Friday, November 26, 2010 Unknown

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >

মেষ লোকে বলে, যার বয়স হয়ে গেছে, তার সামনে আর সময় নেই। আমি বলি, মানুষ যতক্ষণ জীবিত আছে, কর্মক্ষম আছে, ততক্ষণ তার হাতে সময়ের কোনো অভাব নেই। কাজেই প্রিয় মেষ, বয়স আপনার কমই হোক আর বেশিই হোক—ও নিয়ে মাথা ঘামাবেন না। যে কাজগুলো আপনি করণীয় বলে ভেবেছেন, সেগুলো দ্রুত পরিকল্পনার মাধ্যমে এখনই শুরু করে দিন।...সপ্তাহের দ্বিতীয় ভাগ আপনার জন্য বিশেষ শুভ।

বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >

বৃষ ব্যক্তিকে আমি ব্যক্তি হিসেবেই দেখি। তবে, তাকে তার রাশি দিয়ে চিহ্নিত করাটা হচ্ছে আমার পেশা। রবীন্দ্রনাথ, সত্যজিৎ, শেক্সপিয়ার—এঁদের মতোই বৃষ জাতক ছিলেন সদ্যপ্রয়াত কলিম শরাফী। তাঁকে শেষবার দেখি আমার ভগ্নিসম মিনুর জন্মদিনে, ২০০৭ সালে। যথারীতি সস্ত্রীক এসেছিলেন তিনি। অন্য আর কোনো অতিথি ছিলেন না। কাজেই খুব ঘনিষ্ঠ কথাবার্তা হয়েছিল সেদিন। মনে করিয়ে দিলাম, তিনি একদা গেয়েছিলেন, ‘আজ হলো শনিবার, কাল কোনো কাজ নেই, রাত জেগে তোমাকেই ভাবছি’—গানটি। খুব খুশি হলেন। গৃহকর্ত্রীর অনুরোধে তাঁর সঙ্গে গলা মিলিয়ে দু-চার লাইন রবীন্দ্রসংগীত গেয়ে সবাইকে তৃপ্ত করলেন।...আমি তো দেখি, শাস্ত্রে বর্ণিত বৃষের সব গুণই বিচ্ছুরিত হয়েছে কলিম শরাফীর মধ্যে। তাই তিনি অমর হয়ে রইলেন।...প্রিয় বৃষ, নিজের অক্ষমতা নয়, বিশ্বাস রাখুন নিজের ক্ষমতার ওপর। আর এ সপ্তাহের ব্যস্ততা আপনাকে আনন্দ দেবে—এটুকু মনে রাখুন।

মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >

মিথুন উর্দুতে একটা জোক আছে—টেলিফোনে এক পাঞ্জাবি আরেক পাঞ্জাবিকে বলছে, ‘আপ কাঁহা সে বোল রাহে হ্যায়?’ অন্যজন উত্তর দিচ্ছে, ‘ম্যায় তো মু-সে (মুখ থেকে) বোল রাহা হু। তু কাঁহা সে বোল রাহি হ্যায়?’ প্রিয় মিথুন, এ সপ্তাহে কাউকে কোনো কথা দিলে বুঝে-শুনে দেবেন।

কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >

কর্কট এ সপ্তাহে ব্যবসায়ী কর্কটের চেয়ে শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, ক্রীড়াশিল্পী—এমনকি চাকরিজীবী কর্কটরাও বেশি সাফল্য পাবেন। তবে বলা বাহুল্য, কাজ ও বিশ্রামের মধ্যে সবাইকেই সমন্বয় করে চলতে হবে।

সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>

সিংহ George Clare তাঁর Last Waltz in Vienna উপন্যাসে বলেছেন, ‘...when an illusion is believed, it becomes reality’—অর্থাৎ একটা ভ্রমকে বিশ্বাস করলে একসময় তা বাস্তব হয়ে দাঁড়ায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভ্রম তো বাস্তবতার চেহারা নিয়েই সামনে আসে। পাকিস্তান রাষ্ট্রটা যে একটা ভ্রম ছিল, গোড়ার দিকে খুব অল্প লোকেই তা বুঝতে পেরেছে।...যা-ই হোক, প্রিয় সিংহ, শুভ হলেও চলতি সপ্তাহটা খুব বুদ্ধি প্রয়োগ করে চলবেন।

কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >

কন্যা অনগ্রসর সমাজে ঈর্ষা বা হিংসার চর্চা খুব বেশি হয়। বাতাসেই থাকে নীরব ঈর্ষার বোঁটকা গন্ধ। এ সপ্তাহে আপনাকে চলতে হবে ঈর্ষা-পরশ্রীকাতরতার মধ্য দিয়ে। সেভাবে নিজের মনকে প্রস্তুত করে নিন।

তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >

তুলা এ সপ্তাহে হঠাৎ করে কোনো মত পরিবর্তন করবেন না। মত যদি বদল করতেই হয়, তাহলে সিদ্ধান্তটা স্থগিত রাখুন বা ঝুলিয়ে রাখুন। পদক্ষেপ গ্রহণে অল্প একটু দেরি করুন। সুফল পাবেন।

বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >

বৃশ্চিক অশ্রুর চেয়ে পবিত্র জল আর নেই। যার অপরাধ প্রমাণিত নয়, অর্থাৎ নিশ্চিত নয়, তার বিরুদ্ধে এ সপ্তাহে কঠোর অবস্থান নেওয়াটা বোধহয় ঠিক হবে না। অশ্রুজলের সামনে থমকে যাওয়াটাই স্বাভাবিক। কাজেই সেটাই করুন।

Blog Archive