(১২৭৮) ধর্ষণ করতে চেয়েছিল ৭ বছরের কচি বাচ্চাকে...!!!

Thursday, May 26, 2011 Unknown
শেয়ারবাজার :::: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নামাজঘর গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ

গ্রেপ্তার হওয়া ইমামের নাম মইদুল ইসলাম (২০) তার বাবার নাম মোহাম্মদ বিশু

মইদুল ছাত্র শিবিরের সক্রীয় কর্মী তাকে শুক্রবার সকালে আদালতে চালান দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম  জানান, মইদুল উপজেলার নামাজঘর গ্রামের মসজিদের সহকারী ইমাম গত ২২ মে বিকেলে মক্তবে অন্য শিশুদের সঙ্গে নির্যাতনের শিকার ওই শিশু () আরবি পড়তে আসে

মক্তব ছুটি দেওয়ার পর মইদুল তাকে অপেক্ষা করতে বলে পরে সবাই চলে গেলে মসজিদের বারান্দায় মহিলা নামাজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়

ওসি জানান, সময় ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মইদুল দৌঁড়ে পালিয়ে যায়

পরে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা বিষয়টি গ্রাম্য সালিশে মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় তবে বিষয়টি মানতে পারেননি নির্যাতিত শিশুর মা

তিনি বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় এসে বৃহস্পতিার রাতে লম্পট ইমামের বিরুদ্ধে মামলা করেন

এর পরপরই রাত পৌনে ৯টার দিকে নিজ বাড়ি থেকে মইদুলকে গ্রেপ্তার করে পুলিশ

(১২৭৭) এমনই যেন থাকে,এই মোদের চাওয়া

Thursday, May 26, 2011 Unknown
শেয়ারবাজার :::: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম মূল্যসূচক বেড়েছে বুধবার প্রায় সব প্রতিষ্ঠানের দাম সূচক অস্বাভাবিকভাবে কমার পর উভয় বাজার বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম থেকেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল শেষ পর্যন্ত এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বেড়েছে ১০৫ পয়েন্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮৩ পয়েন্ট একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে

এদিন ডিএসই সিএসইতে সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয় ডিএসইতে লেনদেনের শুরুতে প্রথম ১০ মিনিট সূচক বাড়ে কিন্তু ১১ টা ১০মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূচক কমে যায় এরপরই বাড়তে থাকে সূচক, যা দুপুর ১২ টা পর্যন্ত বাড়ে এভাবে কয়েকবার ওঠানামা করে দুপুর টা ৩৫ মিনিট থেকে টা পর্যন্ত সূচক টানা বেড়েছে

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় মোট ২৫৫টি প্রতিষ্ঠানের এর মধ্যে ২৪১টিরই দাম বেড়েছে, কমেছে দশটির অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের দাম

এদিন ডিএসইর সাধারণ সূচক ১০৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে উন্নীত হয় হাজার ৩৯৭ দশমিক ৬১ পয়েন্টে সার্বিক সূচক ৮৭ পয়েন্ট বেড়ে হাজার ৪৯৬ পয়েন্টে পৌঁছেছে

ডিএসইতে লেনদেন হয় মোট ২৯৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ইউনিট

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ কোম্পানি ছিল- তিতাস গ্যাস, এম আই সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড এয়্যারওয়েজ, বেক্সটেক্স, পিএলএফএসএল, আফতাব অটোমোবাইলস, আরএন স্পিনিং, বিএসআরএম স্টিল ন্যাশনাল ব্যাংক

এদিকে দাম বাড়ার দিক দিয়ে এগিয়ে থাকা দশ প্রতিষ্ঠান হলো- আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এমবি ফার্মা, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি., ফাইন ফুডস, হাক্কানী পাল্প, আরামিট সিমেন্ট, এসিআই ফর্মুলেশনস, বিডি ল্যাম্পস, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স বেক্সিমকো ফার্মা

এছাড়া সবচেয়ে বেশি দাম কমেছে যে দশ প্রতিষ্ঠানের সেগুলো হলো- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সালভো ক্যামিকেল, জনতা ইন্স্যুরেন্স, মুন্নু জুটেক্স, রহিম টেক্সটাইল, আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কেয়া কসমেটিকস এসিআই ২০% কনভারটিবল জিরো কূপন বন্ডস

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইতে লেনেদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত ছিল তিনটি প্রতিষ্ঠানের দাম

এদিন সিএসইর সাধারণ সূচক ১৮৩ পয়েন্ট বেড়ে উঠে যায় হাজার ৭০০ পয়েন্টে সার্বিক সূচক ২৮০ পয়েন্ট বেড়ে স্থির হয় ১৫ হাজার ৭৪ পয়েন্টে

সিএসইতে লেনদেন হয় মোট ৪৬ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ৭০৮ টাকার শেয়ার ইউনিট

(১২৭৬) SEC,dse, expects pro-market budget

Thursday, May 26, 2011 Unknown
Angry investors have been assured of a budget that will facilitate the growth of the capital market as they continued demonstrations on the bourses.

