(৭৩১) জেনে নিনঃ নাটাই এখন কার হাতেঃ চিনে নিন গেম খেলছে কারা

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে বর্তমানে এক ---- অবস্থা বিরাজ করছে বাজারের নিয়ন্ত্রণ যে সরকারের হাতে নেই তা বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠেছে

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে ৩৩ লাখ বিনিয়োগকারীর ভাগ্য এখন কার হাতে? কে নিয়ন্ত্রণ করছে পুঁজিবাজার?

বিশ্লেষকরা এর জবাবে বলেন, অর্থমন্ত্রীর দেশে না থাকা এবং এসইসির লোকবল সঙ্কটের ফায়দা নিয়ে একাধিক চক্র বাজার নিয়ন্ত্রণ করছে

তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে, তারাই বাজার এবং বিনিয়োগকারীদের ভাগ্য নিয়ে ছেলেখেলায় মেতে উঠেছে বলেও মনে করছেন তারা

বিশ্লেষকরা বলেন, এসব চক্র সরকারকে দেখাতে চায় যে তাদের বিচার করা হলে পুঁজিবাজারে আবারও ভয়াবহ ধস নেমে আসবে

(৭৩০) খালি রয়েছে তিনটি

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রীর জন্য এসইসির চেয়ারম্যান নির্বাচন এবং টাস্কফোর্স গঠনসহ পুঁজিবাজার স্থিতিশীলতা রক্ষায় তদন্ত কমিটির বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের কাজ আটকে রয়েছে

অন্যদিকে, কমিশনের বর্তমান চেয়ারম্যান নিয়মিত অফিস করলেও বাজার স্থিতিশীলতা রক্ষায় কোনও সিদ্ধান্ত বা মতামত দিচ্ছেন না

চলতি মাসের শুরুর দিকে আইপিডিসির সাবেক এমডি চাকলাদার মুনসুর আলমকে এসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু অতীতে বিতর্কিত কর্মকা-কে জড়িত থাকার কারণে তাকে পদে নেওয়া হচ্ছে না বলে জানা গেছে

সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থার এসইসি’র দু’ সদস্য ইয়াসিন আলী এবং আনিসুজ্জামান পদত্যাগ করেছেন

এর আগে গত জানুয়ারি মাসে পদত্যাগ করেছিলেন মনসুর আলম

মনসুর আলমের জায়গায় গত মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী যোগ দেন

ফলে এখনও সদস্য পদে তিনটি পদ খালি রয়েছে অবস্থায় বাজারে শুরু হয়েছে ব্যাপক দরপতন এবং বিনিয়োগকারীদের বিক্ষোভ

(৭২৯) একজন বিনিয়োগকারী

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: ব্যাংক এশিয়ার বিনিয়োগকারী আবুল বাশার বলেন, ‘এসইসি নিয়ম অনুযায়ী মার্জিন ঋণ অনুপাত হওয়ার কথা ১: অর্থাৎ লাখ টাকায় লাখ টাকা দেওয়ার কথা।’

তবে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ঋণের পরিমাণ অনেক কমিয়ে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘অনেক হাউজে আবার ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে বর্তমানে কোনও কোনও হাউজে ১:০. অথবা ১:০. অর্থাৎ লাখ টাকায় ৫০ হাজার অথবা ৭০ হাজার টাকা দেওয়া হচ্ছে।’

(৭২৮) বাজার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহমেদ বলেন, ‘বাজার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে কয়েকটি ধাপে কাজ করতে হবে প্রথমত, এসইসি’র সংস্কারের প্রয়োজন রয়েছে সেইসঙ্গে এসইসি’র আইনেরও পরির্বতন করতে হবে।’

তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হলে সরকারকে উদ্যোগী হতে হবে এসইসি এককভাবে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পাববে না এজন্য প্রয়োজন নতুন নতুন কোম্পানির শেয়ার বাজারে প্রবেশ করা

(৭২৭) বাজারের বর্তমান অবস্থার জন্য দায়ী

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি)‘ পদত্যাগী সদস্য ইয়াছিন আলী বলেন, ‘স্বাধীনভাবে এসইসিকে কাজ করতে না দেওয়া হলে আগামীতেও বাজারে বিপদ ঘটতে পারে।’

এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘এসইসি’র উপর বাইরের হস্তক্ষেপ বন্ধ করতে হবে এসইসিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।’

সময় তিনি টেকসই পুঁজিবাজার গঠনে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক এসইসি’র সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন

সেইসঙ্গে বাজারের বর্তমান অবস্থার জন্য কেন্দ্রীয় ব্যাংক এসইসির মধ্যে সমন্বয়হীনতাকেও দায়ী করেন তিনি

(৭২৬) পিছু লেগেছে পিছু লাগতে হবে

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজার বিশ্লেষক ডিএসই’র সাবেক নির্বাহী কর্মকর্তা সালেউদ্দিন আহমেদ বলেন, ‘পুঁজিবাজারে তারল্য সঙ্কটের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঙ্কট সৃষ্টি হয়েছে ব্যাংক যে হারে পুঁজিবাজরের পিছু লেগেছে তাতে মনে হচ্ছে ব্যাংকের প্রতিদ্বন্দ্বী হিসাবে পুঁজিবাজার কাজ করছে বলেই তাদের পিছু লাগতে হবে।’

(৭২৫) এসব কারণে গত ১৫ কার্যদিবস

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: বহুমুখী সঙ্কটে নিমজ্জিত দেশের পুঁজিবাজার এর মধ্যে তারল্য সঙ্কট, বিনিয়োগকারীদের আস্থার সঙ্কট, শেয়ার সঙ্কট, নিয়ন্ত্রক সংস্থা এসইসি’র জনবল সঙ্কটের পাশাপাশি কোম্পানি আইনের ধারার পরির্বতন, এসইসি’র চেয়ারম্যান নিয়োগ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আতঙ্কও রয়ে গেছে

এসব সঙ্কটের কারণে গত ১৫ কার্যদিবস পুঁজিবাজার নিম্নমুখী অবস্থানের দিকে যাচ্ছে সেই সঙ্গে দিন দিন কমছে লেনদেনের পরিমাণ

(৭২৪) কোড নম্বরে কোনো শেয়ারই ছিল না

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ শর্ট সেল (পোর্ট ফোলিওতে শেয়ার না থাকলেও তা বিক্রি করা) করার অভিযোগে হ্যাক সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে গতকাল সোমবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় আজ মঙ্গলবার লেনদেন বন্ধ করা হয় বলে ডিএসই সূত্রে জানা যায়
সূত্র জানায়, গতকাল হ্যাক সিকিউরিটিজের বনানী শাখায় ২১১৫১ নম্বর গ্রাহক কোড থেকে নর্দার্ন জুটের এক হাজার ৬০০ শেয়ার ৩৮.৫০ টাকায় বিক্রি করা হয় কিন্তু ওই গ্রাহকের কোড নম্বরে নর্দার্ন জুটের কোনো শেয়ার ছিল না, ফলে দিনশেষে সেটেলমেন্ট ফেইলর হয় পরিপ্রেক্ষিতে ডিএসই কর্তৃপক্ষ বিষয়টি সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত ওই হাউসের লেনদেন স্থগিত করে
ডিএসইর মহাব্যবস্থাপক (এমডি, ফাইন্যান্স) জীবন চন্দ্র দাস স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘সেটেলমেন্ট অব স্টক এক্সচেঞ্জ ট্রানজেকশনস রুলস ১৯৯৮’ আইনের আওতায় হাউসের লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে
ওই হাউসের গ্রাহকেরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি গত বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবেফোর্সড সেল’ করে আসছিল ছাড়া তাঁরা ডাবল সেলেরও অভিযোগ আনেন বিনিয়োগকারীরা এর প্রতিবাদ করলে মতিঝিলের মূল অফিসে ফোর্সড সেল না করলেও বনানীর শাখা অফিস থেকে গ্রাহককে না জানিয়ে ফোর্সড সেল করতে গিয়ে এই সমস্যার মুখোমুখি হয় বিনিয়োগকারীরা দ্রুত হাউসে লেনদেন চালু করার দাবি জানান
আজ সকালে বিনিয়োগকারীরা হাউসে এসে লেনদেন বন্ধ দেখে অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করেন তাঁরা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহককে না জানিয়ে বিভিন্ন পোর্টফোলিও থেকে ফোর্সড সেল করার অভিযোগ করেন
ব্যাপারে হ্যাক সিকিউরিটিজ লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. জিকরুল হক বলেন, একটি শর্ট সেল হওয়ার কারণে ডিএসই আজ হ্যাক সিকিউরিটিজে লেনদেন বন্ধ করেছে তবে ফোর্সড সেল সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি

(৭২৩) Sector de GAS

Tuesday, May 10, 2011 Unknown
Prime Minister Sheikh Hasina has approved signing of a gas purchase and sales agreement (GPSA) with Santos Limited, allowing third-party gas sales in the offshore block 16 in the Bay of Bengal.

"We got PM’s approval on signing GPSA with Santos Limited before she left Dhaka for Istanbul to participate UN LDC Group Summit," a senior official of the energy and mineral resources division told daily sun.

He said the GPSA signing might be held in next week.

The Ministry of Power, Energy and Mineral Resources would forward a directive immediately to take necessary measures about the matter, the official said on the condition of anonymity.

"Petrobangla is ready to sign the GPSA if the Energy and Mineral Resources Division directive come to us," Petrobangla chairman Prof Hossain Monsur told daily sun.

He added that the Petrobangla yet to get any directive in this matter.

Last week, Prime Minister’s Power and Energy Adviser Dr Tawfiq-e-Elahi Chowdhury said the government will sign deal with the Australian oil giant Santos Limited in May to explore wells in coming winter.

The Santos has already submitted a proposal to the energy division to drill two development wells at Sangu-11 and South Sangu-3 and an exploration well in Megnama-2 structure in coming winter. It has a plan to invest $100 million to drill wells in the block.

After signing the agreement, new investment would consider to third party gas sales within the country, official said.

The law ministry has recently approved vetting to sign GPSA on third-party gas sales, allowing fresh investment in offshore block-16.

Santos acquired Cairn Energy Sangu Field Limited (CEFSL) in the country last year.

With the takeover, Santos secured 100 percent ownership of Megnama, an extension of the block-16, and 75 percent rights of Sangu structure in the bay.The remaining stake of Sangu field belongs to another multinational Halliburton.The power, energy and mineral resources ministry, meanwhile, signed an agreement with Cairn Energy to facilitate sales of their additional gas to third party, other than the government, to increase gas supply to Chittagong.

Industrial production in Chittagong is hampered due to gas crisis for the last couple of years as gas-fired power plants suspended electricity generation for shortage of fuel.

This has also caused frequent power cuts across the country, officials said.

Bangladesh Power Development Board official said the generation of electricity across the country has fallen by about 200MW due to gas crisis.

(৭২২) কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার ::::
কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের ৩০০০০ শেয়ার বিক্রি হবেকন্টিনেন্টাল
ইনস্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা খান সন্স গ্রুপ লিমিটেড তার কাছে থাকা প্রতিষ্ঠানটির ৮০ হাজার ৭০৫টি শেয়ারের মধ্য থেকে ৩০ হাজার শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে

(৭২১) ব্যবসার প্রসার ও প্রকৃতি অনুযায়ী

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রেসিডেন্ট পারভীন মাহমুদ বলেন, বর্তমান বর্ধনশীল পুঁজিবাজারে ব্রোকারেজ হাউসগুলোয় অভ্যন্তরীণ নিরীক্ষার গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে ব্যবসার প্রসার প্রকৃতি অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিটের গুরুত্ব অনেক বেশি সঠিক অডিটের অভাবে অনেক প্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেনিং একাডেমি আয়োজিতইন্টারনাল অডিট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল’-এর ওপর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
পারভীন মাহমুদ বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের আর্থিক রক্ষণাবেক্ষণে বিশেষ ভূমিকা রাখতে পারে
প্রশিক্ষণ কর্মশালায় অভ্যন্তরীণ নিরীক্ষার ভূমিকা, নিরীক্ষা কমিটির কার্যাবলি, ঝুঁকি ব্যবস্থাপনা শাসন, নিরীক্ষা প্রতিবেদন তৈরি নিরীক্ষা তথ্যসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়
বিভিন্ন অডিট প্রতিষ্ঠানের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা এতে প্রশিক্ষণ দেন পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়
সময় অন্যান্যের মধ্যে ডিএসইর উপমহাব্যবস্থাপক ট্রেনিং একাডেমির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল-আমিন রহমান উপস্থিত ছিলেন বিজ্ঞপ্তি

(৭২০) হোঁচট

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার আবারও হোঁচট খেয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দরপতনের ধারা থেকে ডিএসই বের হয়ে এসেছিল

অন্যদিকে দরপতনের ধারাতেই রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মঙ্গলবার আগের কার্যদিবসের চেয়ে উভয় বাজারের লেনদেনও কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় মোট ২৪৫টি প্রতিষ্ঠানের এর মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত ছিল দুইটি প্রতিষ্ঠানের দাম একইসঙ্গে সাধারণ সূচক ১২১ পয়েন্ট কমে নেমে যায় ৫৫১৭ পয়েন্টে

ডিএসইতে লেনদেন হয় ৩৮২ কোটি ৩৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার ইউনিট আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৬০ লাখ ২১ হাজার টাকা

লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সটেক্স, বিকন ফার্মা, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ, আফতাব অটো., আরএন স্পিনিং, বিএসআরএম স্টিল, সামিট পাওয়ার লাফার্জ সুরমা

এদিকে দাম বাড়ার দিক দিয়ে শীর্ষ দশ কোম্পানি হলো- রেকিট বেনকিজার, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এএমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, হাক্কানী পাল্প, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মি.ফা., ফার্স্ট বিএসআরএস মি.ফা., ইবিএল, সামিট পাওয়ার অষ্টম আইসিবি মি.ফা.

দাম কমার শীর্ষ দশ কোম্পানি হলো- পাইনিয়র ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, বেক্সটেক্স, কে অ্যান্ড কিউ, বেক্সিমকো সিনথেটিক্স, রেনউইক, গ্লোবাল ইন্স্যুরেন্স, অ্যাকটিভ ফাইন, সোনার বাংলা ইন্স্যুরেন্স ইউনাইটেড ইন্স্যুরেন্স

অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত ছিল আটটি প্রতিষ্ঠানের দাম

মঙ্গলবার সিএসইর সাধারণ সূচক ১১৮ পয়েন্ট কমে ৯৯৮৩ পয়েন্টে নেমে যায়

সিএসইতে মোট লেনদেন হয় ৫২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ইউনিট আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৫ কোটি ৫২ লাখ টাকা

(৭১৯) কন্টিনেন্টাল ইন্সু--Continental Insurance Ltd--CONTININS

Tuesday, May 10, 2011 Unknown
Khansons Group Ltd., one of the corporate Sponsors/Directors of the company, has reported its intention to sell 30,000 shares out of its total holdings of 80,705 shares of the company at prevailing market price through Stock Exchange within next 30 working days.

(৭১৮) লেনদেন বন্ধ

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: ফোর্স সেলের কারনে হ্যাক সিকিউরিটিজের লেনদেন বন্ধ করে দিয়েছে SEC..অন্যান্য সিকিউরিটিজ কে সতর্ক থাকার নির্দেশ...

(৭১৭) লাফার্জ সুরমা সিমেন্ট--LAFARGE SURMA CEMENT LTD

Tuesday, May 10, 2011 Unknown
The company has informed that the Board of Directors of the company has recommended for issuance of Rights Shares @ 1R:1 at par subject to approval of SEC. The Board has also decided to increase the Authorized Capital of the company from Tk. 700.00 crore to Tk. 1,400.00 crore. Relevant clauses/articles of Memorandum and Articles of Association of the company will also be amended accordingly. Date of EGM: 16.06.2011, Time: 10:00 AM, Venue: Harmony Hall, Bangabandhu International Conference Center, Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka. Record Date: 31.05.2011. Another record date for entitlement of the proposed rights shares to be notified later after obtaining approval from SEC.

