ডিএসই’র ইজিএম EGM of Dhaka Stock Exchange

Friday, October 04, 2013 Other

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণের (ডিমিউচ্যুয়ালাইজেশন) জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে। আগামী ২৯ অক্টোবর এ ইজিএম’র তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএসই’র সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএসই ইজিএম অনুষ্ঠিত হবে। ওইদিন আর্টিকেল অব ম্যামোরেন্ডাম অনুমোদন করার সম্ভবনা রয়েছে। এরপর ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩- এর ১১ ধারা অনুসারে ৯০ দিনের মধ্যে প্রথম পরিচালনা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ডিমিউচ্যুয়ালাইজেশন অনুমোদিত স্কিম অনুযায়ী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পরিষদ হবে ১৩ সদস্যের। যার মধ্যে স্বাতন্ত্র্য পরিচালক ৭ জন ও কৌশলগত বিনিয়োগকারী (স্ট্রাটেজিক পার্টনার) শেয়ারহোল্ডার ৫ জন থাকবেন। তবে যতদিন পর্যন্ত কৌশলগত শেয়ারহোল্ডার নির্বাচিত না হবে ততোদিন পর্যন্ত এ পদটি শূন্য থাকবে। এছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলে পরিচালনা পরিষদে থাকবেন এবং তিনি ভোটাধিকার প্রাপ্ত হবেন। স্কিমে উল্লিখিত নিয়মানুযায়ী যোগ্যতার ভিত্তিতে স্বাতন্ত্র্য পরিচালক নিযুক্ত হবেন। পরিচালক, স্বাতন্ত্র্য পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা প্রত্যেকের মেয়াদ হবে তিন বছর। এছাড়াও ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জে ‘চিফ রেগুলেটরি অফিসার’ নামে একটি পদ থাকবে যার তত্ত্বাবধানে স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগ পরিচালিত হবে। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ডিমিউচ্যুয়ালাইজশেন স্কিমের চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর গত মঙ্গলবার ডিএসইতে অনুমোদিত স্কিমের কপি পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। স্কিম অনুমোদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জের বিশেষ সাধারণ সভায় অন্তবর্তী পরিষদের তালিকা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে অনুমোদিত স্কিমে এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এর ৮(ক) ধারা অনুসরণ করতে বলা হয়েছে ডিএসইকে। সে লক্ষ্যেই এ বিশেষ সাধারণ সভার আহ্বান করা হয়েছে বলে জানা যায়।

অধিকারমূলক বা রাইট শেয়ার ইস্যুর অনুমোদন (বিডিফিন্যান্স)

Friday, October 04, 2013 Other

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে (বিডিফিন্যান্স) অধিকারমূলক বা রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট তাদের বিদ্যমান পাঁচটি শেয়ারের বিপরীতে তিনটি অধিকারমূলক শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি বাজারে তিন কোটি ৯০ লাখ আট হাজার ৫১৫টি শেয়ার ছেড়ে প্রায় ৩৯ কোটি ৮৫ হাজার টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ১০ টাকা, অর্থাৎ কোনো অধিমূল্য বা প্রিমিয়াম ছাড়া শুধু অভিহিত মূল্যে এই অধিকারমূলক শেয়ার ইস্যু করা হবে। বিএসইসির তথ্য অনুযায়ী, বাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি মূলধনের পর্যাপ্ততা নিশ্চিত করবে। এটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস। বিএসইসির গতকালের সভায় জ্বালানি খাতের তালিকাভুক্ত নয়, এমন একটি কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেটি হলো প্রিমিয়ার এলপি গ্যাস। বিএসইসি বলছে, কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই ২০০১ ও ২০০২ সালে দুই দফায় মূলধন বাড়িয়ে সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ২এ(২)(এ) অনুযায়ী, বাংলাদেশে অভ্যন্তরে গঠিত যেকোনো কোম্পানির মূলধন বৃদ্ধি করতে হলে বিএসইসির অনুমোদন লাগে। কিন্তু প্রিমিয়ার এলপি প্রথম দফায় নয় কোটি ৩৮ লাখ থেকে মূলধন বাড়িয়ে প্রায় ২৫ কোটি এবং দ্বিতীয় দফায় তা আরও বাড়িয়ে প্রায় ৪৪ কোটি টাকায় উন্নীত করে। কিন্তু মূলধন বৃদ্ধির ক্ষেত্রে কোনোবারই কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেয়নি। এ ছাড়া বিএসইসি তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি জনতা ইনস্যুরেন্সের অভিহিত মূল্য বা ফেসভ্যালু পরিবর্তনের অনুমতি দিয়েছে। কোম্পানিটি সম্প্রতি তাদের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তরের অনুমোদন চেয়ে বিএসইসির কাছে আবেদন করে। নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তে শেয়ারবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠানের অভিহিত মূল্য ২০১১ সালের ৪ ডিসেম্বর থেকে অভিন্ন করা হয়। কিন্তু আইনি জটিলতার কারণে সে সময় জনতা ইনস্যুরেন্সের শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তন করা সম্ভব হয়নি।

