(১৯১৫) চতুর্থবারের মতো

Friday, September 16, 2011 Unknown

চতুর্থবারের মতো বাংলাদেশের বাণিজ্যনীতি পর্যালোচনার কাজ শুরু করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। এ লক্ষে সংস্থার একটি প্রতিনিধিদল আগামী অক্টোবরে ঢাকায় আসছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রতি ৬ বছর অন্তর স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্যনীতি পর্যালোচনা করে বিশ্ব বাণিজ্য সংস্থা। এবার নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশের বাণিজ্যনীতি পর্যালোচনা করবে সংস্থাটি।

ডব্লিউটিও এর আগে সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশের বাণিজ্যনীতি পর্যালোচনা করেছিল।

আনুষ্ঠানিকভাবে চতুর্থ ট্রেড পলিসি পর্যালোচনার তারিখ নির্ধারণ করা হয়েছে ২০১২ সালের ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর।

সূত্র জানায়, সফরকালে ডব্লিউটিও প্রতিনিধিদল বাংলাদেশের বাণিজ্যনীতিসহ বিনিয়োগ পরিস্থিতি, মুদ্রানীতি, রাজস্ব নীতি, শিল্পনীতি, শ্রমমান, মেধাস্বত্ব সংরক্ষণ ও সুশাসন ইত্যাদি বিষয়ও পর্যালোচনা করবে।

এ জন্য সংস্থার পক্ষ থেকে সরকারের কাছে বেশকিছু তথ্য-উপাত্তও চাওয়া হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ সকল তথ্য-উপাত্ত ডব্লিউটিও বরাবর পাঠাতে হবে।

বাংলাদেশ সরকারের প্রদত্ত এ সকল তথ্য-উপাত্তের ভিত্তিতে একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করবে ডব্লিউটিও।

(১৯১৪) Investors may get more time to adjust stock exposure

Friday, September 16, 2011 Unknown

Investors may get more time to adjust stock exposure

The central bank will increase the adjustment period of the single-party exposure limit, if it is necessary for the stockmarket, SK Sur Chowdhury, an executive director of Bangladesh Bank, said yesterday.
“Considering the market situation and discussing the matter with market stakeholders, the central bank will increase the adjustment period if the government wills,” said Chowdhury.
The assurance came at a meeting between the Securities and Exchange Commission and the SEC coordination committee that comprises representatives from the finance ministry, BB, Dhaka and Chittagong bourses and the regulator.
The meeting was called to discuss ways to increase the flow of liquidity to the bruised stockmarket and rebuild investor confidence. It was the last of a series of meetings SEC held in the face of a continuous downtrend in the market.
The regulator sat with Bangladesh Merchant Bankers Association on Tuesday and the asset management companies on Wednesday.
Chowdhury said the central bank extended the adjustment period twice -- first, from July to September, and then from September to December this year. “We will observe the situation until December.”
“Bangladesh Bank always considers development of the stockmarket and it will not take any decision or step that will hurt the market and investors,” he added.

(১৯১৩) ২১ দিনে ডিএসইর বাজার

Friday, September 16, 2011 Unknown

গত তিন সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে দশ হাজার ৪৩৬ কোটি ৫৪ লাখ ২৪ হাজার ৪৬২ টাকা। তবে গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে লেনদেন বেড়েছে। তাছাড়া দরপতনের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি দেশের দুই পুঁজিবাজার। এর আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও ডিএসই ও সিএসইতে দরপতনের ধারা অব্যাহত ছিল।

গত সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবসেই দরপতন হয় উভয় বাজারে। আগের মাসের মতো চলতি মাসেও দরপতনের প্রতিবাদে ডিএসইর সামনে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন বিনিয়োগকারীরা। গত ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর টানা তিনদিন বিক্ষোভ করেন তারা।

এর আগে গত মাসের ২, ৪ ও ৭ আগস্ট একই কারণে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা।

গত সপ্তাহে ডিএসইতে ২২১টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ১১০ পয়েন্ট। আগের সপ্তাহে ২৩৯টি প্রতিষ্ঠানের দাম ও সূচক কমেছিল ১৩৪ পয়েন্ট। অর্থাৎ গত দুই সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক কমেছে ২৪৪ পয়েন্ট।

অন্যদিকে গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৩৯টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৯৩ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ। আগের সপ্তাহে ১৮৪টি প্রতিষ্ঠানের দাম ও সূচক কমেছিল ২৪৪ পয়েন্ট বা ২.২২ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬৪টির লেনদেন হয়। এরমধ্যে দাম বেড়েছে ৩৯টির ও কমেছে ২২১টির ও অপরিবর্তিত ছিল ৪টি প্রতিষ্ঠানের দাম। বাকি ৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়নি।

পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক নেমে যায় ৫ হাজার ৯৬৬.৫১ পয়েন্টে যা আগের সপ্তাহের চেয়ে ১.৮২ শতাংশ কম। সার্বিক সূচক ১.৯০ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৯৯১.৫২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১ হাজার ৬৩২ কোটি ৭০ লাখ ৪২ হাজার ৫৭২ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৪ কোটি ১৬ লাখ ২৫ হাজার ৭৯৪ টাকা।

(১৯১২) Investment cap for mutual funds goes

Friday, September 16, 2011 Unknown

Investment cap for mutual funds goes

The Securities and Exchange Commission yesterday decided to let mutual funds invest in securities freely, in a move that will increase the flow of funds to the cash-strapped stockmarket.
“The SEC has lifted the investment ceiling for mutual funds as they urged the regulator to do so,” said Saifur Rahman, an executive director of SEC.
The new decision will remain in force until December 31, he said.
As per the securities law, a mutual fund was allowed to invest 10 percent of its capital in a single security and 25 percent in one sector.
“From now, we can invest freely in any sector or stock,” said an asset manager.
Asset managers on Wednesday urged the stockmarket regulator to relax the ceiling of investment to increase the credit flow to the market which is now experiencing high volatility mainly due to a liquidity crunch.
The SEC approved the rights offer of Premier Leasing and Finance Ltd. The company will issue 52.09 lakh ordinary shares of Tk 100 each, totalling Tk 52.09 crore. The company will offer one rights share for each existing share.
The net asset value (NAV) of the company is Tk 156.07, while the earnings per share are Tk 151.01, according to the last audited financial report.
Meanwhile, the SEC has approved the prospectus of a Tk 50 crore closed-end mutual fund of Sandhani Life Unit Fund. The face value of each unit is Tk 10. Alif Asset Management Ltd will be the asset manager for it.
The SEC also approved the trust deed of a Tk 100 crore of MTB Unit Fund. Mutual Trust Bank will provide Tk 20 crore and Tk 80 crore will be colleted from the capital market. The asset manager of the fund is Alliance Asset Management.

