(১৭৫৩) প্রবণতা ↓↓

Wednesday, September 07, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  দেশের পুঁজিবাজারে আজ বুধবারও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। আড়াই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় সূচকও কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৬.৩০ পয়েন্ট কমে ৬০৩৯.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকালের মতো আজও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটের মাথায় সূচক ১৮ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর থেকে সূচক নিম্নমুখী হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের দাম। এখন পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ১৬০ কোটি টাকা লেনদেন হয়েছে।
এ পর্যন্ত লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—যমুনা অয়েল, ইউসিবিএল, তিতাস গ্যাস, এমআই সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, ইসলামী ব্যাংক, বেক্সিমকো, গ্রামীণফোন, সিটি ব্যাংক ও ইউনাইটেড এয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেলা দেড়টার দিকে সিএসসিএক্স সূচক ৫৩.০২ পয়েন্ট কমে ১০৯৫৫.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের দাম। এখন পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২২ কোটি টাকা লেনদেন হয়েছে।

Blog Archive