High Court again asks SEC to explain shareholding notice

Tuesday, May 08, 2012 Unknown
The High Court yesterday again asked the stockmarket regulator to explain within two weeks why a directive for directors to hold individually at least 2 percent stakes in companies should not be declared illegal.
The HC rule came after a writ petition was filed by Abul Bashar, a director of Popular Life Insurance Company.
Earlier, the Securities and Exchange Commission had made it compulsory for sponsors, directors and promoters of listed companies to hold at least 2 percent stakes individually in their own companies.
Along with the SEC, the court also directed a share investors' association to explain as to why the directive will not be declared illegal.
A bench of Justice Farid Ahmed and Justice Sheikh Hassan Arif issued the rule after hearing the petition.
After the hearing, Attorney General Mahbubey Alam told journalists that although the petitioner sought a stay order on the SEC directive, the court issued a rule.
So, the regulatory directive on shareholding, issued by the SEC on November 22 last year, will remain effective, as no stay order came from the court.
Earlier on April 8, the HC asked regulators to explain why the SEC directive on minimum shareholding should not be declared illegal, after a writ petition filed by Sheikh Abdul Momen, husband of the late Masuda Begum, a sponsor of NCC Bank Ltd.
At that time, the court had directed the finance secretary, commerce secretary, Bangladesh Bank governor, managing director of NCC Bank, registrar of Joint Stock Companies and Firms, and Dhaka and Chittagong bourses to explain within four weeks why the directive will not be declared illegal.
According to the SEC directive, those who will fail to hold minimum 2 percent stakes in their own firms by May 22 will have to leave their sponsorship or directorship.
The commission also made it mandatory for sponsors, directors and promoters of a listed firm to jointly hold a 30 percent stake in the firm.
The SEC set a six-month deadline that ends May 22 for the sponsors, directors and promoters, who are now jointly holding less than 30 percent and individually 2 percent shares, to acquire the rest of the amount.

Information Services 5% cash dividend

Tuesday, May 08, 2012 Unknown
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত পাঁচ শতাংশ নগদ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৫০ পয়সা) এবং পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ জুন সকাল ১১টায় তেজগাঁওয়ের এইচআরসি মিডিয়া ভবনের যায়যায়দিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৭ মে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ০.৫৫ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ১৬.১৭ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ০.৬১ টাকা। ডিএসই ওয়েবসাইট অবলম্বনে।

Sonargoun Textile 10% stock

Tuesday, May 08, 2012 Unknown
সোনারগাঁও টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ট বা বোনাস শেয়ার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুন দুপুর ১২টায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ২১ মে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ০.৭৯ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ৪১.৯২ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১২.৮৬ টাকা। ডিএসই ওয়েবসাইট অবলম্বনে।

