(১৭৪৭) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা শাখা সূত্রে জানা যায়

Wednesday, September 07, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  আগস্ট মাসে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বেড়েছে ১১ কোটি ৪২ লাখ ৪৭ হাজার মার্কিন ডলার। ২০০৯-২০১০ অর্থ বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৯৬ কোটি ৩৯ লাখ দুই হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা শাখা সূত্রে জানা যায়, গত জুলাই মাসে প্রবাসীরা ১০২ কোটি ৮১ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। গত অর্থবছরের একই সময়ে রেমিটেন্সের পরিমাণ ছিলো ৮৫ কোটি ৭৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। এর পরিমাণ ৭৫ কোটি ১৫ লাখ ৪৩ হাজার ৫শ’ মার্কিন ডলার। আর সবচেয়ে বেশি এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ২৮ কোটি ৭৯ লাখ ৪৮ হাজার মার্কিন ডলার।

প্রবাসীরা সরকারি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে ৩০ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়েছে এক কোটি ৯১ হাজার মার্কিন ডলার ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে ৮০ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার।

Blog Archive