(১৯১১) ব্যাংকগুলো প্রাতিষ্ঠানিকভাবে কর্পোরেট সোশ্যাল

Friday, September 16, 2011 Unknown

ব্যাংকগুলোকে সিএসআর কার্যক্রমের মধ্যে নিয়ে আসা উচিত: গভর্নর

ব্যাংকগুলোকে সিএসআর কার্যক্রমের মধ্যে নিয়ে আসা উচিত: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য, বঞ্চনা, দারিদ্র দূরীকরণ এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের ফলে সৃষ্ট বহুমুখী অভিঘাত হ্রাস করার লক্ষ্যে ব্যাংকগুলো প্রাতিষ্ঠানিকভাবে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটিকে (সিএসআর) ব্যাকিং কার্যক্রমের মধ্যে নিয়ে আসা একটি অন্যতম মানবিক কর্মসূচি।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ব্র্যাক ব্যাংক কর্তৃক পটুয়াখালীর স্থানীয় সাংবাদিকদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করে পটুয়াখালী জার্নালিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট।

গভর্নর বলেন, সিএসআরের আওতায় ব্যাংকগুলো শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ বিপর্যয় রোধ, ক্রীড়া জনসচেতনতা বাড়ানো ইত্যাদি ক্ষেত্রে বহুমুখী পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, এদেশের ব্যাকিং খাত বিগত বছরে সিএসঅর-এর কার্যক্রমে ব্যয় করেছে প্রায় ২৩৩ কোটি টাকা। এর  মধ্যে শুধু শিক্ষাখাতে ব্যয় হওয়া অর্থের পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

গভর্নর সিএসআর ধারণাকে নীতিগত পর্যায়ে গ্রহণ করে শিক্ষা বৃত্তি চালু করণের ফলে দরিদ্র মেধাবী শিক্ষাথীদের বৃত্তি সংস্থান হবে বলে জানান।

পটুয়াখালী জেলার ৪০ জন সাংবাদিকের ৪০ জন ছেলে-মেয়েকে ২০১০-২০১১ সালের জন্য ২০ হাজার টাকা করে মোট আট লাখ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ এ রুমী আলী, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহাবুবুর রহমান, পিজেডি ট্রাস্টের চেয়ারপারসন ও এফবিসিসিআইয়ের পরিচালক গোলাম মোস্তাফা তাল্লুকদার, পটুয়াখারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল লতিফ মাসুম, দৈনিক অর্থনীতি সম্পাদক জাহিদুজ্জামান ফারুক প্রমুখ।

(১৯১০) Doel laptop to hit market by Oct 15

Friday, September 16, 2011 Unknown

Doel laptop to hit market by Oct 15

Bangladesh's first-ever manufactured laptop will hit the markets by October 15, the chief of a parliamentary body said yesterday.
With advice of Bangladesh University of Engineering and Technology and technical support from Malaysia's state-owned Telephone Shilpo Sangstha (Tesis) is manufacturing the low-priced laptop, Doel.
Telecoms Minister Rajiuddin Ahmed Raju informed the parliamentary standing committee on the telecoms ministry that Prime Minister Sheikh Hasina is expected to unveil the laptop.
The committee chief, Hasanul Haq Inu, told reporters that four types of the laptop would be priced at Tk 10,000, Tk 12,000, Tk 21,000 and Tk 25,000.
The government organisations, including educational institutions, will be the first to buy the laptops, Inu said.

(১৯০৯) স্থগিত রাখার পরামর্শ আইএমএফ’র

Friday, September 16, 2011 Unknown


নতুন ব্যাংকের অনুমোদন স্থগিত রাখার পরামর্শ আইএমএফ’র

ঢাকা: নতুন ব্যাংক প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন দেওয়ার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সেই সঙ্গে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

দেশের সামগ্রিক অর্থনীতির আকার বিবেচনা করে এ মুহূর্তে সরকার যদি নতুন ব্যাংকের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে তবে তা অত্যন্ত বিবেচনা প্রসূত কাজ হবে বলে মত দিয়েছেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-প্রধান ডেভিড কোয়েন।

আইএমএফ প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের শেষ পর্যায়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ণ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডেভিড কোয়েন।

বৃহস্পতিবার দুপুরে আইএমএফ ঢাকা কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কোয়েন বলেন, ‘নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার আগে সরকারকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় আনতে হবে। তা হলো- ব্যাংক কোম্পানি আইনের সংশোধন, ব্যাংকগুলোর বিরাজমান তারল্য সঙ্কট থেকে উত্তরণ এবং তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকের সামর্থ বৃদ্ধি।’

(১৯০৮) NBR honours 350 taxpayers

Friday, September 16, 2011 Unknown

NBR honours 350 taxpayers

Income Tax Day observed countrywide

Finance Minister AMA Muhith leads a procession of the National Board of Revenue in Dhaka yesterday to mark Income Tax Day.Photo: STAR
The National Board of Revenue (NBR) yesterday honoured 350 long-time and highest taxpayers in the country, marking Income Tax Day for the fourth year to create awareness of the importance of paying tax.
The tax authority handed over crests and certificates to 90 taxpayers in Dhaka at a function at Officers' Club.
Similar programmes were also organised in other cities.
Dividing in two categories -- long time and highest taxpayers -- the tax administrator picked five taxpayers from each of all six city corporations and five taxpayers from each of 64 districts.
Among the five from each city corporation and each district, the NBR honoured two taxpayers for paying tax for a long time and three for becoming the highest taxpayers in fiscal 2010-11.
Finance Minister AMA Muhith handed over the crests and certificates to these taxpayers out of the total 9 lakh taxpayers in the country. NBR Chairman Nasiruddin Ahmed and other officials were present at the ceremony.
''I feel honoured. It's a great feeling. Such recognition gives inspiration to continue paying tax. I will try to pay more tax to get this recognition,'' said Asadul Islam after receiving the award for becoming the second highest taxpayer in Narayanganj district.
Islam, managing director of clothing firm Asrotex Group, said he paid Tk 17 lakh as an individual in fiscal 2010-11 and was nominated for the award for the first time.
''I saw others being honoured in the past years and thought how I can become the highest taxpayer,'' said Islam.
Though this was the fourth year the tax administrator honoured large and long time taxpayers in its bid to boost revenue by creating awareness among people, many still do not pay tax fearing hassles.
The NBR also held rally in the morning and engaged students in the campaign.
''We should not evade tax. If we all pay tax regularly and properly, it will help our country progress,'' said Yunus Ali, who became the largest taxpayer in Dhaka district.
Ali, who has been paying tax since 1990, said the recognition he and others received should inspire others.
Aminul Islam, second highest taxpayer from Munshiganj district, said he was happy to be honoured by the government.
''I am very much delighted. I feel good when I think that the tax I pay is used for the welfare of people,'' said the taxpayer from Munshiganj.
To encourage people to pay tax and help eliminate the fear of hassles, the tax administrator also organised fairs in the past couple of years, including the Income Tax Fair.
This year the fair will begin tomorrow in all divisional cities and run until September 22.
Visitors will get tax identification number (TIN) instantly, submit tax returns and deposit payable tax apart from other assistances at the fair.
To ease tax payment and registration, the NBR also takes various steps including creating scope for the taxpayers to submit their returns online.
It has also installed a tax calculator at its website to help the taxpayers assess the amount of their payable taxes.
Azizur Rahman, a long time taxpayer from Rajbari district, said the government should ensure an environment where the taxpayers can get services without any harassment by tax officials.
''Sometimes tax officials demand bribe during the submission of income tax returns. This should go. We want them to help us so that we can pay tax easily,'' said Rahman, who has been paying tax for the last 38 years.