Tuesday, May 10, 2011 Unknown

Tuesday, May 10, 2011 Unknown

(৭১৬) পুঁজিবাজারের প্রসার ও সম্ভাবনার

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: চতুর্থ জাতিসংঘ সম্মেলনে যোগদান করবেন ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী স্বল্পোন্নত দেশের (এলডিসি) সমন্বয়ে জাতিসংঘের সম্মেলন থেকে ১৩ মে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে উদ্দেশ্যে গতকাল রোববার ঢাকা ত্যাগ করেন তিনি এছাড়া ১০ই মে এলডিসি'তে স্টক এঙ্চেঞ্জের উন্নয়ন বিষয়ক সভায় বাংলাদেশের পুঁজিবাজারের প্রসার সম্ভাবনার ওপর বক্তব্য রাখবেন শাকিল রিজভী সম্মেলন চলাকালে তিনি গ্লোবাল বিজনেস পার্টনারশিপ ফোরাম এবং ট্রেড ফেয়ারেও অংশগ্রহণ করবেন বলে জানা গেছে উল্লেখ্য, জাতিসংঘ কর্তৃক আয়োজিত অনুন্নত বিশ্বের দেশগুলোর অংশগ্রহণে জাতিসংঘ এলডিসি সম্মেলন প্রতি দশ বছর পর পর অনুষ্ঠিত হয়

(৭১৫) বাংলাদেশ ব্যাংকঃ ক্যাশ অফিসার সরাসরি

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাংলাদেশ ব্যাংকে প্রথমবারের মতো সরাসরি ক্যাশ অফিসার নিয়োগ নীতিমালা জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত এক বার্তায় তথ্য জানা গেছে
বার্তায় জানানো হয়, ক্যাশ অফিসার পদে নিয়োগপ্রাপ্তরা চাকরির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাদের ক্যাশ বিভাগেই থাকতে হবে তাদের নিজ বিভাগে পদোন্নতি হবে, তবে কোনো অবস্থাতেই অন্য বিভাগে যেতে পারবে না যেকোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে মার্স্টাস পাস অথবা বছর মেয়াদি স্নাতক ডিগ্রি ধারী শিক্ষার্থীরা ক্যাশ অফিসার পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন বছর যেসব কর্মকর্তা সরাসরি ক্যাশ অফিসার হিসেবে নিয়োগ পাবেন পর্যায়ক্রমে তাদের স্ব-স্ব বিভাগের ঊর্ধ্বতন পদে পদোন্নতি দেয়া হবে তবে নিয়োগ প্রাপ্তদের কেউই অন্য বিভাগে বদলির সুযোগ পাবেন না
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে যে প্রক্রিয়ায় বিভাগ চালানো হচ্ছে তাতে স্থায়ী কর্মকর্তার সংখ্যা থাকে খুবই কম এতে অভিজ্ঞ লোকের অভাব দেখা দেয়ায় ক্যাশ বিভাগ নিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ভবিষ্যতে সমস্যা থেকে উত্তরণ ব্যাংকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে

(৭১৪) অর্থমন্ত্রী এখন কি করবেন ?

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: ২৪ ঘণ্টার মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের প্রক্রিয়ার সম্পন্ন করারও দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা অব্যাহত দরপতনের প্রেক্ষিতে আজ সোমবার ডিএসই' সামনে অবস্থান ধর্মঘট আমরণ অনশন কর্মসূচি আজকের মত স্থগিত করে এসব দাবি জানান সাধারণ বিনিয়োগকারীরা
অনশন কর্মসূচিতে মোট দশ দফা দাবি জানানো হয় সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে এসব দাবির মধ্যে রয়েছে বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি প্রদান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ, গ্রেফতারকৃত সকল বিনিয়োগকারীদের নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার বাজার থেকে চুরি করা অর্থ ফিরিয়ে আনা

Blog Archive