Securities and Exchange Commission (SEC) spokesman Mohammad Saifur Rahman on Thursday told reporters they expect the government to tailor a share market-friendly budget with due importance.

"We've had discussions with all the stakeholders including the stock exchanges, finance ministry, Bangladesh Bank, NBR and the merchant banks to keep the market stable.

"They've reached a consensus," he added.

Earlier in the day, small investors staged demonstrations demanding suspension of trading on the stock exchanges following price fall for several consecutive days.

A 15-member delegation under the banner of Capital Market Investors' Unity Council took out a procession after lodging a 15-point charter of demands with the SEC.

The delegation had asked the SEC to suspend trading on the two bourses until a 'specific policy' is formulated and the budget passed. Their other demands are an increase in the margin loan ratio at 1:2 and formation of a committee to monitor the market.

In Chittagong too, investors made a five-point charter of demands through a human chain and a rally.

Saifur said measures were underway to ensure execution of the relevant laws and revising the current ones.

He, however, could not elaborate on the steps.

Addressing the investors, he said: "They can submit written recommendations to the SEC on ways to emerge out of the current situation."

The SEC official also termed the current price-earning ratio 15:11 investor-friendly. "It's perfect time to invest."

(১২৭৫) ইউনাইটেড এয়ারওয়েজ / UNITEDAIR United Airways BD Ltd.

Thursday, May 26, 2011 Unknown
শেয়ারবাজার :::: ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি),UNITEDAIR (United Airways (BD) Ltd. ),লিমিটেডের বিমানবহরে আরও একটি এটিআর-৭২ উড়োজাহাজ যুক্ত হলো ৬৪টি আসনের বিমানটি ঢাকা-ব্যাংকক-কলকাতা-দিল্লি রুটে ফ্লাইট চলবে

উপলক্ষে বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী ফিতা কেটে নতুন উড়োজাহাজের উদ্বোধন করেন এয়ারওয়েজের উর্ধ্বতন কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন

ইউনাইটেডের চেয়ারম্যান বলেন, অনেক বেশি সহজ দক্ষ পরিচালনে সক্ষম এটিআর-৭২ দ্রুত গতিশীল অপেক্ষাকৃত কম ব্যয় সম্পন্ন বিমানটি প্রতিযোগিতামূলক বাজারে যাত্রী সাধারণের জন্য কম ভাড়া নির্ধারণ করতে সক্ষম হবে

তিনি জানান, ইউনাইটেড এয়ারওয়েজের বিমান বহরে আরো একটিএয়ারবাস-৩০০-৬০০’ কেনার পরিকল্পনা রয়েছে খুব শিগগিরইএয়ারবাস-৩৩০-২০০ এয়ারক্রাফট যুক্ত হতে চলেছে যা দিয়ে আগামী জুন-জুলাইয়ের মধ্যে জেদ্দা, মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে

নতুনএটিআর-৭২’ যুক্ত হওয়ায় একটিএয়ারবাস-৩১০-৩২৫’, দু’টি এমডি-৮৩, একটিএটিআর-৭২’ দু’টি ড্যাশ--১০০ নিয়ে মোট সাতটি উড়োজাহাজ রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের বিমান বহরে

২০০৭ সালের ১০ জুলাই ঢাকা থেকে সিলেট রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে ইউনাইটেড এয়ারওয়েজের যাত্রা শুরু হয় বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশের অভ্যন্তরে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং যশোর রুট ফ্লাইট পরিচালনা করছে

এছাড়া ২০০৮-এর ২৪ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা রুটে পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা থেকে দুবাই, লন্ডন, কুয়ালালামপুর, কাঠমাণ্ডু, ব্যাংকক এবং বন্দরনগরী চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে

(১২৭৪) Banks get more time to adjust exposure

Thursday, May 26, 2011 Unknown
Commercial banks with merchant banking or brokerage operations get four months more or until Dec 31 to bring down their loans to such subsidiaries to single borrower exposure limit.