(১৯০৭) পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন

Friday, September 16, 2011 Unknown

পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

বৃহস্পতিবার সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় কোম্পানিটির রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন করা হয়।

কমিশন সভা শেষে এসইসি’র মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, প্রিমিয়ার লিজিং মোট ৫২ লাখ ৯ হাজার ২৮২টি রাইট শেয়ার ছেড়ে ৫২ কোটি ৯ লাখ ২৮ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে।

কোম্পানির শেয়ারহোল্ডাররা ১:১ হারে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি) রাইট শেয়ার পাবেন। ১০০ টাকা অভিহিত মূল্যের রাইট শেয়ারের জন্য কোনো অতিরিক্ত অর্থ (প্রিমিয়াম) দিতে হবে না।

(১৯০৬) Bangladeshis ineligible for DV-2013

Friday, September 16, 2011 Unknown

Bangladeshis ineligible for DV-2013

The United States has declared 19 countries including Bangladesh ineligible for the upcoming Diversity Visa (DVs) 2013.
The State Department in an announcement said the nationals of these countries are not eligible to apply for 2013 DVs programme as the countries sent a total of more than 50,000 immigrants to the US over the past five years.
The 18 other countries are: Brazil, Canada, China (mainland), Colombia, Dominican Republic, Ecuador, El Salvador, Guatemala, Haiti, India, Jamaica, Mexico, Pakistan, Peru, Philippines, South Korea, United Kingdom (except Northern Ireland) and its dependent territories, and Vietnam.
Persons born in Hong Kong SAR, Macau SAR and Taiwan, however, are eligible for the programme, the announcement said.
It also mentioned that for fiscal year 2013, 50,000 diversity visas will be available and the annual DV programme makes visas available to persons meeting simple, but strict, eligibility requirements.
Changes in eligibility this year:
For DV-2013, natives of South Sudan and Poland are now eligible for selection.
The Department of State implemented the electronic registration system beginning with DV-2005 in order to make the DV process more efficient and secure.

(১৯০৬) এক কোম্পানির শেয়ারে বিনিয়োগ

Friday, September 16, 2011 Unknown

মিউচ্যুয়াল ফান্ডগুলোর জন্য এক কোম্পানির শেয়ারে বিনিয়োগের সর্বোচ্চ সীমা শিথিল করেছে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একইসঙ্গে একক শিল্পে শেয়ার, ডিবেঞ্চার ও অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগের সর্বোচ্চ সীমাও শিথিল করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশন সভায় সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর দু’টি দফার কার্যকারিতা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসইসির মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান এ তথ্য জানান।

এর ফলে ওই সময় পর্যন্ত মিউচ্যুয়াল ফান্ডগুলো একক শিল্প খাত বা একটি নির্দিষ্ট কোম্পানির যত খুশি শেয়ার কিনতে পারবে। এতে মিউচ্যুয়াল ফান্ডগুলোর অলস অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হলো।

এল্লখ্য, মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার পঞ্চম তফসিলের দফা ২ অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ডের কোনও একক স্কিমের মোট সম্পদের ১০ শতাংশের বেশি কোনও একটি নির্দিষ্ট কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা যায় না। একই তফসিলের দফা ৫ অনুযায়ী কোনও মিউচ্যুয়াল ফান্ডের সকল স্কিমের অধীনে কোনও একক শিল্পে শেয়ার, ডিবেঞ্চার ও অন্যান্য সিকিউরিটিজে মোট সম্পদের ২৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারে না। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে মিউচ্যুয়াল ফান্ডগুলোর বিনিয়োগের ক্ষেত্র প্রসারিত করতে এ দু’টি নিয়ম শিথিল করেছে এসইসি।

এর আগে গত বুধবার এসইসিতে অনুষ্ঠিত এক বৈঠকে মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এ দু’টি বিধি শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

(১৯০৫) best option’ to attract higher investment

Friday, September 16, 2011 Unknown

Muhith terms PPP ‘best option’ to attract higher investment



  Finance Minister Abul Maal Abdul Muhith said the country needs huge investment to achieve 8 to 10 percent economic growth in the future and Public-Private Partnership (PPP) initiatives could be the best option for this purpose.

"Unless investment is raised from the present level of 25 percent of Gross Domestic Product (GDP), how we do expect 8 to 10 percent economic growth," he said while addressing the concluding ceremony of a two-day workshop on `Project Identification and Feasibility Study` at a city hotel Friday.

Prime Minister`s Office (PMO) and Bangladesh Bank jointly organized the workshop as part of a two-day capacity-building programme for senior government officials to enable them to effectively kick-start the PPP programme.

A total of 100 government officials were trained during the event. BB governor Atiur Rahman addressed it as special guest.

"For achieving the target of growth, there is a need for creating assets where the PPP models can play an import role," Muhith told the meet.

He said country`s transport sector is in serious problem and PPP could be a good option in developing land-ports, seaports, river-ports and highways.

"PPP is not new to Bangladesh. There was an Independent Power Producer (IPP) project under PPP initiative in 1997," he said.

The finance minister said he is enthusiastic about the PPP concept because there were a lot of success stories of PPP initiatives in India, the Philippines and Malaysia.

Governor Atiur Rahman said PPP initiatives are by now a widely adopted mode of physical infrastructure investments in both developed and developing countries.

"Recent worldwide heightened concerns about sustainability of public debt levels in advanced economies indicate that PPPs are likely to be the dominant mode of infrastructure investments in the coming years everywhere," he added.

Atiur said the development strategies and investment programmes of Bangladesh government already include PPP as a major tool in netting much-needed new infrastructure investments.

(১৯০৪) অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

Friday, September 16, 2011 Unknown

একটি রাইট এবং দুটি মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি।

বৃহস্পতিবার কমিশনের ৩৯৯তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

রাইট শেয়ারটি হলো- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড এবং মিউচুয়াল ফান্ড দুটি হলো- সন্ধানী লাইফ ইউনিট ফান্ড ও এমটিবি ইউনিট ফান্ড।

(১৯০৩) Ministers to lose job if found corrupt: PM

Friday, September 16, 2011 Unknown

Ministers to lose job if found corrupt: PM



  Prime Minister Sheikh Hasina Friday warned ministers that any of them would be fired from the cabinet if corruption allegations against them were proved with evidence.

