(১৭৪৬) বড় অংকের ঋণ

Wednesday, September 07, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে (বড় অংকের ঋণ) বৃহদাংক ঋণের তথ্য তিন মাস অন্তর পববর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে দাখিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের এক সাকুর্লারে মঙ্গলবার এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, কোন আর্থিক প্রতিষ্ঠান যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার মোট মূলধনের (পরিশোধিত মূলধন ও রিজার্ভ) ১৫ শতাংশের বেশি ঋণ দেয়, তবে তা বড় ঋণ হিসেবে গণ্য হবে। এবং ঋণ হিসাবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষ সব ধরনের ঋণ বিবেচনায় আনতে হবে।

নিদের্শনায় বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসব ঋণের তথ্য তিন মাস পর পরের মাসের ১৫ তারিখের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে জমা দিতে হবে।

Blog Archive