গত সপ্তাহ - Last Week in Share Market BD

Friday, October 04, 2013 Other

চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার তালিকাভুক্ত ব্যাংক শেয়ারের দাম ও মোট লেনদেনে হঠাৎ করে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেছে। এদিন ৭৬ দশমিক ৬৬ শতাংশ ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। বৃহস্পতিবার ডিএসই’র লেনদেন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকগুলোর লেনদেনে অনেক দিন ধরেই মন্দাভাব চলছে। বাজারে তালিকাভুক্ত সব খাতের কোম্পানির শেয়ারের দাম পরিবর্তন হলেও এ খাতের শেয়ারের দামে দীর্ঘদিন ধরে কোনও পরিবর্তন দেখা যাচ্ছিল না। জানা গেছে, পুঁজিবাজারে বর্তমানে ৩০টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে। যার মধ্যে বৃহস্পতিবার ২৩টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। যা শতাংশ হারে ৭৬ দশমিক ৬৬ শতাংশ। আরও জানা গেছে, এদিন ডিএসই’র মোট লেনদেনের ৬ দশমিক ৫৪ শতাংশ ব্যাংকের দখলে ছিল। টাকার অংকে যার পরিমাণ ১৬ কোটি ৫৮ লাখ টাকা। অন্যদিকে, এদিন তিনটি ব্যাংকের শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তীত রয়েছে চারটি ব্যাংকের শেয়ারের দাম। ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এ খাতের লেনদেনের শীর্ষে থাকা ব্যাংকগুলো হলো- এসআইবিএল, ইউসিবিএল, এনবিএল, মার্কেন্টাইল ব্যাংক এবং ওয়ান ব্যাংক লিমিটেড। এদিন, এসআইবিএল’র প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১০ পয়সা। আর মোট ১৬ লাখ ৫৮ হাজার ৫’শ শেয়ারের হাত বদল হয়েছে যার বাজার দাম এক কোটি ৮৭ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে ছিল ইউসিবিএল। এ দিন এ ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩০ পয়সা। আর মোট ৭ লাখ ৩৩ হাজার ৪’শ ৫০টি শেয়ারের হাত বদল হয়েছে যার বাজার দাম এক কোটি ২৮ লাখ টাকা। এক কোটি ১৫ লাখ টাকা লেনদেন করে তৃতীয় অবস্থানে ছিল এনবিএল ব্যাংক। তবে এদিন এ ব্যাংকের শেয়ারের দামে কোনো পরিবর্তন হয়নি।

আসছে নতুন কোম্পানি- আবেদন শুরুর নির্দেশনা- Forth Coming IPO Approved By BSEC-BD

Friday, October 04, 2013 Unknown

Record Date ( রেকর্ড ডেট সমুহ )- ৩ অক্টোবর, ২০১৩ অনুসারে - Company's AGM, EGM and Record Date Last Updated on October 03, 2013