“Specific evidence of corruption against any minister will be taken into account. If anyone can furnish proof of corruption against ministers, the ministers concerned will lose ministerial job,” she said—for the first time so loudly and clearly, as there have been clamors from her party ranks and outside alike.      

The note of caution came from the head of government and party chief while presiding over a joint meeting of Awami League Central Working Committee and advisory council at her official residence Ganabhavan.

As there has been a flurry of criticisms over the communications sector for ramshackle rail and road conditions, the premier said her government is working relentlessly for the development of the country as well as its communications sector in particular.

Sheikh Hasina told her party policymakers that Indian premier Manmohan Singh’s Dhaka visit was successful as “Bangladesh has benefited from the tour”.

“The Teesta deal was not signed, but we were negotiating on the issue. There is nothing frustrating with the deal as it is the matter of time. We don’t want to fix any timeframe for the matter now.”

(১৯০২) সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে

Friday, September 16, 2011 Unknown

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী জানিয়েছেন, সিঙ্গেল পার্টি এক্সপোজারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে সময়সীমা কতোদিন বাড়ানে হবেÑ পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহি পরিচালক এস কে সুর চৌধুরী জানান।

তিনি বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিট এর ঋণ সমন্বয়ের সময়সীমা রয়েছে। তবে বাজারের স্বার্থে বাংলাদেশ ব্যাংক অবস্থা বুঝে এ সময়সীমা বৃদ্ধি করবে।’

বৃহস্পতিবার  সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এস কে সুর বলেন, বাংলাদেশ ব্যাংক চায় পুঁজিবাজারের স্থিতিশীলতা। তাই বাংলাদেশ ব্যাংক ব্যাংক আইনে বেশকিছু সংশোধনী এনেছে। ইতিমধ্যে আইনের সংশোধনীগুলো অর্থমন্ত্রণালয়ে পেশ করা হয়েছে।

তিনি জানান, এর আগে ব্যাংক কোম্পানি আইনের ২৬ এর ২ ধারা বিষয়ে জনমত যাচাইয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। এ আইনে বলা হয়েছিল ব্যাংকের মোট দায়ের ১০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে। তবে সংশোধনীতে ব্যাংকের মূলধনের উপর ২৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে।

তবে এসকে সুর বলেন, ‘এ প্রস্তাব বাস্তবায়ন হবে কি-না তা আমাদের বিষয় না। এবং বাস্তবায়ন হলেও তা কার্যকর করতে কতদিন সময় লাগবে তা আমাদের জানা নেই।’

অতিরিক্ত ঋণ সমন্বয়ের সিদ্ধান্ত সম্পর্কে এস কে সুর চৌধুরী বলেন, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে সহযোগী প্রতিষ্ঠানগুলোর নেওয়া একক গ্রাহক সীমার (সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিট) অতিরিক্ত ঋণ সমন্বয়ের সময়সীমা আরও বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুদ্রাবাজারের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঝুঁকি হ্রাসের প্রতি কেন্দ্রীয় ব্যাংককে গুরুত্ব দিতে হয়।

ফলে অতিরিক্ত ঋণ সমন্বয়ের বিষয়টি একেবারে বাতিল করে দেয়ার সুযোগ নেই। তবে সমন্বয়ের ফলে শেয়ারবাজারে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে বাংলাদেশ সতর্ক রয়েছে।

তিনি বলেন, ২৫টি বাণিজ্যিক ব্যাংকর সাবসিডিয়ারি কোম্পানি শেয়ারবাজার সংশ্লিষ্ট ব্যবসায় জড়িত। এর অনেকগুলোই ব্যাংকের কাছ থেকে নির্ধারিত সীমার চেয়ে বেশি ঋণ নিয়েছে। এর আগে অতিরিক্ত ঋণ সমন্বয়ের জন্য গত জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। শেয়ারবাজারের পরিস্থিতি বিবেচনা করে তা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। বাজারের বর্তমান পরিস্থিতিতে এই সময়সীমা আরও বাড়ানো হবে।

সময়সীমা বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা প্রসঙ্গে এস কে সুর চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া আছে। ওই সময়সীমা শেষ  হতে এখনও অনেক বাকি। ফলে এখনই নতুন করে সময় বৃদ্ধির ঘোষণা দেয়ার প্রয়োজন নেই। তবে পুঁজিবাজারের স্বার্থে সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত হয়েছে। যথাসময়ে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে।

ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহি পরিচালক বলেন, আইন সংশোধনের জন্য সবেমাত্র কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাবটি ওয়েবসাইটে দিয়ে মতামত চাওয়া হয়েছে। এতে ব্যাংক কোম্পানি আইনের ২৬(২) ধারা সংশোধন করে বাণিজ্যিক ব্যাংকগুলো দায়ের (আমানতের) ১০ শতাংশের পরিবর্তে মূলধনের ২৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে বলে প্রস্তাব রাখা হয়েছে। প্রতিবেশী দেশসহ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সঙ্গতি রেখেই এটি করা হয়েছে। তবে বিষয়টি বর্তমানে একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রণালয়ে প্রেরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় সংসদে এটি উত্থাপন করা হবে। শেষ পর্যন্ত প্রস্তাবিত সংশোধনীগুলো পাস হবে কিনাÑ এটাও নিশ্চিত নয়। সব প্রক্রিয়া শেষে এ বিষয়ে সিদ্ধান্ত হতে কমপক্ষে দু’ বছর লেগে যেতে পারে। এর ফলে এখনই পুঁজিবাজারে এর প্রভাব পড়ছে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করে না।

যে কোনো পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারকে সার্বিক সহযোগিতা দিতে বাংলাদেশ ব্যাংক প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

(১৯০১) Homage paid

Friday, September 16, 2011 Unknown

Homage paid to Bangabandhu in Australian Parliament



AUSTRALIA: Ruling Australian Labour Party MP Michelle Rowland paid tribute to Bangabandhu Sheikh Mujibur Rahman, father of the nation of Bangladesh, standing in the Australian Federal Parliament Thursday.

The lawmaker informed the parliament that she addressed a meeting organized by Bangabandhu Parishad Australia unit marking the National Mourning Day of Bangladesh at Lakemba Public Library Auditorium in Sydney on September 3.

The Health Adviser to Prime Minister Sheikh Hasina, Professor Syed Modasser Ali, attended the rally as chief guest.

“All people present at the meeting paid tribute to Sheikh Mujib, known as Bangabandhu, and discussed his life and contribution for the nation,” she said in the parliament.

Mentioning Sheikh Mujib as a great leader of the last century, Michelle said Bangabandhu united his nation against the colonial rule and called for independence--and finally achieved it.

Terming victory of the Liberation War of Bangladesh as an extraordinary memento against colonial rule, the Australian lawmaker said, “The victory of liberation war has brought national and cultural freedom for Bangladeshi people.”

Michelle recalled that the movement for establishing people’s rights led by Bangabandhu was peaceful and democratic.

In this regard, she mentioned that the great leader spent most of the time of his young life in jail for leading movement.