The Bangladesh Bank in its move to restore investors' confidence in the capital market extended the deadline, the central bank said on Thursday.

The central bank issued a circular in the day to inform all the banks of its decision.

The circular titled, "Regarding adjustment of additional loans to the banks' own subsidiaries created for merchant banking and brokerage operations under the single borrower exposure limit' says different banks have created subsidiary entities at their own funding for merchant banking and brokerage operations.

"As the banks have diverted to alternative programmes, the funds provided to them have become their loans," it says.

But these loans in most cases have crossed the 'single borrower exposure limit' meaning that merchant banks have crossed the maximum permissible amount a bank can usually lend to a single borrower, the circular said.

Following applications by the banks, the central bank gave them from June to August this year to readjust the loans by phases.

(১২৭৩) ইতিহাস হয়ে থাকবে

Thursday, May 26, 2011 Unknown
শেয়ারবাজার :::: শেয়ারবাজারে অস্থিরতা নিরসনের দাবিতে আগামী রোববার সোমবার সিলেটের সব ব্রোকার হাউজে শেয়ারের ক্রয় বিক্রয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছেসিলেটের বিনিয়োগকারীরা’ নামের একটি সংগঠন

বৃহস্পতিবার দুপুর দেড় টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় শতাধিক বিনিয়োগকারীদের মানববন্ধন কর্মসূচী শেষে এক সমাবেশে ঘোষণা দেয়

মাননীয় অর্থমন্ত্রী সিলেটবাসীর ইজ্জত বাঁচান’, ‘পুঁজি বাজারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই’, ‘ভিক্ষা চাই না, কুত্তা ঠেকান’, ‘লাভ চাই না, পুঁজি ফিরিয়ে দিন’ প্রভৃতি লেখা ব্যানার নিয়ে প্রায় শতাধিক বিনোয়োগকারী প্রায় আধাঘন্টা ধরে চলা মানববন্ধনে অংশ নেন মানববন্ধন শেষে শাহ আলমের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বিনিয়োগকারী মোঃ মনোয়ার হোসেন, আলমগীর, জাবেদ প্রমুখ

সমাবেশে বক্তারা আগামী রোববার সোমবার সিলেটের ব্রোকারেজ হাউজগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ রাখার কর্মসূচীর ঘোষণা দেয়

এতে বক্তারা আরো বলেন, শেয়ারবাজারে অস্থিরতা জিইয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বিনিয়োগকারীরা সর্বস্ব হারিয়ে এখন পথে বসছেন সরকারের তড়িৎ পদক্ষেপ না নিলে অনশন ধর্মঘটসহ কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে

(১২৭২) ABBANK--AB Bank Limited

Thursday, May 26, 2011 Unknown
The Credit Rating Agency of Bangladesh Limited (CRAB) has announced the surveillance rating of AB Bank Ltd. as AA3 in the long term and ST-2 in the short term based on audited financial statements of the Bank up to 31st December 2010 and other relevant quantitative as well as qualitative information up to the date of rating declaration.

tag:  ABBANK (AB Bank Limited )

(১২৭১) PHARMAID--Pharma Aids

Thursday, May 26, 2011 Unknown
Mrs. Shahinoor Baby and Mr. S. A. Nayeem, both are Sponsors/Directors of the Company, have further reported that they have completed their sale of 2,000 shares each of the Company at prevailing market price through Stock Exchange as announced earlier.

tag: PHARMAID (Pharma Aids )

(১২৭০) LAFSURCEML--LAFARGE SURMA CEMENT LTD

Thursday, May 26, 2011 Unknown
The company has further informed that the EGM and the 13th AGM of the company will now be held on 29.06.11 at 10:00 AM and 11:00 AM respectively at "Grand Ball Room", Ruposhi Bangla Hotel (former Dhaka Sheraton Hotel), 1, Minto Road, Dhaka-1000 instead of 16.06.11 at Harmony Hall, Bangabandhu International Conference Centre, Agargaon, Sher-E-Bangla Nagar, Dhaka-1207. Other information of the EGM and AGM as announced earlier.

tag: LAFSURCEML (LAFARGE SURMA CEMENT LTD. )

(১২৬৯) অর্থনিতির একটি গুরুত্তপুর্ন খাত

Thursday, May 26, 2011 Unknown
শেয়ারবাজার :::: স্টিল এবং রি-রোলিং শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম খোরশেদ আলমকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে

