Pioneer Insurance 30% Stock Dividend

Thursday, May 10, 2012 Unknown
শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে পাইওনিয়ার ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।


পাইওনিয়ার ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন বেলা ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।


ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে পাইওনিয়ার ইন্সুরেন্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪২ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৯ টাকা ৬৬ পয়সা।


কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।

Blog Archive