“In sequel to the prolonged movement, he declared Liberation of Bangladesh on March 7, 1971, at Racecourse Ground in Dhaka. The nation spontaneously responded to his call and achieved victory through a nine-month-long fighting,” she also mentioned.

“But, it’s an irony of fate, Bangabangdhu and his family members were assassinated on August 15, 1975. So, the nation observes the National Mourning Day of Bangladesh.”

(১৯০০) কোম্পানি ডিক্লারেশন

Friday, September 16, 2011 Unknown

ট্রেড সার্ভার থেকে
গ্রামীণফোন : পরিচালনা পর্ষদ ১১০২ দশমিক ৫ কোটি টাকার স্থানীয় সংঘবদ্ধ মেয়দি ঋণ গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। ওই ঋণ নিয়ে কম্পানির মূলধনী কাঠামোর সর্বোচ্চ ব্যবহার এবং স্ট্রেটিজিক উদ্যোগ ও প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
স্কয়ার ফার্মা : পরিচালনা পর্ষদ বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে উৎপাদন-সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছে। এর ফলে কম্পানির পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এই চুক্তি কার্যকর ভূমিকা রাখবে।
ফার্স্ট বিএসআরএস মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন ২০১১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কর-পরবর্তী নিট লাখ সাত কোটি ২১ লাখ ৩৭ হাজার ৫৪১ টাকা, ইউনিট প্রতি আয় ১৪৪ দশমিক ২৮ টাকা এবং ইউনিটপ্রতি নিট সম্পদ ১৭৪৩ দশমিক ৮৪ টাকা।
উদ্যোক্তার শেয়ার ক্রয়/বিক্রয় : কর্ণফুলী ইনস্যুরেন্সের মিস উম্মু কাউসার সালসাবিল তাঁর চার লাখ ৩৫ হাজার ৬০৪টি শেয়ারের মধ্যে ৫৪ হাজার শেয়ার বিক্রি করতে চান।
রেকিট বেনকিসার : রেকর্ড ডের পর ১৮ সেপ্টেম্বর '১১ কম্পানির লেনদেন পুনরায় শুরু হবে।

(১৮৯৯) Income tax to be largest revenue sector in 5 yrs: Muhith

Friday, September 16, 2011 Unknown

Income Tax Day

Income tax to be largest revenue sector in 5 yrs: Muhith



Photo: Rubel
DHAKA: Finance Minister AMA Muhith Thursday categorically said income tax would be the largest sector for earning revenue within next five years, as he found it as the best source of earning for the exchequer.

“There is fear among people regarding income source. The common people of the country also fear tax officials. Initiatives have been taken to remove those,” he said.

The finance minister came up with such an observation while addressing a programme organized by the National Board of Revenue (NBR) marking the National Income Tax Day at Dhaka Officers Club in the city.

He also said, “There is a great opportunity to perform social responsibility by paying income tax. So, everybody should come forward in this regard.”

The minister claimed that collecting revenue through income tax is increasing every year after 2009.

He expressed the hope that revenue collection would double through income tax in the current year.

Muhith observed that it requires more manpower for expanding the scope of NBR. “The government is considering the matter but it requires time.”

The finance minister told his audience that automation work of NBR is underway and different services are being made online in this respect.

With NBR Chairman Dr Nasir Uddin Ahmed in the chair, the programme was also addressed, among others, by convener of the programme-organizing committee MA Quader Sarker and BNR member Syed Aminul Kabir.

A total of 90 people of Dhaka divisional income tax zone were given crest honor as outstanding income-tax providers at the programme
Meanwhile, the National Board of Revenue (NBR) staged a rally in the capital marking National Income Tax Day-2011 aimed at hunting new taxpayers. The tax march was inaugurated by Finance Minister Abul Mal Abdul Muhith in the morning.
The rally started from the premises of the National Board of Revenue  at Segunbagicha at 9:05am, paraded Motshaya Bhavan, National Press Club, different roads of Paltan and terminated at 9:50 am where it had started from.

The finance minister said, "The culture of tax paying has changed in the last two and a half years.  People are being encouraged more to pay tax than before."

The minister expressed the hope that maximum revenue would come from direct tax in five years.

Among others, lawmaker Rashed Khan Menon, NBR Chairman Dr. Nasir Uddin Ahmed, FBCCI president AK Azad, Dhaka Tax Bar president Advocate Ramij Uddin Ahmad, film-actor Elius Kanchon, cultural person Pijush Bandopaddyaya, Drama Director Mustafa Sarwar Faruqee and actress Tisha were also present at the rally.

Taxpayers of different levels and staffers of the NBR also took part in the rally.

(১৮৯৮) প্রদর্শিত অর্থ বিনিয়োগ নিয়ে

Friday, September 16, 2011 Unknown

ডিএসই সভাপতি শাকিল রিজভী বলেন, সমন্বয় কমিটির সভায় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিয়েও আলোচনা হয়েছে। সামগ্রিক আলোচনা থেকে এটা নিশ্চিত হওয়া গেছে যে বাজেটে যেভাবে শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল_ এখনো সেভাবেই তা বহাল আছে। মানি লন্ডারিংয়ের সঙ্গে এটিকে মিলিয়ে যেসব কথা-বার্তা হচ্ছে_তা নেহায়েত ভুল বোঝাবুঝি। মানি লন্ডারিংয়ের সঙ্গে শেয়ারবাজারে বিনিয়োগের কোনো সম্পর্ক নেই। তিনি জানান, সভায় অভিহিত মূল্যের পাশাপাশি সব শেয়ারের অভিন্ন মার্কেট লট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এসইসি এ বিষয়ে একমত হয়েছে। এ ছাড়া স্টক ব্রোকারদের কমিশনের ওপর বর্ধিত উৎসে কর প্রত্যাহারের বিষয়েও কমিশন উদ্যোগ নেবে বলে জানিয়েছে।
সিএসই সভাপতি ফখরউদ্দীন আলী আহমেদ বলেন, উদ্যোক্তা ও পরিচালকদের নূ্যনতম শেয়ারের সীমা বেঁধে দেওয়া হবে। কম মূলধনের কম্পানিগুলোর জন্য একটি মূল্যসীমা (প্রাইস লিমিট) গাইডলাইন করা হবে। শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ফান্ডকে আরো বেশি সক্রিয় করা হবে।

(১৮৯৭) Insurance law lies as lame duck for lack rules!

Friday, September 16, 2011 Unknown

Insurance law lies as lame duck for lack rules!



  The newly enacted insurance law cannot be implemented since there are no specific rules and regulations in place as yet to apply such law, opined finance minister AMA Muhith.

“As the insurance law made it mandatory to formulate the rules and regulations in this regard, the Insurance Development and Control Authority cannot work as rules and regulations are not yet formulated as per law,” he categorically said Wednesday.

The finance minister was talking to journalists after holding a meeting with the insurance development and control authority at his secretariat office.

