(১২১৮) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবিএল) ও এইচআর টেক্সটাইল

Wednesday, September 21, 2011 Unknown

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবিএল) ও বস্ত্র খাতের এইচআর টেক্সটাইল প্রতিষ্ঠান তাদের শেয়ারের ফেসভ্যালু ১০ টাকায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার ১০ টাকা করার সময়সীমা বেধে দিয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই এ প্রতিষ্ঠান দুটোর শেয়ারের ফেসভ্যালু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এমটিবিএল প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ তাদের প্রতিটি ১০০ টাকা ফেসভ্যালুর শেয়ার ১০ টাকায় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে মার্কেট লট ৫০টি শেয়ারের পরিবর্তে ৫০০টি করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আগামী ১৬ নভেম্বর প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

অপরদিকে এইচআর টেক্সটাইলের শেয়ারের ফেসভ্যালুও ১০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ২৪ অক্টোবর প্রতিষ্ঠানটির ইজিএম অনুষ্ঠিত হবে।

Blog Archive