাজ করছেন এছাড়াও জাতিসংঘের অনেক ক্ষেত্রেই ব্যবসায়ের সুযোগ রয়েছে এসব ক্ষেত্রে বাংলাদেশের অনেক অভিজ্ঞ ব্যবসায়ী রয়েছে।’

তিনি আরও জানান, বাংলাদেশের পণ্যের মান অনেক দেশের তুলনায় উন্নত হওয়ায় সুনামের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীরা জাতিসংঘের ক্রয়বাণিজ্যে বিশেষ অবদান রাখতে পারবেন তা দেশের জন্যে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে

তিনি আশা করেন, ডিসিসিআইয়ের কর্মশালার মাধ্যমে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে

ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, জাতিসংঘ প্রতিবছর ৩৫০ কোটি মার্কিন ডলার পরিমাণের পণ্য ক্রয় করছে কিন্তু বাংলাদেশ এখনো এই বিপুল বাণ্যিজের সুযোগ নিতে পারেনি ইউএনডিপির তালিকায় ৯৬টি দেশের ৭৭৮২টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত থাকলেও বাংলাদেশের মাত্র দুটি প্রতিষ্ঠান রয়েছে অথচ প্রতিবেশী দেশগুলোয় অনেক প্রতিষ্ঠান এই ব্যবসা করছে

নকশা, প্রকৌশল, নিমার্ণ, রাসায়নিক দ্রব্য, খাদ্যপণ্য সরবরাহ, ভ্রমণ বিমান পরিবহন ইত্যাদি ক্ষেত্রে ব্যবসায়ের সুযোগ রয়েছে বলে তিনি জানান বাংলাদেশী ব্যবসায়ীরা এই ক্ষেত্রে পুর্ণ সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন

২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষে জাতিসংঘের সঙ্গে নানা মাত্রার ব্যবসা অনেক সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন এর মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন আয়ের আরেকটি ক্ষেত্র উম্মোচিত হবে

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি . আব্দুল মোমেন বলেন, "এই ব্যবসার খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে কারণ এর মাধ্যমে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।"

জাতিসংঘের ক্রয় বিভাগের অফিসার ইনচার্জ দিমিত্রি দেভগোপলি বলেন, "৯৬টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইউএন পণ্য কিনছে আমরা আরও বেশী দেশ থেকে পণ্য নিতে চাই প্রতিযোগিতার বাজারে বাংলাদেশ টিকে থাকতে পারবে বলেই আমার বিশ্বাস বাংলাদেশের এই সক্ষমতা মানসম্পন্ন পণ্য রয়েছে তবে তাদের কাছে ইউএন বাজার সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই।"

কর্মশালায় আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি কে আজাদসহ ডিসিসিআই সহ-সভাপতি নাসির হোসেন সংস্থাটির পরিচালকরাও কর্মশালায় উপস্থিত ছিলেন

Blog Archive