Talking to the reporters the finance minister said, “The insurance authorities has so far formulated a total of 14 rules and regulations and, of them, only nine have so far been sent to the ministry for checking purpose.”

He added: “The authorities have also been asked to send the rest five rules and regulations to the ministry as soon as possible.”

About new license for insurance companies Muhith said, “The insurance authority has been asked to prepare a format in this regard.”

Chairman of the Insurance Development and Control Authority Shefaq Ahmed was also present at the meeting.

(১৮৯৭) নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক

Friday, September 16, 2011 Unknown

বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগী প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের নেওয়া আইনি সীমার অতিরিক্ত ঋণ সমন্বয়ের সময়সীমা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের সমন্বয় কমিটির সভা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী এ তথ্য জানান।
ব্রিফিংয়ের আগে এসইসি কার্যালয়ে সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসইসির চেয়ারম্যানসহ সব সদস্য, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, দুই স্টক এঙ্চেঞ্জের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বাজার সংশ্লিষ্ট ১৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এসইসির মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, ডিএসই ও সিএসইর পক্ষ থেকে শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময় তিন দিনের (টি+৩) পরিবর্তে দুদিনে (টি+২) নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। সমন্বয় কমিটির সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার বিষয়টি কমিশন সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী বলেন, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে সহযোগী প্রতিষ্ঠানগুলোর নেওয়া একক গ্রাহকসীমার (সিঙ্গেল পার্টি এঙ্পোজার লিমিট) অতিরিক্ত ঋণ সমন্বয়ের সময়সীমা আরো বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত ঋণ সমন্বয়ের বিষয়টি একেবারে বাতিল করে দেওয়ার সুযোগ নেই। কেননা মুদ্রাবাজারের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঝুঁকি হ্রাসের প্রতি কেন্দ্রীয় ব্যাংককে গুরুত্ব দিতে হয়। তবে সমন্বয়ের ফলে শেয়ারবাজারে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে বাংলাদেশ সতর্ক রয়েছে। এই মুহূর্তে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।

(১৮৯৬) Bailout by BB, Stock market sees nominal gain

Friday, September 16, 2011 Unknown

Bailout by BB

Stock market sees nominal gain thru’ fluctuations



DHAKA: Week’s trading in stocks ended Thursday with nominal gains posted in price indices on the country’s share market amid weeklong protests by investors on Dhaka and Chittagong stock exchanges against continuous fall in the past days.

In a latest development the central bank Thursday decided to give merchant banks more time to adjust single-party exposure limit in a bid to help out the drooping capital market.

The new deadline is yet to be fixed. As per the current deadline merchant banks have to bring down such exposure to 15 percent of their paid-up capital by December 30.

But initiatives taken by authorities concerned in recent times are “not enough to salvage the stock market by restoring the investors’ confidence,” some market analysts told banglanews.

They suggest the government should come up with effective and concrete measures in boosting the market as it is imperative to save the stock market for the sake of the country’s economy.

In the latest turnaround, the benchmark general index of the DSE gained over 5 points to close at 5,966.

The volume of transactions stood at Tk 295 crore while trade deals at 71, 888.

Of the issues traded, 102 advanced, 133 declined and 17 remained unchanged.

MPETROLEUM topped the turnover list with shares worth Tk 241 million having changed hands.

The other turnover leaders were BEXIMCO, LAFSURCEML, CMCKAMAL, GP, BXPHARMA, MALEKSPIN, MICEMENT, CITYBANK and UCBL.

Chittagong stocks also followed suit, with the CSE Selective Categories Index climbing up to 10,820 by gaining 4 points. The volume of transactions stood at Tk 37 crore.

Out of the issues traded on the day, 79 gained, 74 declined and 21 remained unchanged.

Friday, September 16, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  

(১৮৯৪) প্রধানমন্ত্রীর তোপ

Friday, September 16, 2011 Unknown

প্রধানমন্ত্রীর তোপের মুখে পড়লেন চার সচিব। দাপ্তরিক কাজে দক্ষতা দেখাতে না পারায় যোগাযোগ, বাণিজ্য, সেতু বিভাগ ও পররাষ্ট্রসচিবের কাজ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে সচিবদের বিদেশ সফর নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রায় এক বছর পর গতকাল অনুষ্ঠিত সচিব সভায় এসব ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সচিব এসব তথ্য জানিয়েছেন।
সারা দেশের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগসচিব মোজাম্মেল হক খানকে উদ্দেশ করে বলেন, মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টিং অফিসার হিসেবে আপনি কী করেছেন? এক মন্ত্রীর পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। আর বরাদ্দ পাওয়ার কথা বলছেন? আমাদের মতো দেশে বরাদ্দের সীমাবদ্ধতা থাকবেই। অগ্রাধিকার নির্ধারণ করে কাজ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী মিডিয়াকে সঙ্গে রাখার পরামর্শ দেন। মিডিয়াকর্মীদের সঙ্গে দূরত্ব কমানোর তাগিদ দেন তিনি।

(১৮৯৩) LTG (R) Nooruddin Khan, the chief of army staff in 1990, commented to US Embassy

Friday, September 16, 2011 Unknown

"I Made a Terrible Mistake", says Nooruddin Khan



DHAKA: LTG (R) Nooruddin Khan, the chief of army staff in 1990, commented to US Embassy that if he had known what the "two ladies" would do to democracy, he would have assumed power for one year.

The information was disclosed from a telemessage from the US Embassy in Dhaka to Washington on May 31, 2006. Wikileaks leaked the massage about the matters related to the transition from general Ershad`s nine years of military and quasi-military rule through a pro-democracy uprising.
 
 Nur Uddin said he convened a constituent assembly to devise a "real democracy" to prevent BNP`s Khaleda Zia and AL`s Sheikh Hasina from degrading democratic institutions and concepts with their "lust for power and money."

Khan now says he made a "terrible mistake."

Asked if he might write an op-ed as a respected figure lamenting the state of democracy in Bangladesh 16 years after his historic act, Khan shook his head, "That would be too dangerous for me."  Many civil-society leaders echo the view that the "two ladies" have betrayed democracy, says the leaked US diplomatic cable.

He said the international community would just send the right signal, he whispered, the BNP and AL would be forced to accept a long-term technocratic caretaker government to get a grip on governance and prepare for proper elections.