Friday, October 04, 2013 Unknown








Dhaka Stock Exchange Ltd.
Company's AGM, EGM and Record Date
(Last Updated on October 03, 2013)
Name of Company   Year end  Dividend in (%)   Date of AGM/EGM  Record Date Venue  Time
The Premier Bank Ltd. N/A N/A 06.10.13 (EGM) 12.09.13 Bashundhara Convention Centre-2, Block-C, Umme Kulsum Road, Baridhara, Dhaka. 10:30 AM
MIDAS Financing Ltd. 30.06.13 Nil & 1R:1* 07.10.13 09.09.13 Auditorium of Trust Milonayatan, Dhaka Cantonment, Dhaka. 10:00 AM
GSP Finance Company (Bangladesh) Ltd. N/A 2R:3* 21.10.13 (EGM) 24.09.13 Institution of Diploma Engineers, Bangladesh, IDEB Bhaban, 160/A, Kakrail, Dhaka-1000. 11:00 AM
Green Delta Insurance Company Ltd. N/A N/A 24.10.13 (EGM) 17.09.13 Spectra Convention Centre Limited, House #19, Road #7, Gulshan-1, Dhaka-1212. 11:00 AM
Bangladesh Submarine Cable Company Ltd. 30.06.13 20%C & 15%B 26.10.13 26.09.13 Hotel 'Ocean Paradise', Cox'sbazar. 11:00 AM
Saiham Cotton Mills Ltd. 30.04.13 10%C 30.10.13 19.09.13 Saiham Cotton Mills Ltd. (Unit-2), Mill Premises, Noyapara, Saiham Nagar, Madhabpur, Habigonj.  11:00 AM
Keya Cosmetics Ltd. 30.06.13 10%B 01.11.13 22.09.13 Factory Premises of Keya Knit Composite Ltd., Jarun, Konabari, Gazipur. 11:00 AM
GPH Ispat Ltd. 30.04.13 15%C & 10%B 04.11.13 12.09.13 Factory premises of the Company, Kumira, Sitakunda, Chittagong. 11:00 AM
Quasem Drycells Ltd. 30.06.13 10%B 07.11.13 09.10.13 The Factory Premises (unit-3) of the Company, Baimile, Gazipur. 11:30 AM
GQ Ball Pen Industries Ltd. N/A 1.5R:1* 13.11.13 (EGM) 30.09.13 GQ Building, 331/2, Tajuddin Ahmed Swaroni, Bara Maghbazar, Dhaka-1217. 10:00 AM
Barakatullah Electro Dynamics Ltd. 30.06.13 10%C & 5%B 13.11.13 01.10.13 Sunrise Community Center, Pathantola, Sylhet-3100. 11:30 AM
Delta Brac Housing Finance Corporation Ltd. 30.06.13 25%C  04.12.13 30.09.13 La Vita Hall of Lakeshore Hotel & Apartments, Road-41, House-46, Gulshan-2, Dhaka-1212. 11:00 AM
United Airways (BD) Ltd. 30.06.13 12%B 04.12.13 03.10.13 Hafiz Complex, 1 East Dupadighirpar, Sylhet. 12:00 Noon







C = Cash Dividend, B = Bonus Dividend and R = Rights.
* Note: Another record date for entitlement of the proposed right share to be notified after obtaining approval from BSEC.
* RIU=Re-Investment Unit







বিডি ফিন্যান্সের রাইট শেয়ার সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ১৭ নভেম্বর

Friday, October 04, 2013 Unknown

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ১৭ নভেম্বর থেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, প্রতিষ্ঠানটির রাইট শেয়ার সাবস্ক্রিপশন ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ অক্টোবর। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৪৯৬তম কমিশন সভায় বিডি ফিন্যান্সের ৩আর : ৫ অনুপাতে রাইট শেয়ার অনুমোদন করে। অর্থাৎ বিনিয়োগকারীরা ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার নিতে পারবে। কোম্পানিটি শেয়ারবাজারে মোট ৩ কোটি ৯০ লাখ ৮ হাজার ৫১৫টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমের বাজার থেকে ৩৯ কোটি ৮৫ হাজার ১৫০ টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। তবে কোনো প্রিমিয়াম নেওয়া হবে না। পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাসেল-২ এর শর্ত পূরণে মূলধন শক্তিশালী করতে ব্যয় করা হবে। রাইট শেয়ার ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেরস লিমিটেড।

Blog Archive