(২০২৬) টেলিকম সেক্টর

Wednesday, September 21, 2011 Unknown

বিশ্বের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা হুয়াওয়ে এখন বাংলাদেশসহ ১০টি দেশে টেলিনরের ভয়েস ও আইপি নেটওয়ার্কের মানোন্নয়ন, সম্প্রসারণ এবং রক্ষণাবেক্ষণ কাজ করবে। সূত্র এ তথ্য জানিয়েছে।

নরওয়ের অসলোতে পাঁচ বছরের জন্য টেলিনর গ্লোবাল সার্ভিসেসের (টিজিএস) সঙ্গে সমন্বিত একক নেটওর্য়াক, আইপি কোর সলিউশন এবং রক্ষণাবেক্ষণ সেবা দেওয়ার জন্য যৌথ সমঝোতা হয়েছে।

এ সেবাভুক্ত দেশগুলো হচ্ছে নরওয়ে, সিঙ্গাপুর, হংকং, চীন, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ড, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং বাংলাদেশ।

আইপি কানেকটিভিটির মানোন্নয়নে হুয়াওয়ের সমন্বিত ব্যবস্থাপনা সেবার মাধ্যমে টিজিএসের নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ সুবিধা তাদের গ্রাহকদের আরও মানোন্নত সেবা দেওয়া সম্ভব হবে।

হুয়াওয়ের টেলিনর বিজনেস ইউনিটের সহসভাপতি জে ঝাং জানান, টিজিএস তাদের আইপি নেটওয়ার্কের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণে হুয়াওয়েকে নির্বাচিত করেছে। এ সেবার মাধ্যমে গ্রাহকের জন্য সর্বোচ্চ মানের নেটওয়ার্ক আর অংশীদার প্রতিষ্ঠানের জন্য যৌক্তিক মুনাফা নিশ্চিত করবে।

Blog Archive