Friday, September 16, 2011 Unknown
1JANATAMF  8.10 
0.10    1.25%
1STBSRS  1509.00 
62.00    4.28%
1STPRIMFMF 20.10 
0.40    2.03%
6THICB  679.00 
2.25    0.33%
8THICB  687.50 
9.00    1.33%
ABBANK  751.00 
0.50    0.07%
ACI  253.40 
-1.60    -0.63%
ACIFORMULA 119.40 
-3.70    -3.01%
ACIZCBOND  790.00 
2.50    0.32%
ACTIVEFINE 71.30 
0.00    0.00%
AFTABAUTO  243.00 
-2.70    -1.10%
AGNISYSL  44.30 
-0.60    -1.34%
AGRANINS  482.00 
-7.00    -1.43%
AIBL1STIMF 8.20 
-0.20    -2.38%
AIMS1STMF  6.85 
0.12    1.78%
AL-HAJTEX  57.90 
-0.30    -0.52%
ALARABANK  34.40 
0.30    0.88%
ALLTEX  232.50 
-0.75    -0.32%
AMBEEPHA  423.10 
1.10    0.26%
AMCL(PRAN) 1500.00 
-9.00    -0.60%
ANLIMAYARN 442.00 
-1.25    -0.28%
ANWARGALV  315.00 
-5.50    -1.72%
APEXADELFT 3161.00 
6.25    0.20%
APEXFOODS  866.75 
-0.50    -0.06%
APEXSPINN  1171.00 
-60.00    -4.87%
APEXTANRY  1281.00 
-0.25    -0.02%
ARAMIT  354.00 
-2.00    -0.56%
ARAMITCEM  1175.00 
-2.50    -0.21%
ASIAINS  70.50 
0.60    0.86%
ASIAPACINS 498.00 
-1.00    -0.20%
ATLASBANG  352.50 
1.40    0.40%
AZIZPIPES  360.25 
0.50    0.14%
BANGAS  1515.00 
-10.25    -0.67%
BANKASIA  500.00 
-6.25    -1.23%
BATASHOE  600.40 
-4.30    -0.71%
BATBC  580.30 
-11.60    -1.96%
BAYLEASING 945.00 
-6.50    -0.68%
BDAUTOCA  564.25 
3.00    0.53%
BDCOM  33.60 
0.00    0.00%
BDFINANCE  85.70 
-1.10    -1.27%
BDLAMPS  1800.25 
5.25    0.29%
BDTHAI  687.00 
1.75    0.26%
BDWELDING  55.70 
-0.10    -0.18%
BEACHHATCH 52.10 
0.00    0.00%
BEACONPHAR 38.20 
0.60    1.60%
BEDL  62.00 
0.30    0.49%
BERGERPBL  641.00 
-14.70    -2.24%
BEXIMCO  152.50 
0.30    0.20%
BGIC  52.70 
-0.10    -0.19%
BIFC  554.00 
-2.75    -0.49%
BOC  639.00 
-0.70    -0.11%
BRACBANK  481.00 
-3.75    -0.77%
BRACSCBOND 1000.00 
2.50    0.25%
BSC  1952.00 
-10.50    -0.54%
BSRMSTEEL  1290.00 
-6.25    -0.48%
BXPHARMA  99.10 
2.10    2.16%
BXSYNTH  481.00 
1.25    0.26%
CENTRALINS 741.00 
-10.50    -1.40%
CITYBANK  593.00 
0.25    0.04%
CITYGENINS 49.90 
0.10    0.20%
CMCKAMAL  52.10 
0.20    0.39%
CONFIDCEM  156.60 
-1.90    -1.20%
CONTININS  551.50 
-4.00    -0.72%
CTGVEG  2750.00 
47.00    1.74%
DACCADYE  60.00 
0.50    0.84%
DAFODILCOM 26.00 
0.00    0.00%
DBH  2451.25 
-46.00    -1.84%
DBH1STMF  10.00 
0.00    0.00%
DELTASPINN 479.00 
6.25    1.32%
DESCO  1585.00 
-6.75    -0.42%
DESHBANDHU 66.60 
-0.60    -0.89%
DHAKABANK  42.30 
0.10    0.24%
DHAKAINS  1330.00 
-7.50    -0.56%
DSHGARME  642.00 
15.25    2.43%
DULAMIACOT 310.00 
-1.00    -0.32%
DUTCHBANGL 1543.50 
-5.00    -0.32%
EASTERNINS 753.00 
-2.75    -0.36%
EASTLAND  886.00 
0.25    0.03%
EASTRNLUB  440.00 
20.60    4.91%
EBL  60.00 
0.00    0.00%
EBL1STMF  11.70 
0.10    0.86%
ECABLES  677.00 
11.75    1.77%
EHL  858.00 
1.50    0.18%
EXIMBANK  31.10 
0.00    0.00%
FAREASTLIF 310.40 
2.00    0.65%
FASFIN  537.00 
3.25    0.61%
FEDERALINS 58.20 
-0.80    -1.36%
FINEFOODS  68.40 
-1.20    -1.72%
FIRSTSBANK 27.90 
0.10    0.36%
FLEASEINT  1026.75 
9.75    0.96%
FUWANGCER  415.00 
2.00    0.48%
FUWANGFOOD 62.00 
0.60    0.98%
GEMINISEA  2750.00 
-1.75    -0.06%
GLAXOSMITH 822.00 
0.60    0.07%
GLOBALINS  617.25 
-2.25    -0.36%
GOLDENSON  75.40 
0.30    0.40%
GP  166.30 
-1.80    -1.07%
GQBALLPEN  215.20 
1.10    0.51%
GRAMEEN1  112.80 
1.70    1.53%
GRAMEENS2  23.80 
0.30    1.28%
GREENDELMF 7.20 
0.10    1.41%
GREENDELT  174.90 
1.00    0.58%
HAKKANIPUL 42.80 
-1.40    -3.17%
HEIDELBCEM 2992.50 
-17.50    -0.58%
HRTEX  490.00 
-6.00    -1.21%
IBBLPBOND  940.25 
0.25    0.03%
IBNSINA  1297.00 
-6.25    -0.48%
ICB  3616.00 
-4.50    -0.12%
ICB1STNRB  374.25 
8.75    2.39%
ICB2NDNRB  164.00 
0.00    0.00%
ICB3RDNRB  8.50 
0.00    0.00%
ICBAMCL2ND 110.25 
1.25    1.15%
ICBEPMF1S1 9.90 
0.00    0.00%
ICBIBANK  11.90 
0.20    1.71%
ICBISLAMIC 340.50 
-1.50    -0.44%
IDLC  1950.00 
22.50    1.17%
IFIC  776.50 
-13.00    -1.65%
IFIC1STMF  9.90 
0.00    0.00%
IFILISLMF1 7.00 
0.00    0.00%
ILFSL  615.00 
-5.75    -0.93%
IMAMBUTTON 362.00 
-1.25    -0.34%
INTECH  25.00 
0.30    1.21%
IPDC  372.25 
-0.50    -0.13%
ISLAMIBANK 540.25 
-3.25    -0.60%
ISLAMICFIN 451.75 
-0.75    -0.17%
ISLAMIINS  494.25 
-9.00    -1.79%
ISNLTD  32.90 
-0.10    -0.30%