Personal Investment

Tuesday, May 08, 2012 Unknown
আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে ব্যক্তি খাতের বিনিয়োগকে উৎসাহ প্রদানের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটি বলেছে, বিনিয়োগ পরিস্থিতির উন্নতির জন্য সরকার নিজের টাকা খরচ করবে। তবে ব্যাংক-ব্যবস্থা থেকে বেশি ঋণ নেওয়া সরকারের উচিত হবে না। এটি করতে গেলে ব্যক্তি খাত বাধাগ্রস্ত হবে। কারণ, উদ্যোক্তাদের জন্য ব্যাংকে তখন খুব বেশি অর্থ থাকবে না।
ঢাকায় সিপিডির কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জাতীয় বাজেট ২০১২-১৩’ শীর্ষক প্রস্তাবনায় এসব কথা বলা হয়। এতে সিপিডির পক্ষ থেকে আগামী বাজেটের জন্য প্রস্তাবগুলো তুলে ধরেন সংস্থাটির গবেষণা বিভাগের প্রধান ফাহমিদা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য আগামী বাজেটকে ‘রক্ষণশীলতার সঙ্গে সম্প্রসারণমূলক’ করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘প্রতিটি বাজেটেই রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক কিছু পরিপ্রেক্ষিত থাকে। আমাদেরও রয়েছে। সেই বিবেচনায় আগামী বাজেটের লক্ষ্য হওয়া উচিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির ধারাকে বেগবান রাখা এবং ব্যক্তি বিনিয়োগকে উৎসাহ দেওয়া।’ ইতিমধ্যে দেশের ব্যক্তি বিনিয়োগের ধারা অনেকটা স্থবির হয়ে গেছে উল্লেখ করে হতাশা প্রকাশ করেন দেবপ্রিয়।
কালোটাকা: দেবপ্রিয় ভট্টাচার্য ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগের বিরোধিতা করে বলেন যে এটা শুধু নৈতিকভাবে বেঠিকই নয়, অর্থনৈতিকভাবেও অযৌক্তিক। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। এর ফলে সৎ করদাতারা কর দিতে নিরুৎসাহিত হবেন।’
সম্প্রতি লাইসেন্স দেওয়া নতুন ব্যাংকগুলোর প্রতিটির জন্য যে ৪০০ কোটি টাকা করে দরকার, তা মেটানোর মাধ্যমে যেন কালোটাকা বৈধ করার সুযোগ কেউ না নিতে পারে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আগামী নির্বাচনে যাতে কালোটাকার প্রভাব না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
কালোটাকা প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ‘কেন একজন প্রকৃত করদাতা ২৫ শতাংশ কর দেবেন, যখন তিনি দেখেন যে দুই বছর পর পর ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা বৈধ করা যায়?’
এ-সংক্রান্ত প্রস্তাবে সিপিডি বলেছে, কালোটাকা সাদা করার সুযোগ যদি দিতেই হয়, তবে বিদ্যমান করের বাইরে নির্দিষ্ট হারে শাস্তিমূলক কর আরোপের মাধ্যমে তা দেওয়া যেতে পারে।
বিভিন্ন প্রস্তাব: মূল্যস্ফীতি বিবেচনায় রেখে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা এক লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা এবং ন্যূনতম আয়কর দুই হাজার থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
আয়কর আইনে মূল্য হস্তান্তর (ট্রান্সফার প্রাইসিং) নামে নতুন ধারা সংযোজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সিপিডি বলেছে, মূল্য কারচুপির কারণে প্রতিবছর আন্তর্জাতিক বাণিজ্যে ১৮০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ।
সিপিডির মতে, বাজেটে কৃষিতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক। তবে এর সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছে কি না এবং সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কি না, সে বিষয়ে অর্থ বিভাগ থেকে সমীক্ষা করা প্রয়োজন।
পোলট্রি খাতের আয়ের ওপর কর রেয়াত ২০১৩ থেকে বাড়িয়ে ২০১৫ সাল পর্যন্ত করার কথা বলেছে সিপিডি। কৃষি প্রক্রিয়াজাত শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এখন ৩ শতাংশ হারে যে শুল্ক দিতে হয়, তা সাময়িকভাবে প্রত্যাহার করা দরকার বলেও মনে করে সিপিডি।
সিপিডির শিল্প এলাকার শ্রমিকদের জন্য খাদ্য রেশনিংয়ের ব্যবস্থা পুনরায় চালু করা, সাভারে চামড়া শিল্পনগর স্থানান্তরের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা, শিল্পদূষণ কমানোর জন্য তদারকি বাড়াতে বরাদ্দ দেওয়া, পাটের উন্নয়ন ও গবেষণার জন্য বরাদ্দ রাখা এবং ওষুধ শিল্পপার্ক বাস্তবায়নে বরাদ্দ রাখা।
রপ্তানিমুখী নয়, এমন এসএমই শিল্প খাতের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হার ৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা, হালকা প্রকৌশল খাতের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে একটি বিশেষ তহবিল গঠন, ইন্টারনেট ব্যবহারের ওপর বিদ্যমান ১৫ শতাংশ কর ও কম্পিউটার সরঞ্জামের ওপর বিদ্যমান কর প্রত্যাহারের প্রস্তাব করে সিপিডি।
জ্বালানি ও বিদ্যুৎ খাত বিষয়ে সিপিডি বলেছে, একদিকে বিদ্যুতের সংকট, অন্যদিকে উৎপাদনে বিপুল অঙ্কের ভর্তুকি—এটা সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে সরকারকে এখন মাঝারি ও বড় বিদ্যুৎকেন্দ্রের দিকে মনোযোগী হতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার জন্য আগে কয়লানীতি চূড়ান্ত করতে হবে।
জরুরি পদক্ষেপ হিসেবে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চিন্তাটি খারাপ ছিল না মন্তব্য করে দেবপ্রিয় বলেন, এর অভিঘাতগুলোর সামগ্রিক মূল্যায়ন হয়নি। এটি এখন গলার ফাঁস হয়ে গেছে। ভালো ফলের সম্ভাবনা ছিল কিন্তু প্রশাসনিক, পরিকল্পনা ও বাস্তবায়নের ব্যর্থতার অভাবে তা হলো না।
গুরুত্বপূর্ণ সব সড়ক চার লেনে উন্নীত করা এবং বছরব্যাপী নিয়মিত সড়ক রক্ষণাবেক্ষণে বরাদ্দ রাখার প্রস্তাব করেছে সিপিডি। পাশাপাশি রেলের ভাড়া বাড়ানোর প্রস্তাবকেও সমর্থন করা হয়েছে। তবে ফাহমিদা খাতুন বলেন, এটি হতে হবে ধাপে ধাপে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে সিপিডি বলেছে, একই সঙ্গে বাস্তবায়িত হচ্ছে বলে একই ব্যক্তি একাধিক কর্মসূচির সুবিধা ভোগ করছে। তাই সুবিধাভোগীদের জন্য একটি তথ্যভান্ডার তৈরি এবং জেলা পর্যায়ে কত দরিদ্র আছে, সে বিষয়েও সমীক্ষা হওয়া প্রয়োজন। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানের মজুরি বাড়ানোর পরামর্শ দিয়ে তা বাজারদরের চেয়ে বেশি করারও পরামর্শ দেওয়া হয়েছে।
শেয়ারবাজারে প্রত্যেক বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবধারীর জন্য করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়ে সিপিডি বলেছে, এটি লেনদেনে স্বচ্ছতা আনবে এবং রাজস্ব আদায়ে ভূমিকা রাখবে।
পাঁচটি বার্তা: যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের তিন শীর্ষপর্যায়ের মন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফর থেকে পাঁচটি বার্তা পাওয়ার কথা উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বার্তাগুলো হচ্ছে: অবকাঠামো ঠিক না হলে বিনিয়োগ বাড়বে না, দুর্নীতি দূরীকরণে সচেষ্ট হতে হবে, মানবাধিকারকে সমুন্নত রাখতে হবে, সংঘাতের পথ পরিহার করে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

