(১২১৫) আয়ের নতুন ক্ষেত্র

Wednesday, September 21, 2011 Unknown

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে বিভিন্ন ধরনের প্রায় এক লাখ ৮২ হাজার প্রোগ্রাম তৈরি হয়েছে বলে জানা গেছে। আর এতে বেড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আয়ের পরিমাণ। সম্প্রতি এ বিষয়ে এক গবেষণায় এ তথ্য জানানো হয়। গবেষণাটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ডের রবার্ট এইচ স্মিথ স্কুল অব বিজনেস বিভাগ।
গবেষণায় বলা হয়, ফেসবুকের জন্য এ ধরনের প্রোগ্রাম তৈরির ফলে প্রায় দুই লাখ ৩৫ হাজার ৬৪৪ জন চাকরি পেয়েছেন। আর এতে যুক্তরাষ্ট্রের মূল আয়ের মধ্যে প্রায় এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ কোটি টাকা যুক্ত হচ্ছে! স্মিথ সেন্টারের ডিজিটাল ইনোভেশন ও প্রযুক্তির সহপরিচালক হর্ন হান বলেন, ‘এ গবেষণা থেকে আমরা নিশ্চিত হয়েছি, সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম নতুন এক খাত তৈরি করছে, যা কাজের জন্য বড় এক ক্ষেত্র।’ তিনি বলেন, ফেসবুকের পাশাপাশি যত ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম চালু হচ্ছে, এ খাতে চাকরি তত বেশি বাড়ছে। ৭৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর জন্য তৃতীয় পক্ষের তৈরি প্রোগ্রামের সংখ্যাই বেশি। আর ফেসবুক ব্যবহারকারীরা প্রতিদিন প্রায় দুই কোটি প্রোগ্রাম ইনস্টল করেন! প্রোগ্রাম ব্যবহারের এ হার অনুযায়ী প্রায় ৫৩ হাজার সফটওয়্যার প্রতিষ্ঠানের জন্য নতুন কাজ যুক্ত হচ্ছে প্রতিনিয়ত। গবেষণায় জানানো হয়, ফেসবুকের জন্য জিংগার তৈরি জনপ্রিয় গেমস মাফিয়া ওয়ারস ও ফার্মভিল তৈরিতে কাজ করেন প্রায় দুই হাজার কর্মী এবং তাঁদের আয়ের পরিমাণ প্রায় এক হাজার ৫০০ থেকে দুই হাজার কোটি টাকা! সব মিলিয়ে এ ধরনের আয়ের খবরকে কাজের দারুণ ক্ষেত্র বলে মানছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নতুন খাত হিসেবে চাকরি এবং আয়—দুটির ক্ষেত্রে রয়েছে যথেষ্ট সম্ভাবনা।

Blog Archive