এছাড়া স্টিল রি-রোলিং শিল্প উদ্যোক্তাদের হয়রানি বন্ধে বিএসটিআই প্রবর্তিত বাধ্যতামূলকভাবে ৫শ’ কেজি এমএস রড বান্ডেল তৈরি এবং বান্ডেলে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের প্রথা বাতিল ঘোষণা করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিল অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বেঠক শেষে শিল্পমন্ত্রী কমিটি গঠন করেন

কমিটির অন্য সদস্যরা হলেন- শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব একজন, বিএসটিআই প্রতিনিধি দু’জন, রি-রোলিং মিল অ্যাসোসিয়েশন প্রতিনিধি দু’জন এফবিসিসিআই প্রতিনিধি ১জন

দীর্ঘ ঘণ্টাব্যাপি স্থায়ী বৈঠকে জাহাজ ভাঙা শিল্প রি-রোলিং শিল্পের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়

সময় শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া এসব সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস দেন এবং রড বান্ডেলের বিডিএক্স চিহ্নিত লোগো বাতিল করেন

সংগঠনের সভাপতি শেখ মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক আবুল কাশেম মজুমদারসহ ১০ জন প্রতিনিধি শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন

সময় বিএসটিআই’র মহাপরিচালক কে ফজলুল আহাদ উপস্থিত ছিলেন
বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, বর্তমানে দেশে ৩৮টি অটো রি-রোলিং মিলস্ রডের মোট জাতীয় চাহিদার ৮০ শতাংশ যোগান দিচ্ছে

সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শিল্প থেকেই জাতীয় চাহিদা মিটিয়ে বিদেশে এমএস রড রপ্তানি সম্ভব

তারা স্টিল রি-রোলিং মিলের বার্ষিক টার্নওভারের ওপর ভিত্তি করে মার্কিং ফি নির্ধারণের নিয়ম বাতিলের দাবি জানান

এর পরিবর্তে তারা বিএসটিআই’র সনদ গ্রহণকালে একটি যুক্তিসঙ্গত লাইসেন্স রিস্ক ম্যানেজমেন্ট ফি গ্রহণের দাবি জানান

শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, দেশীয় শিল্প পণ্যের গুণ মান রক্ষায় মহাজোট সরকার বিএসটিআইকে একটি আধুনিক মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলছে

তিনি বলেন, খাদ্যদ্রব্য, জীবন রক্ষাকারী ঔষধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভেজালের যে সংস্কৃতি তৈরি হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তা থেকে বেরিয়ে আসতে হবে

তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে পণ্যের গুণগত মান বজায় রাখার জন্য শিল্প উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন

এছাড়া দিলীপ বড়–য়া বলেন, সরকার দেশীয় শিল্প উদ্যোক্তাদের প্রাপ্য সম্মান দিতে চলতি বছর সিআইপি (শিল্প)’ সংখ্যা ৬০ জনে উন্নীত করবে

(১২৬৮) ‘ভিক্ষা চাই না, কুত্তা ঠেকান’

Thursday, May 26, 2011 Unknown
শেয়ারবাজার :::: মাননীয় অর্থমন্ত্রী সিলেটবাসীর ইজ্জত বাঁচান’, ‘পুঁজি বাজারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই’, ‘ভিক্ষা চাই না, কুত্তা ঠেকান’, ‘লাভ চাই না, পুঁজি ফিরিয়ে দিন’ প্রভৃতি লেখা ব্যানার নিয়ে প্রায় শতাধিক বিনোয়োগকারী প্রায় আধাঘন্টা ধরে চলা মানববন্ধনে অংশ নেন মানববন্ধন শেষে শাহ আলমের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বিনিয়োগকারী মোঃ মনোয়ার হোসেন, আলমগীর, জাবেদ প্রমুখ

সমাবেশে বক্তারা আগামী রোববার সোমবার সিলেটের ব্রোকারেজ হাউজগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ রাখার কর্মসূচীর ঘোষণা দেয়

এতে বক্তারা আরো বলেন, শেয়ারবাজারে অস্থিরতা জিইয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বিনিয়োগকারীরা সর্বস্ব হারিয়ে এখন পথে বসছেন সরকারের তড়িৎ পদক্ষেপ না নিলে অনশন ধর্মঘটসহ কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে

(১২৬৭) অস্থিরতা নিরসনে

Thursday, May 26, 2011 Unknown
শেয়ারবাজার :::: শেয়ারবাজারে অস্থিরতা নিরসনের দাবিতে আগামী রোববার সোমবার সিলেটের সব ব্রোকার হাউজে শেয়ারের ক্রয় বিক্রয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছেসিলেটের বিনিয়োগকারীরা’ নামের একটি সংগঠন

