

সহজ কথায় বলতে গেলে, অতীত ঘটনার বর্ণনাই হচ্ছে ইতিহাস। এই ইতিহাসের দিকে সব সময় সতর্ক দৃষ্টি রেখে চলাটা একান্ত জরুরি। কিন্তু অতীতের মধ্যে বাস করা ক্ষতিকর। সময়ের চাকা কখনো পেছনে ঘোরে না। কাজেই পেছনে-দেখা আয়নায় চোখ রেখে সামনে চলুন। এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা ২-এর ঘরে। দারুণ সৌভাগ্য এখন আপনার!
শিশুটি জনৈক মহিলা পুলিশের দিকে মুগ্ধ চোখে তাকায়। জোরে ডেকে বলে, ‘পুলিশ আন্টি, পুলিশ আন্টি, শোনেন!’ এতে ‘পুলিশ আন্টি’র কী প্রতিক্রিয়া হয় জানি না, তবে আশপাশের লোকজন হেসে ওঠে। ডিয়ার বৃষ, এ সপ্তাহে একটি বেফাঁস কথা উচ্চারণ করে আপনি বিব্রত অবস্থার সৃষ্টি করতে পারেন। অন্যদিকে কিছু বাড়তি পয়সা ইনকাম করে চমক সৃষ্টিও করতে পারেন।
এই মুহূর্তে পৃথিবীতে কোনো মহামানব আছেন কি? এমন কেউ কি আছেন—যিনি একটা কথা উচ্চারণ করা মাত্র বিশ্বের সকল মানুষ তা কান পেতে শুনবে? নিজেদের হইহুল্লোড় মধ্যে আমরা আজ পথ হারিয়ে ফেলেছি। শুনতে পাচ্ছি না অতীত মহামানবদের কণ্ঠস্বরও। যা-ই হোক, মিথুন হচ্ছে পরিবর্তনের অগ্রদূত। ঠিক মেষের মতোই। এ সপ্তাহে মিথুনের চিন্তা দিক-পরিবর্তন করবে। নিশ্চয়ই এর ফলাফল হবে শুভ।
মেয়েটি বার্তা পাঠালো ‘আমি সিলেটের অসম্ভব সুন্দর কয়েকটি জায়গায় বেড়িয়ে এলাম।’ আমি জবাব পাঠালাম ‘তুমি আমার হিংসে নাও।’...প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনারও ভ্রমণের সুযোগ আসবে।
ক্রোধ বা রাগ হচ্ছে মানুষের অন্যতম জ্বালানি বা চালিকাশক্তি। রাগ না থাকলে মানুষ কোনো কাজে উদ্যোগী এবং সফল হতে পারে না। কথাটা আমি পজিটিভ অর্থেই বলছি। এ সপ্তাহে আপনি ‘রাগের বশবর্তী হইয়া’ খুব ভালো একটা কাজ করে বসবেন। কনগ্র্যাচুলেশনস, ডিয়ার সিংহ।
দু-একজনের সঙ্গে তীব্র মতবিরোধ সত্ত্বেও আপনার নৈতিক জয় হবে। অনেকের সমর্থন পাবেন। এর মূলে থাকবে একদিকে আপনার অকাট্য যুক্তি, অন্যদিকে আপনার ধৈর্যশীল আচরণ।
এগিয়ে আসছে ফেব্রুয়ারি। আর মাস দুয়েক পরই আমরা আকাশ-বাতাস মুখরিত করে তুলব ‘মা মা’ আর ‘মাতৃভাষা’ ধ্বনিতে। কিন্তু এর আগে-পরে হচ্ছেটা কী? পুরোনো কথা। তবে ভয়ে আছি—কবে না রেডিও-টিভিতে শুরু হয় ‘সার্বিক মায়ের ভাষার’ ব্যবহার ‘ডিয়ার ভিউয়ার্স, এখন একটা কলিজা থ্যাঁতলানো গান গায়া শুনাবেন...। কিংবা সংবাদ পাঠক বলে ওঠেন ‘আমাগের সোন্দরবুনের বাঘেরা যে রুকম মুসিবতের মদ্দি পড়িছে তা কয়া শ্যাষ করা যাবিনে।’—আহা, জুড়িয়ে যাবে বাংলা মায়ের প্রাণ!...তুলা, কিছু উৎপাত থাকলেও আপনি সেসব পার হয়ে যাবেন।
আধুনিক বিশ্বে জীবন কাটাচ্ছি—কারও উপায় নেই খ্রিষ্টীয় ক্যালেন্ডার অনুসরণ না করে। তবু বিশেষ আবেগের মুহূর্তে আমরা হাত পাতি বাংলা মাস এবং ঋতুর কাছে। এখন যেমন এই অগ্রহায়ণ মাস আর হেমন্ত ঋতু, মনটাকে একটু একটু করে অন্য রকম করে দিচ্ছে। কেবলই মনে হয়, বাইরে যাই। অন্যদিকে যাই। তাহলে বৃশ্চিক, এই মুহূর্তে জীবনে ছোট হোক, বড় হোক, একটা পরিবর্তন আপনার আসবেই। শুভ হোক!
প্রয়াত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের বাস্তুহারা হওয়ার মর্মান্তিক বেদনার কথা আমি জানতাম—তাঁর খুব কাছের মানুষ হিসেবে। আমি নিজেও যে একদিন বাস্তুহারা হব তা কিন্তু স্বপ্নেও ভাবিনি। এই কষ্ট বোঝানোর জন্য বাংলা ভাষায় কোনো শব্দ নেই, বাক্য নেই। কিন্তু নদীভাঙনে কিংবা বস্তি পুড়ে যাঁর ভিটেমাটি গেছে—তাঁর অসহায়ত্ব আমার চেয়ে অনেক গুণ বেশি। এটা শ্রেণীর প্রশ্ন। আমি যতটা ঘাতসহ—সে ততটা নয়। আমি টিকে আছি কোনোভাবে। সে নিশ্চিহ্ন হয়ে গেছে কি না জানি না।...ধনুর পেশা জীবনে একটা নতুন আলো এসে পড়বে এ সপ্তাহে।
জীবনে কোনটা বিসর্জন দিয়ে কোনটা অর্জন করছেন—ভালো করে একবার ভেবে নিন।
শ্রম এবং অর্থ অথবা দুটির একটি বিনিয়োগের জন্য তৈরি হোন। ফলাফল শুভ।
রাশি শাস্ত্রকে বিজ্ঞান ভেবে ভুল করবেন না। এর ওপর নির্ভরশীল হবেন না। তারপরও বলি, সপ্তাহ আপনার ভালোই যাবে।