JAMUNABANK 34.70 
0.20    0.58%
JAMUNAOIL  268.20 
-3.00    -1.11%
JANATAINS  540.00 
-9.75    -1.77%
JUTESPINN  1455.00 
53.00    3.78%
KARNAPHULI 56.60 
-0.10    -0.18%
KAY&QUE  365.50 
-2.00    -0.54%
KEYACOSMET 83.20 
-0.40    -0.48%
KPCL  67.00 
-0.20    -0.30%
LAFSURCEML 610.00 
-6.50    -1.05%
LANKABAFIN 172.00 
3.70    2.20%
LEGACYFOOT 43.20 
-0.80    -1.82%
LIBRAINFU  4187.25 
-17.25    -0.41%
MAKSONSPIN 41.90 
0.10    0.24%
MALEKSPIN  61.70 
1.00    1.65%
MARICO  473.00 
-2.60    -0.55%
MBL1STMF  8.40 
0.70    9.09%
MEGCONMILK 42.80 
-0.20    -0.47%
MEGHNACEM  179.30 
-2.20    -1.21%
MEGHNALIFE 203.10 
-0.80    -0.39%
MEGHNAPET  17.80 
0.20    1.14%
MERCANBANK 311.00 
-0.75    -0.24%
MERCINS  548.00 
-2.50    -0.45%
METROSPIN  65.10 
0.40    0.62%
MICEMENT  171.50 
3.10    1.84%
MIDASFIN  1068.25 
-26.50    -2.42%
MIRACLEIND 32.10 
0.10    0.31%
MITHUNKNIT 1375.00 
-6.50    -0.47%
MJLBD  136.20 
0.80    0.59%
MODERNDYE  509.00 
34.00    7.16%
MONNOCERA  670.50 
-0.50    -0.07%
MONNOJTX  1671.00 
-25.75    -1.52%
MPETROLEUM 179.90 
0.10    0.06%
MTBL  409.50 
-1.50    -0.36%
NATLIFEINS 4265.00 
-11.25    -0.26%
NAVANACNG  114.00 
-2.10    -1.81%
NBL  68.40 
0.40    0.59%
NCCBANK  32.10 
-0.20    -0.62%
NHFIL  1128.00 
-9.00    -0.79%
NITOLINS  656.00 
2.25    0.34%
NORTHRNINS 653.00 
-7.00    -1.06%
NPOLYMAR  785.00 
-1.00    -0.13%
NTC  5026.00 
-69.25    -1.36%
NTLTUBES  901.50 
-1.25    -0.14%
OCL  83.00 
-0.40    -0.48%
OLYMPIC  2088.25 
30.50    1.48%
ONEBANKLTD 533.00 
-2.25    -0.42%
ORIONINFU  683.25 
5.75    0.85%
PARAMOUNT  459.00 
1.25    0.27%
PEOPLESINS 46.60 
-0.20    -0.43%
PF1STMF  8.60 
-0.20    -2.27%
PHARMAID  2796.75 
133.00    4.99%
PHENIXINS  96.60 
2.90    3.09%
PHOENIXFIN 922.25 
3.25    0.35%
PHPMF1  7.10 
0.00    0.00%
PIONEERINS 981.25 
-11.75    -1.18%
PLFSL  95.00 
-0.40    -0.42%
POPULAR1MF 7.40 
0.00    0.00%
POPULARLIF 304.20 
-7.70    -2.47%
POWERGRID  781.00 
-3.75    -0.48%
PRAGATIINS 906.00 
-7.50    -0.82%
PRAGATILIF 2657.00 
-11.50    -0.43%
PREMIERBAN 37.40 
0.50    1.36%
PREMIERLEA 774.00 
3.75    0.49%
PRIME1ICBA 8.30 
0.00    0.00%
PRIMEBANK  46.00 
1.00    2.22%
PRIMEFIN  123.00 
-1.20    -0.97%
PRIMEINSUR 70.90 
2.40    3.50%
PRIMELIFE  277.50 
-4.40    -1.56%
PRIMETEX  536.00 
-0.50    -0.09%
PROVATIINS 510.00 
-11.25    -2.16%
PUBALIBANK 48.00 
-0.30    -0.62%
PURABIGEN  1285.25 
-17.00    -1.31%
QSMDRYCELL 84.00 
1.00    1.20%
RAHIMAFOOD 424.00 
11.75    2.85%
RAHIMTEXT  2310.00 
3.00    0.13%
RAKCERAMIC 96.70 
-1.00    -1.02%
RANFOUNDRY 88.50 
-1.60    -1.78%
RELIANCE1  9.40 
-0.20    -2.08%
RELIANCINS 1186.00 
-34.00    -2.79%
RENATA  12600.00 
41.75    0.33%
RENWICKJA  788.00 
7.25    0.93%
REPUBLIC  657.00 
-9.00    -1.35%
RNSPIN  88.80 
-0.10    -0.11%
RUPALIBANK 1470.00 
-2.75    -0.19%
RUPALIINS  129.70 
-1.10    -0.84%
RUPALILIFE 2080.00 
39.25    1.92%
SAFKOSPINN 458.00 
5.75    1.27%
SAIHAMTEX  70.40 
-1.80    -2.49%
SALAMCRST  677.00 
-1.00    -0.15%
SALVOCHEM  49.50 
0.50    1.02%
SAMATALETH 185.00 
-5.25    -2.76%
SANDHANINS 205.70 
-5.00    -2.37%
SAPORTL  75.20 
-0.40    -0.53%
SAVAREFR  698.00 
48.50    7.47%
SEBL1STMF  8.50 
0.10    1.19%
SHAHJABANK 35.50 
0.00    0.00%
SHYAMPSUG  16.10 
0.10    0.63%
SIBL  26.00 
-0.20    -0.76%
SINGERBD  2667.00 
-2.50    -0.09%
SINOBANGLA 46.20 
0.80    1.76%
SONALIANSH 1770.00 
97.75    5.85%
SONARBAINS 470.00 
-8.75    -1.83%
SONARGAON  463.25 
0.50    0.11%
SOUTHEASTB 318.00 
-0.50    -0.16%
SPCERAMICS 51.90 
0.60    1.17%
SQUARETEXT 144.00 
3.50    2.49%
SQURPHARMA 2666.00 
-1.50    -0.06%
STANCERAM  497.00 
4.75    0.96%
STANDARINS 504.00 
-2.75    -0.54%
STANDBANKL 312.25 
-3.00    -0.95%
SUMITPOWER 85.00 
0.40    0.47%
TAKAFULINS 715.00 
-0.25    -0.03%
TALLUSPIN  600.00 
-8.00    -1.32%
TITASGAS  814.00 
1.50    0.18%
TRUSTB1MF  10.60 
-0.10    -0.93%
TRUSTBANK  470.50 
-6.50    -1.36%
UCBL  51.10 
0.40    0.79%
ULC  757.00 
-10.25    -1.34%
UNIONCAP  80.50 
-0.40    -0.49%
UNITEDAIR  29.90 
0.00    0.00%
UNITEDINS  852.00 
0.25    0.03%
USMANIAGL  1367.00 
1.75    0.13%
UTTARABANK 75.00 
-0.20    -0.27%
UTTARAFIN  154.90 
-3.30    -2.09%
ZEALBANGLA 18.00 
-0.10    -0.55%

Blog Archive