বৃহস্পতিবার দুপুর দেড় টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় শতাধিক বিনিয়োগকারীদের মানববন্ধন কর্মসূচী শেষে এক সমাবেশে ঘোষণা দেয়

(১২৬৬) রিপাবলিক ইন্স্যুরেন্স/REPUBLIC--Republic Insurance Company Limited

Thursday, May 26, 2011 Unknown
শেয়ারবাজার :::: বার্ষিক সাধারণ সভার(এজিএম) রেকর্ড ডেট-এর কারণে আগামী ২৯ মে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স,REPUBLIC (Republic Insurance Company Limited ), লেনদেন স্থগিত থাকবে
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে

(১২৬৫) United airways

Thursday, May 26, 2011 Unknown
United Airways (BD) Limited, a private carrier of the country, has introduced ATR-72, the 7th aircraft into its fleet to launch flight on Dhaka-Bangkok-Delhi-Kolkata route.

With this new addition United Airways will have one Airbus-310, two MD-83, two ATR-72 and two Dash-8-100. The new plane will have 64 seats.

Capt. Tasbirul Ahmed Chowdhury, Chairman and Managing Director of United airways inaugurated the new aircraft by cutting ribbon at the Hazrat Shahjalal International domestic terminal.

High officials of the airways attended the programme.

United airways Chairman said ATR-72 is more easy and efficient in operation. The quickest and most cost-effective aircraft will be able to make a vital role for competitive fares to the passenger.

He also informed United Air is going to purchase another Airbus-300 which is expected to add in the fleet by July next in this year. 

United Airways started it’s journey on July 10, 2007 with it’s maiden flight from Dhaka to Sylhet and currently operates regular flights to all major domestic routes, which includes Chittagong, Cox’s bazaar, Sylhet and Jessore.

The international operation of the Airline began on September 24, 2008 with a flight to Kolkata subsequently it added international destinations like Dubai, London, Kuala Lumpur, Kathmandu, Chittagong-Dubai¬ and also Chittagong – Kolkata.

tag: UNITEDAIR (United Airways (BD) Ltd. )

(১২৬৪) জনতা ইন্স্যুরেন্স / JANATAINS--Janata Insurance

Thursday, May 26, 2011 Unknown
শেয়ারবাজার :::: বার্ষিক সাধারণ সভার(এজিএম) রেকর্ড ডেট-এর কারণে আগামী ২৯ মে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান,বীমা খাতের জনতা ইন্স্যুরেন্স,JANATAINS (Janata Insurance ), লেনদেন স্থগিত থাকবে

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে

(১২৬৩) আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে

Thursday, May 26, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে দরপতন ঠেকাতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) ১৫ দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছে সাধারণ বিনিয়োগকারীরা আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল এসইসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপিটি দেয়
বিনিয়োগকারীদের পক্ষ থেকে এসইসিকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে, পুঁজিবাজারের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসইসি কর্তৃক লেনদেনে স্থগিতাদেশ জারি, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি এসএলআর সিআরআরের হার কমানো, আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের হার ২০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ নির্ধারণ করা, দুর্নীতিবাজদের পুনরায় পুঁজিবাজারে বিনিয়োগ করতে বাধ্য করা, গত অর্থবছরে আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজার থেকে অর্জিত মুনাফা আবারও পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করা, আর্থিক প্রতিষ্ঠান কোম্পানির পরিচালকদের বোনাস রাইট শেয়ার থেকে প্রাপ্ত শেয়ার বিক্রিতে এক বছরের জন্যলকইন’-এর ব্যবস্থা করা প্লেসমেন্টের টাকা দ্রুত ফেরত দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের ব্যবস্থা করা
এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনের কাছে স্মারকলিপি দেওয়ার পর বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বায়ক মিজান-উর রশিদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বিনিয়োগকারীদের পক্ষ থেকে দাবিগুলো এসইসিকে জানানো হয়েছে হয়েছে বিস্তারিত আলোচনা শেষে এসইসির পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে কিছু নীতিমালা তৈরি করা হচ্ছে যা আগামী তিন মাসের মধ্যে কার্যকর করা হবে।’ তবে লেনদেন বন্ধ করার বিষয়ে এসইসি অপারগতা জানিয়েছে বলে তিনি জানান

Blog Archive