Declined 204 company share price

Tuesday, May 08, 2012 Unknown
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। দিন শেষে লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৯৮ পয়েন্ট কমে ৫,০৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে পাঁচ মিনিটে গতকালের চেয়ে কমে যায় ১৪ পয়েন্ট। আবার ২০ মিনিটে ১৭ পয়েন্ট বেড়ে যায়। ১১টা ৫০ মিনিটে সূচক বাড়ার হার সর্বোচ্চ ২৩ পয়েন্ট ছিল। এরপর আবারো কমতে থাকে সূচক এবং দিনের শেষ পর্যন্ত সূচক কমার হার অব্যাহত ছিল।
আজ লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ৪৪টির দাম, কমেছে ২০৪টির আর অপরিবর্তিত আছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে।
দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, সিটি ব্যাংক, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস এবং সামিট পাওয়ার।

Shakil Riezvi's Bank Account Seized

Tuesday, May 08, 2012 Unknown
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি শাকিল রিজভীর যাবতীয় ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৩ মে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট (সিআইসি) থেকে পাঠানো চিঠিতে সব বাণিজ্যিক ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বার্ষিক আয়-ব্যয়ের সুষ্ঠু অভ্যন্তরীণ নিরীক্ষার স্বার্থে ও প্রাপ্য রাজস্ব আদায়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাকিল রিজভীর সব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত থাকবে।
এই আদেশের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের একক ও যৌথ নামে পরিচালিত সব মেয়াদি স্থায়ী আমানত (এফডিআর), সঞ্চয়পত্র, ডিপিএস হিসাবে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত থাকবে।
যোগাযোগ করা হলে গতকাল সোমবার রাতে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে জানান, ব্যাংক হিসাব জব্দ করার বিষয়টি এখনো তিনি অবহিত নন।

Blog Archive