(১২১৬) ব্র্যাক ব্যাংকের

Wednesday, September 21, 2011 Unknown

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের অপরিশোধিত মূলধন ৪৮০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১২০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

‘এ’ ক্যাটাগরির ব্র্যাক ব্যাংক ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ৪৮০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩২১ কোটি ২০ লাখ টাকা। ব্যাংকটির প্রাইস আর্নিং (পি/ই) রেশিও ৯.৫৮। গত একমাসে এ শেয়ারের দর ৪৭০.৫০ টাকা থেকে ৫০৬.৭৫ টাকার মধ্যে ওঠানামা করে। ১০০ টাকা ফেসভ্যালুর এ প্রতিষ্ঠানের মার্কেট লট ৫০টি শেয়ারে। বাজারে এর মোট ৩ কোটি ২১ লাখ ২৩ হাজার ৫২০টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ শেয়ার রয়েছে পরিচালনা পর্ষদে, ৩.২২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৬.৭৮ শতাংশ শেয়ার।

ব্র্যাক ব্যাংকের চলতি অর্থবছরের গত ছয়মাসে (জানুয়ারি ১১- জুন-১১) কর পরিশোধের পর মুনাফা করেছে ৭৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬৫ কোটি টাকা।

Blog Archive