>>>> প্রতিবাদে বিক্ষোভ শুরু 5.2.2011

Sunday, February 06, 2011 Unknown




USB slot
ব্যাপক দরপতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেছেন। বিনিয়োগকারীরা আজ রোববার ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ ডিএসইতে লেনদেনের শুরু থেকেই সাধারণ সূচক কমতে শুরু করে। বেলা ১১টা ২৪ মিনিটে সাধারণ সূচক ১৭৭ পয়েন্ট কমে যায়। তবে দুপুর ১২টা ৭ মিনিটে সাধারণ সূচক ১৭৮ পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনের রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। এ সময় বিনিয়োগকারীরা আশপাশের ভবন ও রাস্তা থেকে ইটপাটকেল ছোড়েন। বিনিয়োগকারীরা ডিএসইর কর্মকর্তাদের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে বিনিয়োগকারীরা।

রোববার দুপুর সোয়া ১২টা দিকে কয়েকশ’ ক্ষুদ্র বিনিয়োগকারী ডিএসইর সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা রাস্তায় উপর টায়ার জ্বালিয়ে দেয়।

মতিঝিল থেকে টিকাটুলি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বিনিয়োগকারীরা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন স্লোগন দিচ্ছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সড়ক অবরোধ করায় মতিঝিল থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

সপ্তাহের প্রথম দিন রোববার শুরুতে সাধারণ সূচক সামান্য বৃদ্ধি পেলেও তা স্থায়ী হয়নি।

দুপুর ১২টা ১৩ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম কমেছে ২৩০টি এবং বেড়েছে মাত্র ১০টির দাম।

Blog Archive